নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তারপরও তুমি নেচে উঠবে

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:৩৩



এই বারান্দা, এই রাস্তা বড্ড মনে পড়বে, এখান
থেকে চলে গেলে। হয়তো তারপরও কোনও ম্লান
অপরাহ্ণে তুমি নেচে উঠবে অকারণ, সেদিনের মতো!
আমি লোকালয়ে খুঁজবো শৈবাল দ্বীপ। জনেজনে
বলবো, শতাব্দী শুরুর সেই সর্বগ্রাসী সুনামির কথা।
আমার বুকপকেটে হবে ক’টি শুকনো চীনেবাদাম,
ব্যবহার অনুপযোগী নষ্ট ডাকটিকিট, পরিত্যক্ত চাবি।
দেখবে, আকাশে পাখি নেই একটিও। বাদাম হাতে
মলিন পৌঢ় তোমাদের সোনালি রুপালি সড়কে
জনেজনে বলছে, ‘সুনামি সুনামি’।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: এই কবিতা আর ছবিতা নিয়ে আমি কদিন ভেবে ভেবে হয়রান হয়েছি ভাইয়া।

কোন দিক দিয়ে মেলাবো মেলাবো করে।


হা হা হা হা

আজ এখন একসাথে পরে ঘটনা বুঝার ট্রাই করি!!!!!!!!

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১

অর্ক বলেছেন: প্রিয় শায়মা আপু, আপনার উপস্থিতি সত্যিই বিশেষ কিছু! খুব ভালো থাকবেন। আপনার প্রার্থনায়, করোনামুক্ত পৃথিবীকে রাখতে ভুলবেন না যেন!

প্রীতি নিন প্রতীতির টান
দিব্যময়তার ঢেউ তোলা হৃদয়ের ঘ্রাণ...

২| ০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুনামি সৃষ্টির সময় বুঝা যায় না একেবারে তীরে এসে বিশাল আকার ঢেউযে পরিণত হয় ।

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

অর্ক বলেছেন: প্রিয় সেলিম ভাই, ২০০৪ সালে ভয়াবহ একটা সুনামি হয়েছিলো। ক্ষয়ক্ষতির পরিমাণ বিরাট। প্রচুর মানুষ মারা গিয়েছিলো। লক্ষাধিক তো হবেই। ইন্দোনেশিয়া ও শ্রীলংকা দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনে পড়ছে, ভারতে একই চিতায় একাধিক মানুষকে সৎকার করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বিপর্যয়কর প্রাকৃতিক দূর্যোগের একটি। সুনামি ছাড়া ভূমিকম্পও হয়েছিল সেবার। শ্রীলংকার এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, "দুশো তিনশো ফুট উচ্চতার দানবাকৃতির ঢেউ আছড়ে পড়ছে লোকালয়ে। যা পাচ্ছে, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই সুনামিতে মৃত বহু মানুষের কোনওরকম হাদিসই পাওয়া যায়নি। সুনামি ২০০৪। তারপর আর এতো বড়ো মাত্রায় সুনামি হয়নি কোথাও। জীবদ্দশায় দেখতেও চাই না।


ধন্যবাদ ও শুভকামনা ভ্রাতা।

৩| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবৃতিযোগ্য এটি কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.