নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এখানে কোথাও প্রেম নেই

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩৮



এখানে কোথাও আজ আর প্রেম নেই প্রিয়
সম্পূর্ণ প্রেমহীন আজ এই পৃথিবী আমাদের;
তুমি কি আজও লুকিয়ে চিঠি লেখো আমাকে,
তারা ভরা চকমকি রূপালি আলোর রাতে
নিয়ন বাতি জ্বলা সুনসান সড়কে তাকিয়ে-
তুমি কি আজও আমার অপেক্ষায় পথ চেয়ে থাকো?

উহু, থেকো না... না, থেকো না
সম্পূর্ণ প্রেমহীন আজ এই পৃথিবী আমাদের;
আমি নেই কোথাও কারও জন্যে দাঁড়িয়ে অপেক্ষায়
আমি নেই সড়কে- বেলাবেলি চলেছি প্রিয়তার কাছে।

এক্ষুণি ঘুমিয়ে পড়ো প্রিয়
কাল ভোরে আগুনে পুড়িয়ে দিয়ো সমস্ত পুরনো চিঠি
বেমালুম ভুলে যেয়ো আমাকে- এইসব প্রেম, ভালোবাসাবাসি
আর নয়তো জাতিস্মরের অপেক্ষায় থেকো
অন্য আরেক পৃথিবী...
এখানে কোথাও আজ আর প্রেম নেই প্রিয়।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:২৯

আকতার আর হোসাইন বলেছেন: কবি এত আহত সুরে বলছে কেন???

কবিতা ভালো লাগলো...

৩০ শে মে, ২০১৮ রাত ১২:৩২

অর্ক বলেছেন: কবিতায় সব হবে বন্ধু। প্রেম শান্তি মানবতা যুদ্ধ রক্ত স্বপ্ন- সব। এমনকি যা কখনও আগে হয়নি, তাও হবে। শুভকামনা অন্তহীন।

২| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৫০

রসায়ন বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রেম কোথায় লুকোলো। :(

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩

অর্ক বলেছেন: আহবান করেন উষ্ণ প্রেমের কবিতায়। হা হা।

৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: যদিও কথা টা কষ্টের তবুও ভালো লেগেছে "এখানে কোথাও আজ আর প্রেম নেই প্রিয়"
ভালো লেগেছে কবিতা।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: শূন্যতার মাঝে বিচরণ করে গেলাম। সেটাই কবিদের আসল জায়গা।
নেই, নেই, নেই কে পূর্ণ করার।

কেমন আছেন?
শুভকামনা রইল।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ কবিবর। মন্তব্যে যথার্থ বিশ্লেষণ কবিদের সম্পর্কে, ঐকমত্য। আমি ভালো আছি। আপনার জন্যেও অজস্র শুভকামনা। কেন যেন অজস্র শব্দটাকে ইদানীং বিশেষভাবে খুব ভালো লাগে, অত্যন্ত কাছের মনে হয়।

৭| ০১ লা জুন, ২০১৮ রাত ২:১৬

জাহিদ অনিক বলেছেন: এই পৃথীবিতে না হয় পেলাম না খুঁজে প্রেম, অন্য আরেক পৃথিবীতে যদি একই ঘটনা ঘটে ?
তাহলে কি এই বিশ্বে কোথাও একরত্তি প্রেম নেই ?

কবিতা ভালো লেগেছে। ব্লগের আর দশ জন কবির চেয়ে আপনি কবিতা ভালো করেই লিখেন, তবুও কেন যেন মনে হয় কিছু একটা নেই। প্লিজ একটা কবিতা লিখুন যেটা আমি প্রিয়তে রাখতে পারবো।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৬

অর্ক বলেছেন: আসলে লেখাগুলো ঠিক স্বতঃস্ফূর্তভাবে একেবারে কবিতার ভাব জেগে লেখা না। বেশিরভাগ লেখাই বিষয়বস্তু বা বক্তব্যে তেমন চমক নেই। লেখা যায় দেখে লিখছি। চর্চা চালিয়ে যাওয়া। এর মধ্যেই, ভুলে যাও গোলাপ হন্তারককে, মাস্ক পরে বেরিয়ো, কনক ভোরের আলো (আপনি প্রিয়তে নিয়েছেন সম্ভবত), শুক্রবার কৃষ্ণচূরা গাছটা, জান্নাতকে নিয়ে এক গুচ্ছ ও আরও কিছু লেখা, অন্য আটেকটি সাইটে কিন্তু বেশ ভালোই প্রশংসিত হয়েছে। আর যারা প্রশংসা করেছে তার ভিরে তালি বাজানো লোক নয়। এভাবেই চর্চা চালিয়ে যেতে হবে। এখন দশটার মধ্যে একটা মানসম্মত হচ্ছে, এভাবে এক পর্যায়ে আশা করি, পাঁচটা হবে। পাঠেও আরও মনোযোগী হতে হবে।

ধন্যবাদ।

৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন:
ওহ হ্যাঁ আপনি একবার একটা সাইটের কথা বলেছিলেন। কি যেন নাম? ভারতীয় একটা ব্লগ তাই না ?
দয়া করে একটু লিংক দিবেন?

এই প্রতিউত্তরটা লেখার আগে, যেটা লিখে আবার মুছে দিয়েছেন সেটা বেশিই ভালো লেগেছিল। মুছে দিলেন কেন ? আমি তো সেটাও পড়েছি।
আপনার দশটা কবিতার মধ্যে একটা অবশ্যই চমৎকার হয়। আমার নিজেরও কুড়িটা লিখলে একটা ভালো লাগে।
রবীন্দ্রনাথেরও সব কবিতা আমার ভালো লাগে না। তবে একটা কথা ঠিক বলেছেন একদম, পাঠে একদম মনোযোগী হতে হবে।

ধন্যবাদ প্রিয় অর্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.