নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মজার অভিজ্ঞতাঃ চেনা চেনা লাগে

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৪



(বাবা নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে সম্রাট। ছবি কালের কণ্ঠ থেকে নেয়া)

প্রায় দু’মাসের পরিচয়। দুজন এক সঙ্গে দৌড়াই। তিনি মূলত হাঁটেন। দৌড়ান সামান্য। আমি উল্টো। অল্প ওয়ার্মআপ স্ট্রেচিং করে শুধু দৌড়াই। এভাবে এখন সাড়ে পাঁচ কিলোমিটার গড় পেসে পনেরো কিলোমিটারের কাছাকাছি দৌড়াই। ঘন্টা দেড়েক লেগে যায়। ইদানিং গতি বাড়ানোতে জোর দিয়েছি। ছয় বছর পর ট্র্যাকে নেমে অনেক ভালো করছি। লিমিটেড প্র্যাকটিসেই আশানুরূপ বা তারচে’ও বেশি উন্নতি হয়েছে। যাই হোক, ভদ্রলোকের সঙ্গে দেখা হলে কথা হয়, শুভেচ্ছা বিনিময় হয়। দৌড় ফিটনেস নিয়েই মূলত কথা হয়। প্রথম থেকেই কেমন যেন চেনাচেনা লাগতো তাকে। তা লাগতেই পারে। মানুষে মানুষে চেহারার এমন মিল থাকা তো অস্বাভাবিক কিছু নয়। নিশ্চয়ই পরিচিত কেউ ছিলো বা আছে তার মতো। তবুও তাকেই কেন যেন বিশেষভাবে পরিচিত মনে হয়। ঠিক কোথাও দেখেছি। গত পরশুও বেঞ্চে বসে থাকতে দেখে দাঁড়িয়ে কথা বললো। জানালাম, আগের দিন উনিশ কিলোমিটার এক ঘন্টা পঞ্চাশ মিনিটে দৌড়নোর পর আজ আর কোনওরকমেই শক্তি পাচ্ছি না দৌড়নোর। আগামীকালও হয়তো পারবো না। ঢেড় হয়েছে ভাই। কাছাকাছি সময় আর দেড় ঘন্টার বেশি এক সেকেন্ডও দৌড়চ্ছি না। এর মাঝে পেস বাড়ানোতে জোর দিবো। তিনি সমর্থন করলেন আমার কথাকে। সময় নিয়ে দূরত্ব বাড়াবার পরামর্শ দিলেন। বললো এভাবে বাড়াবাড়ি না করতে। বন্ধুবাৎসল অমায়িক একজন মানুষ। এরকম হাসিখুশি বিনয়ী ভালো মানুষের সঙ্গে খুব কম সাক্ষাৎ হয়েছে আমার। দেখা হলেই আদাবসালাম শুভেচ্ছা বিনিময় হালকা আলাপ হবেই। কাছাকাছি বয়সেরই হবো। পরষ্পরের নামধাম এটাসেটা কখনও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। দৌড় ফিটনেস নিয়েই শুধু কথা হয়। আজ সকালে এসব নিয়ে ভাবতে ভাবতে এক পর্যায়ে আবিষ্কার করলাম যে, ভদ্রলোক আসলে নায়করাজ রাজ্জাকের ছোটো ছেলে সম্রাট। বিভিন্ন সময় পত্রপত্রিকা টেলিভিশনে দেখেছি। হালের সিনেমা নাটক সঙ্গীত নৃত্যকলা এসবের সঙ্গে কোনওরকমের কোনও সংস্রব নেই। তাই এতোদিন ঠিক শনাক্ত করে উঠতে পারিনি। বিভিন্ন সময় ম্যাগাজিন শো সাক্ষাৎকার ঈদ আয়োজন ইত্যাদি অনুষ্ঠানে টিভিতে পত্রিকায় বিক্ষিপ্তভাবে দেখেছিলাম। তার বাড়ি সেখানেই। অবশেষে রহস্যের সমাধান হলো। আর বোকা বনে গেলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৬

অপ্‌সরা বলেছেন: হা হা ভদ্রলোক নিজে একবারও বললো না তার বাবা যে নায়করাজ রাজ্জাক!!!

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৪

অর্ক বলেছেন: বলেনি। কারণ তিনি জানেন যে, আমি তাকে শনাক্ত করতে পারিনি বা চিনি না। বেশ ক'বছর আগে টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে ক’বার দেখেছিলাম। আগে থেকে জানতাম যে, রাজ্জাকের বাড়ি সেখানেই। হা হা হা। দু’মাস লেগেছে শনাক্ত করতে। নিপাট নিরীহ ভদ্রলোক।

ধন্যবাদ আপু।

২| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



আপনি ১৯ কিলোমিটার দৌড়েছেন?

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৭

অর্ক বলেছেন: এই যে স্ক্রিনশট।




আমি বিয়াল্লিশ কিলোমিটার দৌড়িয়েছি তিন ঘন্টায়।

৩| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



সারছেন!

৪| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: শাবাশ! আপনার দৌড় দীর্ঘদিন অব্যাহত থাকুক। স্বাস্থ্য সকল সুখের মূল, আর স্বাস্থ্য ভালো রাখার একটি অন্যতম উপায় হচ্ছে শরীর থেকে ঘাম ঝরানো এবং পরে আনুপাতিক হারে লবণ মিশ্রিত জল পান করে সেটা পূরণ করা। তবে হঠাৎ করে বেশী জোর দিবেন না।
সম্রাট সাহেবের চমৎকার ব্যক্তিত্বের কথা জেনে মুগ্ধ হ'লাম।

২২ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১১

অর্ক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।

ভালো পরামর্শ দিয়েছেন। এসবে বাড়াবাড়ি করা ঠিক না। সময় দিতে হয়। দোয়া করবেন।

আসলেই তাই। সহজে এভাবে কারও প্রসংশা করি না

৫| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৬

ভুয়া মফিজ বলেছেন: উনিশ কিলোমিটার এক ঘন্টা পঞ্চাশ মিনিটে আগামী অলিম্পিকের জন্য নিজেকে তৈরী করছেন নাকি? তবে যতোই চেষ্টা করেন, দুরপাল্লার দৌড়ে আফ্রিকানদের সাথে পারবেন না। :)

নায়করাজের ছোটছেলে সম্রাটের এখন বয়স আনুমানিক কতো হবে?

২২ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

দশ বছর আগে ওরকম হলেও হতে পারতো। এখন প্রায় অসম্ভব। ঢাকার রমনা পার্কে একসময় পুরো পার্ক দুই ঘন্টায় আট বার দৌড়াতাম। অনেকেই বলতো, আফ্রিকান গো মতো শক্তি শালার গায়ে। সবাই চেনে বা চিনতো। মানুষ আসলে বোঝে না, আফ্রিকান এশিয়ান বলে কিছু নেই। হার্ড ওয়ার্ক কথা বলে।

৬| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: ১৯ কিলো মিটার দৌড়ানো কিন্তু মুখের কথা না । আমি হাটতাম করোনার সময়ে । যাওয়া আসা মিলিয়ে ১২/১৩ কিলো হত। তবে সেটা কোন ভাবেই দৌড়ানো বলা যাবে না । কেবলই হাটা । এখন অবশ্য নিয়মিত সাইকেল চালাই । সব মিলিয়ে দিনে ২০ কিলোমিটার সাইকেল চালানো হয় ।

সম্রাট সাহেবের চেহারা আমি ঠিক মনে করতে পারছি না ।

২২ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০২

অর্ক বলেছেন: ধন্যবাদ অপু।

প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যায়। সবকিছুরই নিজস্ব প্রোগ্রাম আছে, যা অনুসরণ করতে হয়। তাহলে সবাই পারবে। সাইকেল চালানো দারুণ ব্যাপার। ক্যারি অন।

পোস্টে তাঁর ছবি যুক্ত করতে চলেছি।

৭| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৭

কালো যাদুকর বলেছেন: চমৎকার অভিজ্ঞতা ৷ সাবাশ আপনি তো কঠিন দৌড়বিদ দেখা যাচ্ছে। আমি অবশ্য দৌড়াদুড়িতে নাই৷ হেঃ হেঃ l বাপারাজের চেহারা মনে আছে। ছোট ছেলেকে চিনি না।

২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

চেষ্টা করছি আরকি। দৌড়ের মাঝেই শান্তি, মুক্তি। বাপ্পারাজ মোটামুটি জনপ্রিয় ছিলো। রাজ্জাকের মৃত্যুর সময় সম্রাট মিডিয়াকে ফেস করেছিলো। দেখলে চেনার কথা।

৮| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৪

মিরোরডডল বলেছেন:




এক ঘন্টা পঞ্চাশ মিনিটে উনিশ কিলোমিটার দৌড় ভেরি ইম্প্রেসিভ !
আমি একবারে ম্যাক্স হেঁটেছি এগারো কিলোমিটার ।
নরমালি হাঁটা হয় আট কিলোমিটার। তাও রেগুলার হয় না ।
অর্কের জন্য অনেক শুভেচ্ছা থাকলো ।

রাজ্জাকের যে আরেকটা ছেলে আছে সেটাই জানিনা ।

২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু।

রাজ্জাকের তিন ছেলে এক মেয়ে। একটি মেয়ে মারা গেছে। ছেলেদের একজন বহু আগে থেকে কানাডায় সেটেল্ড।

৯| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: সেলুট আপনাকে।

২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

অর্ক বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !! শুভঁ কামনা থাকলো।
সম্রাটের ব্যক্তিত্ব ভালো লাগলো। নায়ক রাজের মেয়েদের ও প্রশংসা শুনেছি স্কুলের টিচারদের কাছে অভিভাবক হিসবে ভীষণ অমায়িক।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৮

অর্ক বলেছেন: তাই হবে।
ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.