নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কেন সেই একই দুঃস্বপ্ন

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭



কেন সেই একই দুঃস্বপ্ন বারবার আসে ফিরে
তারপর অদৃশ্য টিকটিকির ‘টিকটিক’ আওয়াজ;
পৃথিবীর সমস্ত মানুষ নির্বাসিত কোনও অজ্ঞাতবাসে
আমি একা
হাটছি হাটছি আর হাটছি

পৃথিবীর প্রতিটি নিষ্প্রাণ সড়ক আলপথ অলিগলি
বিরতিহীন হেটে চলেছি
পরিপাটি দোকানপাট বিদ্যালয় বাড়িঘর উদ্যান
সব পেরিয়ে যাচ্ছি একে একে-
কোথ্থাও কোনও জনমানুষের চিহ্ন নেই, শব্দ নেই
বেপথু একটি ছায়াও পড়ে নেই কোনওখানে
এমনকি একটি অবুঝ শিশুও কাঁদছে না কাছে দূরে...

মুখগহ্বরে রাজ্যের তেতোভাব নিয়ে চমকে জেগে উঠি
আর তারপর সেই অদৃশ্য টিকটিকির ‘টিকটিকটিক’

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০২

নীহার দত্ত বলেছেন:



সময় চলে যায়, মানুষ হেঁটে যায়, বেঁচে থাকে।

কবিতাটা ভালো হয়েছে। কয়েকটা চন্দ্রবিন্দু মিস হয়ে গেছে মনে হয়

১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৬

অর্ক বলেছেন: ধন্যবাদ। অনেকক্ষেত্রে আমি বাহুল্য মনে ক’রে চন্দ্রবিন্দু ইত্যাদি এড়িয়ে যাই। ইদানীং অনেকটা এভাবেই লেখা হয়। হাটা ইত্যাদি বহু শব্দে অনেক প্রতিষ্ঠিত কবিরাও চন্দ্রবিন্দু এড়িয়ে গেছেন। কবিতার ক্ষেত্রে বিষয়টা খানিকটা পৃথকই বৈকি! চন্দ্রবিন্দু’র আধিক্য কবিতাকে অসরল করে তুলতে পারে।

২| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২১

নীহার দত্ত বলেছেন:

চন্দ্রবিন্দু’র আধিক্য কবিতাকে অসরল করে তুলতে পারে।
-- হলেও হতে পারে। বানান যত সহজ করা যায় ততই ভালো। বেশী পেচিয়ে লাভ কি ! তবে অনেক কবি করেছেন দেখে আমিও করব এটা আবার মানতে পারছি না। বাংলা একাডেমী বা প্রাতিষ্ঠানিক ভাবে যে বানানরীতি প্রচলিত সেটা মেনে চলতেই আমি স্বচ্ছন্যবোধ করি।
তবে বানান ভুল আমারও হয়। হরহামেশাই হয়।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৬

অর্ক বলেছেন: আমি এভাবেই লিখতে স্বচ্ছন্দবোধ করি।

৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন সন্ধানীর স্বপ্নে স্বপ্নের খোঁজে অন্তহীন পথ হাটা - - - -

ভাল লাগা রইল ঠিক ঠিক :)

+++++

১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ও প্রীতি অবিরাম ভৃগু ভাই।

৪| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৭

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯

গরল বলেছেন: ফটোটা চমৎকার তুলেছেন কিন্তু কেমন যেন একটা দম বন্ধ ভাব আছে ছবিটাতে।

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

গরল বলেছেন: ভাই স্ট্রিট ফটোগ্রাফির জন্য কোন লেন্সটা ভালো হবে, প্রাইম(৩৫, ৫০, ৮৫) না ওয়াইড অ্যাঙ্গেল? যুম লেন্সতো মনে হয় দরকার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.