নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

রৌদ্রত্রপা, এসো দাঁড়াই এই লাল সূর্যের নিচে

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রৌদ্রত্রপা, এখন আমি তোমার কথা ভাবছি
সন্ধ্যা পেরিয়ে এখন রাত,
হাতিরঝিল বাস স্টপেজের যাত্রী ছাউনির নিচে একাকী বসে- তোমাকে ভাবছি
আমার দু’দিকে দু’দল কিশোর আড্ডারত
নিতান্তই কিশোর বয়স ওদের- কতো রঙ কতো ফ্যান্টাসি গল্পে
আমি সে সব ঢের জানি রৌদ্রত্রপা,
(হয়তো জিজ্ঞেস করবে- কীভাবে?)
কারণ আমিও যে কখনও ওদের মতো এভাবেই আড্ডায় মেতেছিলাম
সহপাঠী বন্ধুদের সাথে- এইসব ফ্যান্টাসি, রঙিন গল্প একদিন আমারও ছিল
একদিন আমিও কিশোর ছিলাম রৌদ্রত্রপা!

রৌদ্রত্রপা, এই শহরে কতো সড়ক অলিগলি আমাদের জন্য, তাই না?
ছেলেবেলা থেকে শুনে আসছি বাহান্ন বাজার তিপ্পান্ন গলির শহর- ঢাকা
নিঃসন্দেহে আজ তা শহর সম্প্রসারণের সাথে সাথে আরও বেড়ে গেছে,
আর কালও তা অবশ্যম্ভাবীভাবে আরও বেড়ে যাবে, বাড়বে মানুষও
কিন্তু প্রবাদ প্রবচন কখনওই বদলায় না, অবিকৃতই থেকে যায় চিরদিন
ক্ষয়িষ্ণু কালেও এই শহরকে আমরা আগের মতোই কোনও উপলক্ষে
সম্বোধিত করবো ‘বাহান্ন বাজার তিপ্পান্ন গলির শহর’ বলে।

রৌদ্রত্রপা, আমার সামনে সারিবদ্ধ অনেকগুলো ল্যাম্পপোস্ট দাঁড়ানো
সাদা বাতি জ্বলছে ঝলমলিয়ে- অফুরন্ত আলো আসছে,
ওই আলোকে অবলম্বন করে মানুষেরা দলে দলে হাঁটছে সড়কে
যেমন আমরা কয়েকজন বসে আছি বাস স্টপেজের যাত্রী ছাউনির নিচে
আমাদের অদূরস্থ ল্যাম্পপোস্টেও জ্বলছে উজ্জ্বল সাদা বাতি;
দিনের মতোই অগণ্য যানবাহন এখনও বিরতিহীন ছুটে চলেছে সড়কে,
লেকের নিস্তরঙ্গ জলে যাত্রী পারাপারের স্পিডবোটগুলোও সক্রিয়
তবে স্বভাবতই যৎসামান্য যাত্রী এখন তাতে
আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে এই সেবা
আজ বিকেলেও অফিস ফেরত যাত্রীদের দারুণ ভিড় দেখেছিলাম
(আমি আজ বিকেলেও একবার এসেছিলাম এদিকটায়);
স্পিডবোটগুলো বেশি আগের নয়- নতুন সংযোজন হাতিরঝিলে
ইদানীং দেখছি বেশ রাত অবধি চলে, আগে সন্ধেতেই বন্ধ হতো।

রৌদ্রত্রপা, তোমার মনে আছে, একবার হঠাৎ তোমরা কফির দাম পঁচিশ
শতাংশ বাড়িয়েছিলে দেখে আমি বিরক্তিভরে জিজ্ঞেস করেছিলাম,
‘এক লাফে দাম এতো বাড়ানো হলো কেন?’
তুমি জবাবে বলেছিলে, ‘উহু, দু’বছর পর কফির দাম বাড়ানো হলো, তাই।’
দারুণ বিস্মিত হয়েছিলাম জেনে, দু’বছর কেটে গেছে এর মাঝে
আমি নিয়মিত অনিয়মিত আসছি তোমাদের ক্যাফেতে
আহা, সময় যেন নদীর বহতা পানি- অবিরাম শুধু বয়ে চলে।

(চলবে)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

অর্ক বলেছেন: এই লেখাটি আনুমানিক এক বছর আগে লিখেছিলাম। বিরাট লেখা, স্বভাবতই এলোমেলো। কোনওরকম এ পর্যন্ত যথাসাধ্য গুছিয়ে লিখে আরেক সাইটে প্রকাশ করার পর, এক পর্যায়ে ইচ্ছে হলো এখানেও পোস্ট করি। এই সাইট মাথায় রেখেই সে সময় লিখেছিলাম।

পাঠের জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ।

২| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রাকু হাসান বলেছেন: কবিতা ভাল হয়েছে

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সাইন বোর্ড বলেছেন: অনেকটা স্মৃতিচারণের মতো, ইচ্ছে করে হোক অার ভাবনার প্রয়োজনেই হোক লেখাটাকে বেশ লম্বা করা হয়েছে ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

অর্ক বলেছেন: এক্কেবারে। স্বতঃস্ফূর্তভাবে লিখে গেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য। জানি না, এর বাকিটা আদৌ কখনও প্রকাশ করা হয়ে উঠবে কিনা!

শুভকামনা।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


কফি হাউজটা আজো আছে?

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

অর্ক বলেছেন: আছে বৈকি। তবে সে নেই। হা হা হা। এখন এসব শহরে বেশুমার দেশের উন্নতি অস্বাভাবিক। দশ বছর আগের থেকে অনেক অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে সিংহভাগ কালো টাকার দৌরাত্ম্য। শুধু উন্নয়নে যাদের সন্তুষ্টি, তারা শেখ হাসিনার দশ বছরের উন্নয়নেরর ঋণ চামড়া দিয়ে জুতো সেলাই করলেও শোধ করতে পারবে না। কিন্তু আমি না আমরা মুক্ত চিন্তার মানুষ কালো টাকার উদোম উন্নয়ন চাই না।

দুঃখিত, বেশি ও অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম বলে!

ধন্যবাদ ভাই।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:২০

অর্ক বলেছেন: জি ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.