নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ♦ কাল (২০০৭)♦বাংলা

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২০



আমার দেখা সেরা সিনেমাগুলোর একটি। পুরো সিনেমাটাই জীবন থেকে নেয়া। এখানে দেখানো নারী চরিত্রগুলো একেবারেই যে বাস্তব, সে কথা বলাই বাহুল্য! আমাদের দেশ, কিংবা পশ্চিম বাংলা, কিংবা বৃহৎ অর্থে যদি পুরো উপমহাদেশও (ভারত, পাকিস্তান, বাংলাদেশ) বলি, নারীরা এভাবেই অত্যাচারিত, প্রতারিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আমরা যারা শহরে থাকি, তারা হয়তো এসব ঘটনা বা চরিত্রগুলোর সাথে সেভাবে পরিচিত নই, কিন্ত এদেশের আনাচেকানাচে এমন অসংখ্য প্রত্যন্ত গ্রাম আছে, যেখানে এই সিমেমায় দেখানো অসহায় নারী চরিত্রগুলো খুঁজে পাওয়া যাবে; একজন দুজন নয় এরকম হাজার হাজার। সিনেমাটা দেখতে দেখতে বেশ কয়েকবার চোখ ভিজে এসেছিল নিষ্ফল ব্যথায়। দুর্বল চিত্তের ও ১৬ বছরের নীচে দর্শকদের সিনেমাটি না দেখাই ভাল, এতে বেশ কিছু দৃশ্য আছে যা তাদের বিচলিত করতে পারে। এছাড়াও কিছু দৃশ্য আছে যা ঠিক অশ্লীল নয়, তবে পরিণত বয়সের মানুষের জন্যেই উপযুক্ত। সকলকেই বলব সিনেমাটা দেখার জন্য। ইউটিউবে কাল লিখে সার্চ দিলেই পাবেন। তবে ছবি ইন্টারনেটে সেভাবে পেলাম না। ওপার বাংলার চান্দ্রেয়ী ঘোষ আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী। তিনিও আছেন এই সিনেমাতে বিশেষ একটি চরিত্রে। তার সিনেমার একটি দৃশ্যের ছবি লেখায় যুক্ত করলাম।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সিনেমা ভালো লেগেছে ভালো কথা। তবে একটা কথা স্বীকার করতেই হবে, ওপারের সিনেমার আগ্রাসনে আমাদের সিনেমা শিল্প আজ পঙ্গু। ভিনদেশী সিনেমা যত ভালোই হোক না কেন, সেটা ভিনদেশী এই কথাটি যে মনে রাখে তাকেও দেশপ্রেমিক বলা যায়।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৮

অর্ক বলেছেন: শিল্প সাহিত্যের আদৌ কোনও দেশ নেই, বাণিজ্যের ব্যাপারটা ভিন্ন। ধন্যবাদ।

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

অগ্নিবেশ বলেছেন: তাহারা সবই ঘেঁটে ঘুঁটে দেখবে, কাজ শেষ হয়ে গেলে গালি দিয়ে বেরিয়ে যাবে।

৩| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩

অগ্নিবেশ বলেছেন: সোহাগ ভাই, আসল দেশ প্রেমিকেরা বিষ্ঠাকে স্বর্ন মনে করে না, বরং নিজ দেশে স্বর্ন ফলিয়ে জগতকে দেখায়।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৮

অর্ক বলেছেন: ওই ভদ্রলোক একটা নির্দোষ মুভি রিভিউ নিয়ে কোথায় চলে গেছে! সিনেমাটা একটা আর্ট মুভি। একেবারেই ফ্লপ। এমনকি ছবিও পাওয়া যাচ্ছে না!

ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪১

অর্ক বলেছেন: সিনেমায় চান্দ্রেয়ী ঘোষ একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অসামান্য ভালো অভিনয় করেছিলেন।

৪| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাহিনীটা হালকা একটু বলা দরকার ছিল।

ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭

অর্ক বলেছেন: হয়তো। ধন্যবাদ ভাই।

৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: ছবিটা দেখেছি, বাস্তবতা ফুটে উঠেছে ঠিক,কিন্তু অশ্লীলতায় ভরে তুলেছে বেশি

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪০

অর্ক বলেছেন: আরও দুয়েকবার দেখলে আপনার ভুল ভাঙবে। আপনি সম্ভবত সিনেমার গভীরে যেতে পারেননি... সাধারণভাবে দেখে গেছেন। আমি চার পাঁচবার দেখেছি।

অজস্র ধন্যবাদ।

৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: অর্ক ভাই ঠিক আছে আরো একবার দেখার চেষ্টা করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.