নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

যদি বলো

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৯



যদি বলো ইরেজারে মুছে দিতে পারি সমস্ত অতীত
আর মুছে দিতে পারি শহরের দানবীয় কোলাহল
সবুজ ঘাশের নির্মল শরীর জাগাতে পারি
এই কংক্রিটের রুক্ষ সড়ক খুড়ে খুড়ে-
অমল সবুজ সুপুষ্ট সতেজ থোকা থোকা ঘাশ
হিমেল বাতাসে অনবরত রণিত হবে চারিদিকে
ধ্রুপদ রমণীয় নৃত্যের ভঙ্গিমায়
তুমি বসে থাকবে সেই ঘাশের বুকে পরম নির্ভরতায়
তোমাকে ঘিরে উড়বে রঙিন প্রজাপতি ও ফড়িঙের দল
নিরবচ্ছিন্ন গাইবে গান- মনোহর সুরে;
আর হয়তো কিছু কদম ফুল দিতে পারি- এই বর্ষায়
আমার কবিতায় লিখতে পারি তোমার শুভ নাম- নানাভাবে
দক্ষ শিল্পীর ক্যানভাসে আঁকা ঝা চকচকে অনুপম ছবির মতো
তোমাকেও আঁকতে পারি- আমার কবিতার রঙে,
তুমি কি বিরক্ত হবে তাতে-
তাহলে আঁকবো না, লিখবো না কবিতা...

যদি বলো ইরেজারে মুছে দিতে পারি বিগত রমণীদেরও
তাদের সব নাম- আজ এই শেষ বিকেলের রোদ্দুরে
ধূলোয় উড়িয়ে দিতে পারি চিরদিনের জন্য;
যদি বলো চিৎকার করে বলতে পারি পৃথিবীকে শুনিয়ে শুনিয়ে,
‘অধুনা তুমিই আমার সব
তুমিই ধারণ করেছ আমার পাজরের হাড়
আমার এই চোখ শুধু তোমার।’

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:০৮

অর্ক বলেছেন: আমার আর কোনও সন্দেহ রইলো না। ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.