নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মরক্কো ইরান খেলা চলছে

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪০

ইরান মরক্কো’র খেলা দেখছি। সত্তর মিনিট গোলশূন্য। ইরান তুলনামূলক দুর্বল দল, তবে তাদের ডিফেন্স বেশ মজবুত, আর গোলকিপারও দারুণ। নইলে ইতিমধ্যে মরক্কো দুয়েকটি গোল দিয়ে দিতো। ইরান ডিফেন্সিভ খেলছে। এখন টুকটাক আক্রমণে যাচ্ছে অবশ্য। তারপরও যে কোনও বিচারেই মরক্কো এগিয়ে। জয় তাদের প্রাপ্য।

কালকে সৌদিআরব, আজকে ইরান। এশিয়ার দুটি দেশই হতাশ করলো এ পর্যন্ত। বিশ্বে সবচেয়ে পিছিয়ে এশিয়ার ফুটবল। সাউথ কোরিয়াই একমাত্র ভালো কিছু উপহার দিতে পারে আমাদের।

তেমন জমেনি ম্যাচটা। অপেক্ষা করছি আরও গতিশীল, উত্তেজনাপূর্ণ ফুটবল শৈলী’র। এখন আশি মিনিট ছুঁই ছুঁই খেলার ঘড়ির কাটা। প্রথম গোলের অপেক্ষা...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৪২

অর্ক বলেছেন: এইমাত্র ইরানের গোলকিপার দারুণ একটি সেভ করলো! সাবাস!!!

২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


মরক্কোর প্লেয়ার ভুল ডিরেশনে হেড করলো একটু আগে।

ইরানী প্রতিটি খেলোয়াড়ই ছোট লোক ( মীন মাইন্ডেড), এরা খেলার উপযুক্ত নয়।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৬

অর্ক বলেছেন: একেই বলে দুর্ভাগ্য! আত্মঘাতী গোলে শেষমুহুর্তে হেরে গেল মরক্কো। সহমত- ইরানীরা অসভ্য, মন মানসিকতা অত্যন্ত সংকীর্ণ। বাংলাদেশে একবার ইরানী ফুটবল দল খেলতে এসেছিল, বাংলাদেশি খেলোয়াড়দের সাথে দেখেছি মাঠে অভদ্র আচরণ করতে। বাংলাদেশিদের মানুষই মনে করে না।

ধন্যবাদ।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

অর্ক বলেছেন: আরেকটা ঘটনা মনে পড়ছে, ইরান ভারত এশিয়ান কাবাডি ফাইনাল। সেখানে ইরানী কোচ খেলার শেষার্ধে হঠাৎ রেফারিকে শারীরিক আক্রমণ করে বসে। যারপরনাই বিস্মিত হয়েছিলাম, ওরকম একটি বড় টুর্নামেন্টে ইরানী কোচের এরকম অসভ্য আচরণে। ইরানীরা অত্যন্ত অসভ্য ও বর্বর জাতি।

৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:১৭

সৈয়দ তাজুল বলেছেন: চাঁদগাজীর শেষের কথাই ঠিক!




ঈদুল ফেতরের শুভেচ্ছা

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৭

অর্ক বলেছেন: ঈদুল ফিতরের শুভেচ্ছা

৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: জমজমাট খেলা হচ্ছে স্পেন পর্তুগাল।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

অর্ক বলেছেন: দু দলের খেলা বরাবরই ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.