নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কোনও এক রাতে তুমি ভালবেসেছিলে

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:২৫



কোনও এক রাতে তুমি ভালবেসেছিলে, কিন্তু সে বড় অসময়
ছিল আমার, কালাকাল ঘিরেছিল আষ্টেপৃষ্ঠে; ফিরিয়ে দিয়েছিলাম
সে অঞ্জলি প্রেমের অবজ্ঞাভরে, পরাজয় নিশ্চিত দেখে ভীরু
কাপুরুষ সৈনিকের মতো চুপিচুপি পালিয়ে এসেছিলাম যুদ্ধের
ময়দান ছেড়ে। আমি হতে পারিনি তোমার আকাঙ্ক্ষার সেই
সংসপ্তক বীর যোদ্ধা... আহা আমি পারিনি! কিন্তু তারপর...
তারপর সেই যুদ্ধ কোথায় নিয়েছিল তোমাকে? কী ছিল সেই
প্রত্যাখ্যানের পরিণাম? এইসব মুহূর্তের ভালো লাগায় আদৌ কী
প্রেম থাকে কোনও নাকি সবটাই কাম? সেই ছাই রঙা মিনি স্কার্ট
আর চলচিত্র নায়িকাদের মতো লিনথিন সুগঠিত দেহসৌষ্ঠবের
আড়ালে একজন মনোনারী কী আমার জন্যে কেঁদেছিল সে রাতে
ব্যর্থ প্রেমে কিংবা মনসিজ নিরাশাতেও, নিদেনপক্ষে বিলম্বিত
ঘুমের আগে দুয়েকটি দীর্ঘশ্বাস? আমার বড্ড জানতে ইচ্ছে করে,
যেই যুদ্ধ সে রাতে তুমি শুরু করেছিলে তা কোথায় নিয়েছিল
তোমাকে নাকি আমারই মতো ভুলে গেছ সব সড়কে নেমেই!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা শামচুল হক।

২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম হলো গুটিবসন্তের মতো। এটা অন্তরে দাগ কেটে যায়। ভোলা যায় না।

কবিতা সুন্দর।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

অর্ক বলেছেন: চমৎকারভাবে বললেন! আমার ক্ষেত্রে তাই কিন্তু ওদেরটা বলতে পারি না! হয়তো আমার থেকেও বেশি কিংবা হয়তো কিছুই কিছু না! যাই হোক ওদের জন্য আমার ভরপুর শুভকামনা।

আপনার ভালো লাগায় প্রীত হলাম। আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৬

তারেক ফাহিম বলেছেন: প্রেম সময় অসময় বুঝে না যখন ইচ্ছে তখনি আসে।

যখন আসছিল তখন অসময় ছিলো আপনার, কিন্তু অাক্ষেপটি সারাজীবন টানতে হয় :(

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১০

অর্ক বলেছেন: এ ক্ষেত্রে সেভাবে আক্ষেপ নেই, একটু আছে। তবে নেমপ্লেট’র নামগুলোর জন্য অনেক... আর একজনের পক্ষে সবার সাথে সম্পর্ক করা যায় না! হা হা হা। আমি আবার কাওকে দুঃখ দিতে চাই না, তাই... করার কিছু নাই! হা হা হা।

ধন্যবাদ ও শুভকামনা তারেক ফাহিম।

ফাহিম নামে আমার খুব ভালো বন্ধু ছিল। ওর বাড়ি গাজীপুর। কোনওভাবে যদি আবার যোগাযোগ করা যেতো!

৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৪

আকিব হাসান জাভেদ বলেছেন: আষ্টেপৃষ্ঠে জড়িয়া থাকা ভালোবাসা ছুটে যাবে এতো সহজে। সে এখনো কাদেঁ নিরবে সন্ধায়।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

অর্ক বলেছেন: হা হা হা! মেয়েদের ভালবাসা প্রকাশ হয়ে পড়লে, খুবই অস্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়! বুঝতে পেরেছেন তো! অনেকে লজ্জায় একেবারে মাটিতে মিশে যাবার মতো এলোমেলো হয়ে যায়! না কাঁদলেও মনে পড়ে সম্ভবত!

ধন্যবাদ ও শুভকামনা আকিব হাসান জাবেদ। আকিব হাসান বা খান নামে পাকিস্তানের খুব ভালো একজন ফাস্ট বোলার ছিল। কিন্তু ওয়াকার, ওয়াসিম’র কারণে সব প্রতিভা তার মাঠে মারা গেছে। কারও ইন্জুরিতে সাধারণত দলে ডাক পেত! খুব দ্রুতগতির বোলার ছিল! পরে শোয়েব, আব্দুর রাজ্জাক এসে আরও দফারফা!

৫| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা !!!
ভালোলাগা ।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:১৮

অর্ক বলেছেন: অনেক শ্রদ্ধা ও ভালবাসা আপু। নিরবচ্ছিন্ন শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.