নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

রামপুরা ব্রিজে একদিন

২৯ শে মে, ২০১৮ রাত ১২:৩৮



এই ছোট্ট ব্রিজের ওপর এক যুগ বা তারও আগে প্রথম হেটেছিলাম
আজ আবার হাটছি, এরমাঝেও বেশুমারবার হেটেছি। জানি, এইসব
মুহূর্তের বিশেষত্ব নেই কোনও। কিন্তু তবুও হঠাৎ কেন যেন ব্রিজের
ওপর আজকের এই পথ চলাকে কাকতাল মনে হচ্ছে, বিশেষত্বহীন
এই মুহূর্তগুলোর বিশেষত্ব খুঁজে খুঁজে হয়রান আমি। কিন্তু পাচ্ছি না
কিছুই! শুধু দেখছি, একের পর এক চারপাশের দৃশ্যপট বদলে যাচ্ছে,
সড়ক বদলে যাচ্ছে, বাড়িঘর বদলে যাচ্ছে, দোকানপাট বদলে যাচ্ছে,
পথচারী বদলে যাচ্ছে। হ্যা, আমি জানি যে, আসলে কিছুই বদলাচ্ছে
না, সবটাই নেহাতই আমার ভ্রম, শুধু বুঝতে পারছি না, আজ কেন
এরকম মনে হচ্ছে!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ রাত ১:২২

অর্থনীতিবিদ বলেছেন: পরিবেশ পরিস্থিতি সময়ের সাথে সাথে বদলায়। কিন্তু আমাদের যার যার ভিতরের সত্তাটা সব সময় একরকমই থাকে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

অর্ক বলেছেন: নিঃসন্দেহে তাই। অনেক ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৮ ভোর ৪:২০

জাহিদ অনিক বলেছেন:

রামপুরা ব্রিজের উপর অনেকটা সময়, অনেকটা ব্যস্ত দুপুর কিংবা শান্ত সন্ধ্যা কাটিয়েছি।
ভাবনার খোরাক জোগায়

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

অর্ক বলেছেন: জি ধন্যবাদ।

৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:১৭

অলিভিয়া আভা বলেছেন: ছবিটা ও কবিতাটা দুটোই সুন্দর। ছবির উপরের দিকটা হালকা ঝাপসা জা আরও বেশী ভালোলাগা এনে দিচ্ছে

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

অর্ক বলেছেন: তাই তো! অজস্র ধন্যবাদ।

৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৫

পদ্মপুকুর বলেছেন: প্রত্যেকদিন রামপুরা ব্রিজ দিয়ে আসি, যাই। কিন্তু এই গল্পগুলো কখনোই চোখে পড়লো না ব্যস্ততার কারণে....

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

অর্ক বলেছেন: এখানে গল্প কোথায় পুকুর! টোনাটুনি ঠাকুরমার ঝুলি লাইলি মজনু কোনও গল্প তো বলা হয়নি। এই দশ বছরের সবজান্তা মহা পণ্ডিত বিদ্বান ব্লগারের মন্তব্যসূত্রে নিজের লেখা নিজেই আবার একাধিকবার পড়লাম। কোনও গল্প পেলাম না। আরেকজনের ব্যস্ততার খবর জানার কোনও আগ্রহ নেই! নিজের জীবনে সুখী থাকেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.