নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

নায়ক

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৩২



বেশ কয়েক বছর আগের কথা। ঢাকার গুলশান এলাকা। গুলশান দুইয়ের মোর। হাত ঘড়িতে ঘন্টার কাঁটা তখন বেলা তিনটা থেকে চারটার মধ্যে হয়ে থাকবে। হঠাৎ লক্ষ্য করলাম, বেশুমার লোকজন চারদিক থেকে হৈহৈ করতে করতে মোরের দিকে ছুটে আসছে। আতঙ্কিত হলাম দেখে। ওখানে কী কোনও গাড়ি দুর্ঘটনা ঘটেছে? আকাশ থেকে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের রহস্যময় আকাশযান ইউ.ওফ.ও নেমে এসেছে? কী হতে পারে! শান্ত স্বাভাবিক দিন, অকস্মাৎ চারদিকে অগণ্য মানুষের এরকম বেপরোয়া ছোটাছুটি।
সে এক অভাবনীয় দৃশ্য। কয়েক মিনিটের মধ্যেই হাজারো মানুষের শোরগোল ছোটাছুটি। বাতাসে শিস কেটে লোকজন ছুটে আসছে মোরের দিকে। চার পাঁচটা সড়কের সংযোগস্থল গুলশান দুইয়ের মোর। ওর পাশেই এক জায়গায় ততক্ষণে জনসভার মতো অতিকায় ভিড় জমে গেছে। নানান দুশ্চিন্তা আসছিলো মাথায়। শঙ্কিত মনে, ভীরু পায়ে যেতে লাগলাম ঘটনাস্থলের দিকে। র্যাব পুলিশ ঘিরে রেখেছিল। নির্ঘাত ভয়ঙ্কর কোনও দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি। যেতে যেতে ভাবছিলাম। থেকেথেকে ভয়ের শীতল শিহরণ বয়ে যাচ্ছিল শিরদাঁড়া বেয়ে। এভাবে এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছেও গেলাম। বেপরোয়া পাগলপারা সেই ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনদের বেশ সমস্যা হচ্ছিল।
এখন প্রশ্ন হলো, কী হচ্ছিল সেখানে? কেন রাতারাতি এরকম পরিস্থিতির সৃষ্টি হলো? হ্যা বলছি, ঘটনা হলো নায়ক মান্না। মান্নার এ্যাকশান দৃশ্যের শুটিং হচ্ছিল। মান্না আর একদল ভিলেনের ফ্রি স্টাইল মারামারি। মান্না ধাপুসধুপুস মারছে আর ভিলেনগুলো এদিকওদিক উড়ে যাচ্ছে। ঢাকাই সিনেমায় তখন মান্নার জয়জয়কার। মান্নার জন্যেই শুটিং দেখতে রাতারাতি এরকম ভিড় জমেছিলো। তার ওপর আবার ঢিশুমঢিশুম এ্যাকশান। আগত কিশোর তরুণদের প্রায় সকলেই মান্নার দারুণ ফ্যান। অনেকেই শুধুমাত্র মান্নার ঘ্রাণ পেয়ে নিকটবর্তী বিভিন্ন জায়গা থেকে বেশ অনেকটা দূরত্ব পেরিয়ে এসেছে। ভিড় সামলাতে ততক্ষণে মৃদু লাঠিচার্জ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টি শার্ট, স্কিনটাইট জিন্স পরিহিতি সুপারহিরো মান্না ঘটনাস্থলে বিরাট ক্যামেরার সামনে বেদম পেটাচ্ছে ভিলেনদের।
আহ মান্না! কে জানতো, আর কয়েক বছরেরই অতিথি সে! খুব অসময়ে প্রয়াত হন বাংলা সিনেমার মহান এই অভিনেতা। দারুণ জনপ্রিয় ছিলেন। একটা সময় ঢাকাই সিনেমা আর নায়ক মান্না পরষ্পরের পরিপূরক হয়ে উঠেছিল। এই তো পরিষ্কার চোখে ভাসছে, কাঠফাটা রোদ্দুরে ঘেমেনেয়ে একাকার মান্নার সেই ক্লান্ত মুখ। লাফিয়ে লাফিয়ে মারামারির দৃশ্য। কৃত্রিম ধাপুসধুপুস শব্দ। উত্তেজিত উৎসুক জনতার ভিড়। সিনেমায় যেমন দেখা যায়, বাস্তবে তার থেকে বেশ অনেকটা কালো দেখেছিলাম মান্নাকে। খুব সম্ভবত প্রখর রৌদ্রতেজে এরকম হয়েছিলো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৯

শায়মা বলেছেন: আমিও মনে হয় সেই শ্যুটিং টা দেখেছিলাম। গুলশান লেকের সামনে।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১৬

অর্ক বলেছেন: হা হা হা হতে পারে। অনেক ধন্যবাদ আপু।

২| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: মান্না অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অল্প বয়সে মারাও গেলেন। কে কয়দিন বাঁচে বলা যায় না। এখন করোনায় মারা যাচ্ছে সবাই যে কোন বয়সের মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.