নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তুমি পারো না

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫



এই যে আমি ফের দাঁড়িয়েছি সম্মুখে তোমার
যেমন ছিলাম বিগত বছরগুলোতেও...
কিন্তু তুমি একবারও মুখ তুলে তাকাচ্ছ না আমার দিকে
বারবার কপালে জমা স্বেদ বিন্দুটুকু মুছে দিচ্ছ আঙুল ছুঁয়ে
ত্বকে নেমে আসা ঝঞ্ঝাটে জুলফি পরিপাটি আবার গুছিয়ে রাখছ চুলে
(অথচ একটি ক্লিপ বা ব্যান্ডই হতে পারে এর অনায়াস সমাধান)
কফি ভর্তি কাপগুলো একের পর এক তুলে দিচ্ছ খদ্দেরের হাতে
বারবার একইরকম কয়েকটি দৃশ্যের পুনরাবৃত্তি- বিরক্তিকর নিঃসন্দেহে
আর তোমার খদ্দেররাও সব স্ট্রাইপের সাদা শার্ট পরা মধ্যবয়স্ক পুরুষ
কারও মুখাবয়বই পরিষ্কার দেখা যাচ্ছে না- কেমন যেন ধোয়া ধোয়া
এবং খুব সম্ভবত ওদের সকলের মাথাতেই ছোটবড় টাক।

রুমা, তুমি একইরকম পড়ে আছো সেই উদ্ভট কাউন্টারটিতে
একইরকম বিরক্তিকর ও ঝঞ্ঝাটে তোমার পারিপার্শ্বিকতা...
সিনেমার দুরন্ত নায়িকার মতো তুমি বদলে দিতে পারো না গল্প
সব নিখুঁত, সব ভালো, সব ঐশ্বর্যময়
না, তুমি পারো না!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

সনেট কবি বলেছেন: গুড

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। অবিরত শুভকামনা।

২| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাইকর বলেছেন: ভাল লাগলো

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অর্ক বলেছেন: ধন্যবাদ কাইকর।

৩| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি লেখক হিসেবে ভেরী গুড,
কবিতা ভালো লেখনে, চমৎকার!
নিজস্ব স্টাইলে, কিন্তু আত্মগরিমা
আপনাকে মানুষের কাতার থেকে দূরে
সরিয়ে দিয়েছে। যা আপনার কবি
মনের সাথে যায়না, উপনার উত্তরণ
হোক সেই পঙ্কিলতা থেকে।

২৭ শে মে, ২০১৮ রাত ৮:০২

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ নূরু ভাই। অত্যন্ত ভালো লাগলো আপনার কথাগুলো। অবশ্যই আমি নিজেকে সংশোধনের চেষ্টা করবো। অনেক অনেক প্রীতি ও শ্রদ্ধা।

৪| ২৯ শে মে, ২০১৮ ভোর ৫:০৪

জাহিদ অনিক বলেছেন:

আহ !!!! ৫ম লাইনটা অসাধারণ !!!!

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ হে কান্তিমান কবি।

৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৫৪

অলিভিয়া আভা বলেছেন: সিনেমার দুরন্ত নায়িকার মতো তুমি বদলে দিতে পারো না গল্প
সব নিখুঁত, সব ভালো, সব ঐশ্বর্যময়
না, তুমি পারো না!
খুব খুব ভালো লাগার মত করে লিখেছেন। চাইলেই কেউ সিনেমার মত করে দিতে পারে না। তাহলে সব কিছুই সুন্দর হয়ে যেত।
ভালো লাগলো কবি অর্ক।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

অর্ক বলেছেন: আপনার মন্তব্য দিব্য। এক কোটি ধন্যবাদ ও নিরবচ্ছিন্ন শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.