নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এই ব্লগে লেখা আমার শেষ কবিতা: রমজানে সংযম

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪

রমজানে সংযম সকলরে কাম্য
এ-মাসে থাক না ভাই
মানুষতেে সাম্য
ছোটো-বড় সাদা-কালো
ধনী-গরীব অনেক হলো
এ-মাসে সাম্য চাই
এসো হই ভাই-ভাই।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

কাইকর বলেছেন: আর কবিতা লিখবেন না??

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০

অর্ক বলেছেন: না, এখানে আর কোনওদিনই না। যেমন এর আগে অনুবাদ বন্ধ করেছিলাম। কোনও অর্থই আর খুঁজে পাচ্ছি না এই ব্লগে কবিতা ঝোলানোর। বেশ কিছু কবিতায় আপনার মন্তব্য পেয়েছি। শুভকামনা সবসময়।

২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

লাবণ্য ২ বলেছেন: ভালোই তো লিখতেন কবিতা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

অর্ক বলেছেন: "লিখতেন" ঠিক ব্যাপারটা অতীত হয়ে গেল এখন থেকে! ধন্যবাদ।

৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া কবিতা না লিখতে মন চাইলে অন্য লেখা লিখুন, প্লিজ লেখালেখিতে এক্টিভ থাকুন ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

অর্ক বলেছেন: নিঃসন্দেহে। বিকল্প বহু ব্যবস্থা আছে। আর কবিতা তো লিখবোই। শতাধিক অপ্রকাশিত কবিতা আছে। একটু গুছিয়ে ওগুলো প্রকাশ করবো। তবে এই সাইটে না।

ধন্যবাদ।

৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

কাইকর বলেছেন: কবিতা কি সামুতে লেখা ছেড়ে দিলেন নাকী সব জাইগায়??

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২

অর্ক বলেছেন: হা হা হা... আরেহ না, শুধু এখানে! একটু পরই আরেক সাইটে আরেকটি কবিতা প্রকাশ করবো।

৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

খায়রুল আহসান বলেছেন: শেষ কবিতাটাতো ভালই হয়েছে। সুন্দর একটা আহ্বান রেখে গেলেন। + +

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:১২

অর্ক বলেছেন: এখানে কবি একমাত্র আপনি, আর আমরা সবাই বালস্য বাল। ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


পরীক্ষামুলক কমেন্ট।

৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ, আমি কমেন্ট করতে পারছি! কিছুদিন আগে, আরেকটা ব্যাপারে আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম, তখন সম্ভব হয়নি, আমি কমেন্ট ব্লকে ছিলাম।

সামুতেও কবিতা প্রকাশ করতে থাকুন; অন্যত্র প্রকাশের সাথে সামুতে প্রকাশ করলে সামুর পাঠকেরা পড়বেন, আপনার ভাবনার সাথে পরিচিত হবেন নতুন নতুন ব্লগারেরা; বাংগালীরা সব সময় কবিতা পড়েন; হয়তো অনেকে মতামত জানান না, কিংবা উৎসাহ কম দেখান।

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৫

অর্ক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। মনে পড়ছে, একবার মুম্বাই নিয়ে কোনও এক লেখায় আপনি আমার একটি বিশেষ ভুল ধরিয়ে দিয়েছিলেন, ‘লেখায় চেকার নিয়ে বেশি কথা বলা হয়েছে’ এরকম ছিল মন্তব্যের একাংশ। সেই লেখার টিসি নিয়ে প্রায় তিন চারশো শব্দ মুছে দিয়ে আবার লেখাটি পোস্ট করি। এবং সেই বিশেষ অংশ আজ আমার সংগ্রহে নেই। একেই বলে গঠননীতি সমালোচনা। কিন্তু এছাড়া বেশ কিছু সময় দেখেছি তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করতে।

যাই হোক। ধন্যবাদ মন্তব্যের জন্য। কবিতা আর লিখবো না। অন্য লেখা চলবে।

৮| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

সনেট কবি বলেছেন: আমরাতো নিয়মিত আপনার কবিতা পড়ি তবে বন্ধ কেন করবেন?

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৯

অর্ক বলেছেন: হ্যা প্রিয় কবি, আপনার কাছ থেকে বরাবরই উৎসাহ পেয়ে আসছি এখানে। এতে ঋদ্ধও হয়েছি অনেক। কবিতা না লিখলেও অন্য লেখা প্রকাশ করবো। সহস্র ধন্যবাদ ও শুভকামনা।

৯| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৭

জাহিদ অনিক বলেছেন:
এখানে আর কবিতা লিখবেন না কেন ?
কারো উপর ক্ষোভ বা রাগ ?
সেদিন আপনাকে কিছু একটা বলেছিলাম। সেটা নিয়ে হয়ে থাকলে আমি লজ্জিত ও ক্ষমা চাচ্ছি

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬

অর্ক বলেছেন: না না কবিবর, কারও ওপর কোনও ক্ষোভ বা রাগ মোটেই না। আর আপনার ওপর তো নয়ই। ওখানে বরং আমি নিজেই আমার প্রথম মন্তব্যের জন্য লজ্জিত হয়েছি। নেহাতই আপনার ভুল ধারণা এব্যাপারে। কারও সাথে আমার সামান্য কোনও তিক্ততা হলে আমি তাকে ব্লক করি। সুতরাং কোনও ব্লগারের সাথে কোনরূপ তিক্ততা আমার নেই। অন্য কারও বরং আমার ওপর থাকতে পারে। হা হা হা।

ধন্যবাদ অজস্র।

১০| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

জুন বলেছেন: চলে যাওয়াই কি সমাধান অর্ক! এখানেও অনেক মানুষ আছে যারা আন্যের প্রস্থান চায় সেটা আমার আপনার সবার ক্ষেত্রেই হতে পারে। তারপর ও আমাকে দেখুন যাদের সাথে ব্লগিং জীবনের শুরু আমার অনেক অনেক প্রিয় মুখ তারা সবাই চলে গেছে ব্লগ ছেড়ে। আমাকে দু একজন বিস্মিত প্রশ্ন করে 'এখনো আছেন আপু'! আমি বলি "আছি"।
সুতরাং থাকুন এই আমাদেরই মাঝে :)

০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

অর্ক বলেছেন: এক্কেবারে খুবই সত্য কথা জুন আপু, চলে যাওয়া কখনওই সমাধান হতে পারে না। তারপরও কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয়, যখন উপস্থিতিটাও বড্ড অর্থহীন হয়ে পড়ে... অন্য কারও দ্বারা প্রভাবিত হবার মতো দুর্বল ব্যক্তিত্বের মানুষ আমি মোটেই নই আপু। আর তাছাড়া আপু, আমি একেবারে চলে যাচ্ছি না। শুধু কবিতা আর লিখবো না। অন্য লেখা বরং নবোদ্যমে শুরু করবো। অত্যন্ত সুখী হলাম আপনার এই মন্তব্য পাঠান্তে...

আপনার জন্যে আজকে এই তো কয়েক ঘণ্টা আগে আরেক সাইটে প্রকাশিত আমার একটি কবিতা:

লুকোচুরি

অভ্যাগতরা সকলেই বেদম নাচছিল ডিজে পার্টিতে
চারপাশে আলো-আঁধারির ধূমল স্বপ্ন জাল।

এক কোনে ইতস্তত দাঁড়িয়ে ছেলেটি সিগারেট হাতে
সে নাচতে পারে না-বেমক্কা এসে পড়েছিল।

চোখের আড়ে ইশারায় কি চেয়েছিল তার কাছে
ফুলের নকশা করা ছাই-রঙা স্কার্ট পরা মেয়েটি?

একটি দুটি বিয়ারের ক্যান হয়তো ভালো বিনিময়
হতে পারতো-তারও দুয়েকটি আরক্ত কামনার;

বোঝেনি বোকা মেয়েটি,সিগারেট হাতে ছেলেটারও
ছিল খোঁজ- একজন যৌথ সলিটেয়ারের সাথি!

#
আবারও বলছি, কোনও সহ ব্লগার বা মন্তব্য, প্রশংসা’র ঘাটতিজনিত কারণে মোটেই আমার এখানে কবিতা প্রকাশ না করার সিদ্ধান্ত নয়, আর কারণটা আমি বলতেও চাচ্ছি না। এটা শেভনও হবে না। কখনও যদি মনে করি, এই বিরূপ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আবার আমি এখানে কবিতা লিখবো... নিশ্চয়ই লিখবো।

ঢের শুভকামনা জুন আপু। অনাবিল ফল্গুধারায় ভরে থাক জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.