নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

লাইকা লেন্সে তোলা ক’টি ছবি

১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:৩০




ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন ঢোকার সময়, ক্রসিংয়ে তোলা। ফ্ল্যাস ছাড়া তোলায় ছবিটি ঠিক স্থির আসেনি। ব্লার আছে। অবশ্য এরও একরকম আবেদন আছে।




এটাও রেল ক্রসিংয়ে তোলা। প্রচুর মানুষ। এভাবেই একসময় সবাই ছবি হয়ে যাবো! হে হে হে।




এই ছবিটা এখানে সবচেয়ে পুরনো। খুব সম্ভবত ২০১৫ সালে তোলা। পুকুরটা আর নেই। বহু আগেই ভরাট করে বাড়ি নির্মাণ হতে দেখেছিলাম। এখন গেলে হয়তো শনাক্তও করতে পারবো না যে, এখানে ছিলো।





ঢাকার কোথাও চলতে চলতে তোলা। আর ব্যস এটুকুই শুধু বলার আছে এটা নিয়ে।




হঠাৎ বৃষ্টি নেমেছিলো। ঢাকার রামপুরা বাজারের কাছে কোনও গলিতে তোলা। একসময় রামপুরায় থাকতাম। আমার বাবা বিভিন্ন প্রয়োজনে নিয়মিত রামপুরা বাজারে যেতো। ব্যক্তিগতভাবে এ জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। আহা, স্মৃতি!





করোনা কালীন সময়ের ছবি। সবার মুখে মাস্ক। অন্ধকার নামছিলো শহরে। ফ্লাইওভারে সাইকেল হেঁটে নিয়ে যাচ্ছে ছেলেটা। কী ভয়ঙ্কর সে দিনগুলো!




বাড়ির সামনে খেলার সময় তোলা। আহা, সে রৌদ্রময় হলুদ দিনগুলো! এটা বেশ আগের। মেয়েটির মনে কি চলছিলো ছবি তোলার সময় এখন ভাবি!




ঢাকার কোথাও। মনের সুখে সড়কে খেলছে শিশুরা। আসলে এরচে’ সুন্দর উপভোগ্য দৃশ্য আর কি হতে পারে! পৃথিবীর সকল শিশুর জন্য নিরাপদ সুখী জীবন কামনা করি। শিশুর মুখ থেকে হাসি কখনও না হারাক।


সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার মঙ্গল কামনা করছি।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৪ দুপুর ১২:৫১

নতুন বলেছেন: ঈদ মোবারক।

ছবি তোলা ভালোই লাগে, কিন্তু কেন জেন আগের মতন আর ছবি তুলতে ইচ্ছা করেনা।

ক্যামেরা নিয়েই বেরুতে ইচ্ছা হয় না।

১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২২

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা থাকলো।

২| ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৪

ইসিয়াক বলেছেন: চমৎকার সব ছবি।
ইদ মোবারক।

১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

অর্ক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক।

৩| ১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

শেরজা তপন বলেছেন: আপনার ছবিগুলো সবসময় কেন সাদা-কালো দেখি?

১৭ ই জুন, ২০২৪ রাত ৯:২৭

অর্ক বলেছেন: তিন নাম্বার ছাড়া সবগুলো তোলা হয়েছে সাদাকালো। এগুলো রঙিন করার পদ্ধতি জানা নেই। রঙিন ছবি খুব জটিল।

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা থাকলো।

৪| ১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: মনকাড়া সব ছবি।

১৭ ই জুন, ২০২৪ রাত ৯:১৯

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

শেরজা তপন বলেছেন: আমারতো মনে হয় সাদা-কালো ছবি বেশি জটিল। একটা মাত্র রঙ্গে সব অনুভুতি আর দৃশ্য ফুটিয়ে তোলা বেশী জটিল বটে।
এখনো কি আপনি লেইকা এস এল আর ব্যাবহার করেন?

১৭ ই জুন, ২০২৪ রাত ৯:২৬

অর্ক বলেছেন: দুয়েকটা ছাড়া সবগুলোই প্যানাসনিক এফটি-২ ক্যামেরায় তোলা। লাইকার তৈরি লেন্সের কম্প্যাক্ট ক্যামেরা।

ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০২৪ রাত ১২:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে। বাংলাদেশে আসার আগেই প্যানাসনিক ডিসি-এস.৫২ ক্যামেরা কিনেছিলাম। আসার আগে তাড়াহুড়োতে আনতেই ভুলে গেছি। খুবই আফসোস হচ্ছে এই যা। ধন্যবাদ।

১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:২০

অর্ক বলেছেন: কি আর করা! এরপর অবশ্যই আনবেন।

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা থাকলো।

৭| ১৮ ই জুন, ২০২৪ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: আমার সাদা কালো ছবি খুব ভালো লাগে । কেনো জানিনা ..... এমনিতে আমি বাচ্চাদের মতন সব লাল নীল হলুদ সবুজ সোনালী রুপালী রং পছন্দ করি!!


অনেক ভালো লাগা! :)

১৯ শে জুন, ২০২৪ রাত ১০:০০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।

৮| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুন, ২০২৪ রাত ১০:০০

অর্ক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২০ শে জুন, ২০২৪ সকাল ১০:১৩

আরাফআহনাফ বলেছেন: সবগুলো ছবিই সুন্দর তবে ২,৪ আর সর্বশেষ ছবিটা বিশেষ মন কাড়লো।

আসলেই - আহা স্মৃতি।
সবকিছুই ছবি হয়ে যায় - রঙিন থেকে সাদা-কালো

২০ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। হার্দিক শুভেচ্ছা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.