নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪৬

ইচ্ছে করছে, এখানে ব’সে আমি তোমার অপেক্ষা করি, নিরবচ্ছিন্ন
অপেক্ষা করি, কিন্তু তারপর... পৃথিবী এক অদ্ভুতুড়ে প্রহেলিকা রুমা,
আর আদতে এর কোনও শেষ নেই। যে সড়কে প্রতিদিন তুমি হাঁটো
এখানে সেখানে যাও তারপর ফিরেও আসো যথারীতি, যে বাজারে
নিত্য কেনাকাটা করো, যে ঝুলবারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে অবসরে
সূর্যাস্ত দেখো নিটোল মুগ্ধতায়, লোডশেডিংয়ের অন্ধকার রাতে যে ছাদে
পরিবারপরিজনবেষ্টিত হ’য়ে মেতে ওঠো গালগপ্পে, আড্ডা দাও জমিয়ে,
সেখানে কোথাও আমি নেই রুমা, তোমার চারিদিকে কোথ্থাও আমি
নেই। তেমনি আমারও অনুরূপ একটি জগত আছে, যেখানে অনুপস্থিত
তুমিও, একইভাবে। তবুও আমার এখন ইচ্ছে ক’রছে, এখানে ব’সে
আমি তোমার অপেক্ষা করি, নিরবচ্ছিন্ন অপেক্ষা করি...

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: দাঁড়ি এত দূরে কেন ভাই?
শ্বাস আটকে যাওয়ার দশা।
বড় ভাল লাগল।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

অর্ক বলেছেন: ! তো আছে। কবিতার গল্পের শেষ নেই ভাই। ধন্যবাদ অনেক।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

অর্ক বলেছেন: না ভাই, আপনি ভালো কথাই বলেছেন,। দিয়ে দিলাম। অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

কাইকর বলেছেন: বেশ ভাল লাগলো ভাই।ধন্যবাদ আপনাকে

২৬ শে মে, ২০১৮ রাত ১০:০৬

অর্ক বলেছেন: এটা উপস্থিত বোর্ডে লেখা কবিতা প্রিয় কাইকর! আপনি মুক্ত এর সমালোচনার জন্য। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১:২৪

অলিভিয়া আভা বলেছেন: অপেক্ষা করবার দুর্নিবার ইচ্ছেই প্রেম'কে জাগিয়ে রাখে। বাঁচিয়ে রাখে। অপেক্ষা যদি একবার তার আবেদন হারিয়ে ফেলে তাহলে মনে হয় প্রেমের যে রস থাকে সেটাও চলে যায়। সে অপেক্ষা হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট কিংবা আজীবনের।
অপেক্ষা শব্দটির মধ্যেই এক প্রকার আলাদা আবেদন আছে।

ইচ্ছে ক’রছে, এখানে ব’সে আমি তোমার অপেক্ষা ক’রি, নিরবচ্ছিন্ন
অপেক্ষা ক’রি, কিন্তু তারপর... পৃথিবী এক অদ্ভুতুড়ে প্রহেলিকা
চমৎকার ভাবে চিত্রায়িত করছেন। এই অর্থে দেখলে সত্যিই যেন অপেক্ষা যেন এক হেঁয়ালি।
ভালো থাকবেন। আপনি সুন্দর করে কবিতা লিখেন।।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

অর্ক বলেছেন: চমৎকার আপনার মন্তব্য। আসলে ওর ওখানে থেকেই গতকাল হঠাৎ করে লেখা লেখাটি (নিজেও জানি এটা আদৌ কবিতা হয়নি)। আপনার ভালো লাগা আমাকে যারপরনাই ছুঁয়ে গেল। স্নিগ্ধ হলাম। নিরবচ্ছিন্ন শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.