নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৭



সেই চকচকে গ্রাফিতির কথা মনে আছে। সদ্য একে গিয়েছিল শিল্পী। কতিপয় বালক বালিকা ভিড় ক’রে পাশে। সেখানে ফুল পাখি ঘাশ, ব্যাগ কাঁধে স্মিতমুখ শিশু। ছেলেমেয়ে। ঝলমলে ইউনিফর্ম। তার সাথে কথা বলো, আকাশ। তাকে গান গেয়ে শোনাও, বুলবুলি। আহা বৃষ্টি বিন্দু, প্রাণাধিক সখা , তাকে বুঝিয়ে বলো যে, কোনও সম্পর্ক এভাবে শেষ হতে পারে না। হে মোহন সন্ধ্যার মনোরম আলো, তাকে বলো, ফাগুন আসন্ন পৃথিবীতে। সে কী পাচ্ছে না, উন্মীলিত ফুলেদের ঘ্রাণ! ওহ বন্ধু চাঁদ আমার, বলে দাও, কতো ভালো বাজাতে পারি মাউথ অর্গান। তার সাথে কথা বলো, আকাশ। তাকে সমধুর গান গেয়ে শোনাও, বুলবুলি।

কী দারুণ স্নিগ্ধ একটি দিন গেল। হিমেল বাতাসে ভরে ছিল শহর। টুপটাপ বৃষ্টি থেকেথেকে। ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে বেশ ক’দিন। তাই আজ আর কোনও পতাকা বিক্রেতা দেখিনি। আমার শার্টের আস্তিনে কীসের যেন ঝঞ্ঝাটে দাগ লেগে আছে! বাজারের সমস্ত সাবান ও দামী ডিটারজেন্টে ঘষেও যায়নি! মনে পড়ছে গত শুক্রবার বিকেলবেলা। লাল সূর্যের আকাশ। তৃষ্ণা তোমার চোখে, তৃষ্ণা আমার চোখে। টেবিলের ওপর ঝলমল করছে রক্তের মতো লাল টমেটোগুলো। পৃথিবীর গাঢ়তম টমেটো। খেতেও সুস্বাদু বড়ো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:০৫

কুশন বলেছেন: কি হাবিজাবি লিখেছেন এসব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.