নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্পেনের জন্য শুভকামনা

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:১৬

স্পেন মরক্কো’র খেলা দেখছি। এই সেন্টার হলো বলে। স্পেন’র প্রতি আমার বিশেষ ভালো লাগা, শুভকামনা আছে। আমি স্পেনীয় টেনিস খেলোয়াড় কার্লোস ময়া’র খেলা ও ব্যক্তিত্বের একজন অনুরাগী ছিলাম। ছিলাম নয়, বরং বলি, এখনও আছি, কিন্তু তিনি অবসর নিয়েছেন বেশ ক’বছর আগে, আর টেনিসও সেভাবে ইদানীং দেখা হয় না। বিশ্ব ফুটবলে স্পেন ভীষণ রহস্যময় একটা দল। নিয়মিত অংশগ্রহণ যেমন আছে তাদের বিশ্বকাপে, তেমনি ফুটবল বোদ্ধারাও বরাবরই ফেভারিটদের তালিকায় রেখে আসছে স্পেনকে। সেটাই স্বাভাবিক। স্পেনিশ লা লিগা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ফুটবল টুর্নামেন্ট। সেখানকার রিয়েল মাদ্রিদ ক্লাবটি যেমন অভিজাত, ঐতিহ্যবাহী, তেমনি সবচেয়ে ধনী ক্লাব। বিশ্বের সবচেয়ে পরীক্ষিত, শ্রেষ্ঠ খেলোয়াড়দের সংগ্রহ করে থাকে দলটি বেশুমার অর্থের বিনিময়ে। এছাড়া অলিম্পিক, কনফেডারেশন কাপ, ইউরো ইত্যাদি অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে বেশ ভালো ফলাফল করে আসছে তারা। কিন্তু বিশ্বকাপে বরাবরই হতাশাজনকভাবে কোয়ার্টার ফাইনালের পর আর যেতেই পারতো না! অনেক পরে ২০১০ এই শেষমেশ শিকে ছিড়লো স্পেনীয়দের। প্রথমবারের মতো শিরোপা জয় করলো। আমার শৈশব, কৈশোরে স্পেনিশ স্ট্রাইকার রউল গনজালেস একজন প্রিয় ও আদর্শ ফুটবলার ছিলেন। ৯৮, ০২, ০৬- ববিশ্বকাপ মাতিয়েছিলেন তিনি, যে পর্যন্ত স্পেন ছিল। মাঠে ভালো খেলার পাশাপাশি সবসময় সহাস্যমুখ দেখেছি তাকে। ভীষণ অমায়িক, উদার মনমানসিকতায় সমৃদ্ধ চমৎকার একজন মানুষ তিনি, একজন ভালো খেলোয়াড় হবার পাশাপাশি। ক্লাব ফুটবলে স্বদেশী ক্লাব রিয়েল মাদ্রিদের হয়েও দৃষ্টিনন্দন ফুটবল শৈলী দিয়ে মন কেড়ে নিয়েছিলেন আমার মতো আরও কোটি কোটি ক্রীড়ামোদী দর্শকদের। গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি রউল গনজালেসকে।

এবারের স্পেনিশ দলটিও দারুণ খেলছে। ভরপুর শুভকামনা তাদের জন্য। স্পেনের হাতে আবার উঠুক বিশ্বকাপ।

মরক্কো দুটো ম্যাচ হেরে রেস থেকে আগেই বাদ পড়েছে। কিন্তু পর্তুগাল, ইরানের সাথে দুটো পরাজিত ম্যাচেই তারা প্রতিপক্ষের থেকে ভালো ফুটবল খেলেছিল, কিন্তু গেলটাই শুধু দিতে পারেনি (না দিয়েছে ইরানের জালে নিজের জালে নিজেই হেতে বল জালে জড়িয়েছিল একজন মরক্কান খেলোয়াড়) হা হা হা।

যাই হোক, ভালো পরিচ্ছন্ন উপভোগ্য উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখার অপেক্ষা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ রাত ২:৩২

শাহিন বিন রফিক বলেছেন: স্পেনে মনে দুই জন ব্রাজিলের প্লেয়ার খেলে যারা ব্রাজিলে চান্স না পেয়ে এখানে ভিড়েছে। :)

এবার স্পেন দলে মনে হয় মাঝমাঠ ছাড়া সামনে-পিছনে তেমন সুবিধায় নাই।

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:০১

অর্ক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.