নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যতো কথা .......... :)

ভাল লাগেনা কিছু .........

আরমিন

ক্ষেপার মত কেনো এ জীবন \nঅর্থ কি তার, কোথা এ গমন\nকে তুমি গোপনে চালাইছো মোরে\nআমি যে তোমারে খুঁজি.....

আরমিন › বিস্তারিত পোস্টঃ

তুই

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

কেমন করে আমাকে এভাবে ভুলে গেলি রে তুই?



প্রায়ই চুপি চুপি তোর এফ বি তে গিয়ে তোর ছবি দেখি! কত ঢংয়ের পোষাক যে তুই পড়িস আজকাল, আর কত যে পোস দেয়া শিখেছিস! কি দারুন হ্যান্ডু হয়েছিস রে তুই এখন! তোর নতুন কোনো ছবি, নতুন কোনো ড্রেসআপ দেখলেই আমার মনে পড়ে যায় দশ বছর আগের সেই দিনটির কথা। মনে আছে তোর? একদিন যে মুখ কাচুমাচু করে এসে আমাকে বলেছিলি, " তুমি কি একটু যাবা আমার সাথে? একটা প্যান্ট কিনবো।" তোর সাথে ঘুরতে ঘুরতে আমি চিনেছিলাম গ্যাপ, ইস্ট্যাসি......কোনটা গ্যাবারডিন আর কোনটা জিন্স ! আমাকে ছাড়া কোন জামা কাপড় কিনতে পারতি না তুই! মনে আছে, সেই অফ হোয়াইট ফতুয়া টার কথা? নিজের হাতে ব্লক করেছিলাম! অর্ধেকটা করার পর হঠাৎ করে রং শেষ হয়ে গেলো। বাইরে তখন মুষলধারে বৃস্টি হচ্ছে! কোন রিক্সাও নেই! তাও দুজন মিলে বেড়িয়ে পরলাম। বৃস্টিতে নীচের রাস্তায় পানি জমে গেছে। আমরা সিঁড়ি কোঠা থেকে বের হতে পারছি না। দারোয়ান ভাইকে দিয়ে রিক্সা আনালাম , আমাদের গাওসিয়া নিয়ে যাবে আবার নিয়ে আসবে ,এই শর্তে! কি প্রচন্ড রকমের বৃস্টি ছিলো , রাস্তায় মানুষও কমে গিয়েছিলো সেই বৃস্টিতে! অফ হোয়াইটের উপর মেরুন ব্লক, ব্লকের উপর হ্যান্ড পেইন্ট , তার উপর সেলাই করে চুমকি আর স্টোন লাগিয়েছিলাম! কি দারুন হয়েছিলো তোর ফতুয়াটা, আমার সব চেয়ে বেস্ট ব্লক ছিলো ঐটা। তোর বন্ধুরাও সবাই অনেক পছন্দ করেছিলো , মনে আছে?



কত ভালবাসতি আমাদের তুই! আমরা যখন উইকএন্ডে মেজখালার বাসায় বেড়াতে যেতাম , তুইও চলে আসতি। বাসায় বলে আসতি যে রাতে বাসায় ফিরে যাবি, কিন্তু ঠিকই রাতে থাকার জামা কাপড় নিয়ে আসতি। তাও আবার অভিনব উপায়ে ! হ্যাংলা পাতলা তুই দুই তিন সেট জামা কাপড় নিজর গায়েই চাপিয়ে নিয়ে আসতি, যাতে বাসায় কেউ বুঝতে না পারে যে তুই থাকার প্ল্যান নিয়ে আসছিস! হাহাহাহাহা!



তোর মনে আছে, একবার আমরা পহেলা বৈশাখে আইসক্রীম খেতে খেতে রিক্সা করে আসছি, তোর এক কোন এক বন্ধু আমাকে তোর গার্ল ফ্রেন্ড ভেবেছিলো! হাহা! অথচ কত ছোট তুই আমার! আমরা খুব মজা করেছিলাম এটা নিয়ে!



মনে আছে , ছোট বেলায় অন্য কাজিনরা যখন তোর পিছনে লাগত, আমরা দুইবোন তখন তোকে প্রটেক্ট করতাম! বড় ভাইয়ারা যে তোকে ক্ষেপানোর সময় বলত, ডাক এখন তোর বোনদের ডাক।



আমাদের বাসায় যে আমরা ঘরের ভিতরে দুই বিছানায় বসে বসে ব্যাটমিনটন খেলতাম! হাহা! আমরা গোল হয়ে বসে লুকিয়ে লুকিয়ে তাস খেলতাম, বাবা আসলেই তাস গুলি লেপের নীচে লুকিয়ে ফেলতাম! একদিন মসজিদে মিলাদ হোলো, তোকে কত বল্লাম, যা আজকে তেহেরি দিবে মিলাদে, তুই গেলি না ফাজিল! আমার এখনও চোখে ভাসে, তোদের দুই ভাইবোনকে আমি নিয়েএসেছিলাম একবার, খালামনি তখন বলছিলো, ও এত আদর করতে পারে, তোরা বড় হলে মনে রাখবি এসব? তোদেরকে বাসায় নিয়ে আসলাম। বাসায় বুয়া ছিলো না, আমি রান্নাঘরে পটল ভাজা বানাচ্ছি, আর তোরা দুইটা মুগ্ধ হয়ে দেখছিস ! আপুর হাতের রান্না না জানি কত মজা! কিন্তু ঐদিনই সম্ভবত আমি প্রথম পটলভাজা বানিয়েছিলাম । ভালো হয়নি একদমই , লবন হয়নি, পুড়ে গিয়েছিলো। নিজের চেয়ে তোদের দুইটার জন্যেই বেশী খারাপ লেগেছিলো। কোথায় গেল রে সেই দিন গুলি?



আমরা শপিং এ গেলে সব সময় তিনজন এক রিক্সায় উঠতাম, তুই রিক্সায় একা উঠতে চাইতি না, সেজন্য তোকে সব সময় রিক্সার উপরে বসাতাম! হাহা! কত চিন্তায় ছিলি তোরা , আমার বিয়ে হয়ে গেলে আর এভাবে শপিংএ যাওয়া হবে না! আমার বিয়ের দিন সকালে আমাকে ফুল এনে দিতে হবে। ঘুমিয়ে পড়লে যদি সকালে উঠতে না পারিস , সেজন্য তোরা দুই ভাই আমার, সারা রাত ঘুমাস নাই। আমার বিয়ের দিন বিদায়ের সময় আমি কাঁদছি, হঠাৎ আমার কান্না ছাপিয়ে তোরা দুই জন কেঁদে উঠলি। তোদের কান্না দেখে সেদিন আমি কান্না থামিয়ে দিয়েছিলাম।



মেডিক্যালে চান্স পেলি না , কত ভেঙ্গে পড়েছিলি! আমি কি তখন তোর পাশে দাড়াইনি? মানলাম , তুই নিজের যোগ্যতায় আহসানউল্লাহতে চান্স পেয়েছিস। কিন্তু আমি কি কিছুই করিনি?



আংকেল কত বার তোদের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি কি অস্বীকার করেছি কখনও? আমি সব সময় তোকে আমার আপন ভাইয়ের মতই ভালবেসেছিলাম রে! ফ্যামিলিতে সবাই ভাবতো, তুই কখনও আমার কথা অমান্য করবি না! সেই আমাকেই ভুলে গেলি তুই! আমি ভাবতাম, তোর আপন বোনদের চেয়েও বেশী ভালবাসতি আমাকে! আমি কত ভুল ভাবতাম!



কিভাবে কি হয়ে গেলো! জানি এই চিঠি কোনদিন তোর চোখে পড়বে না। না পড়ুক। দেশ ছেড়ে দুইজন দুই মহাদেশে আজকে! ইউরোপের রাস্তাঘাটে তোর ছবি দেখি, আর ভাবি, কিভাবে ম্যানেজ করিস তুই? একদিন যে আমাকে ছাড়া একটা প্যান্ট কিনতে পারত না, এখন কত রঙঢঙের পোশাক পড়ে! তোর চোখের দিকে তাকিয়ে ছোট্টবেলার সেই সরলতা খুঁজে ফিরি আজও! ভালো থাকিস রে তুই, এই আপুটাকে ছাড়াই ভাল থাকিস।

মন্তব্য ৮৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১২

সপ্নাতুর আহসান বলেছেন: আবেগ ঘন চিঠি।
ভাল লেখেছেন। আশা করি চোখে পড়বে তার, যার জন্য লিখেছেন

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

আরমিন বলেছেন: ধন্যবাদ আহসান!

আমার এই চিঠিটা যদি আমার ভাইটা পড়ে , তাহলে ও অনেক কাঁদবে , আমার মতই ইমোশোনাল ও ! তবে পড়ার সম্ভাবনা কম।

আবারও ধন্যবাদ এবং শুভকামনা থাকলো ।

২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

আমিনুর রহমান বলেছেন:


ভীষণ আবেগময় একটি লিখা। প্রথম থেকেই বুঝতে পারছিলাম একটা বেদনাদায়ক পোষ্ট এটা। আপনার ভাই যেন আপনাকে বুঝে আপনার কাছে ফিরে আসে সেই কামনা রইল। এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

আরমিন বলেছেন: ধন্যবাদ আমিনুর!

আপনি এই প্রথম মন্তব্য দিলেন আমার পোস্টে !

আপনার কমেন্টটা পড়ে আমি আবারও আবেগে আপ্লুত হলাম। মানুষের সুন্দর সম্পর্কগুলো কেন যে এমন হয়ে যায়!

৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: আমিও হয়তো বা কারো কাছে এরকম অথবা কেউ আমার কাছে এমন হয়ে যাবে। আমাদের সম্পর্কগুলো কেন যে সময়ের আবর্তে হারিয়ে যায়!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

আরমিন বলেছেন: খুব কস্ট হয় হামা ভাই, যখন ছোটবেলার পুরোনো সুন্দর সম্পর্কগুলো পরিবর্তন হয়ে যায়! কেন যে আমরা এমন করি !

৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

বোকামন বলেছেন:





সম্মানিত আরমিন২৯,
আপনার লেখনীর সিমপ্লিসিটি-আরেকবার মুগ্ধ করলো আমাকে।
মায়া-মমতার বন্ধন আদৌ কী বিস্মরণযোগ্য !!
সময়ের ছুটে চলা যান্ত্রিকতায় প্রভাবিত হয়ে হয়তো ......।
আশাকরি মমতামাখা খোলাচিঠি খানি অবশ্যই আপনার ভাইয়ের দৃষ্টিগোচর হবে। দোয়া করি আপনারা সবাই খুব ভালো থাকুন।
ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আরমিন বলেছেন: সম্মানিত বোকামন ভাই, সালাম।

আপনার নিকটি বোকামন না হয়ে সুন্দরমন হলে ভালো হতো ! এত সুন্দর করে কথা বলেন আপনি!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুল্যবান মন্তব্যের জন্য এবং সেই সাথে আপনার এবং আপনার পরিবারের জন্যও অনেক দোয়া থাকলো!

৫| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

সমুদ্র কন্যা বলেছেন: এরকম কত সম্পর্ক তৈরি হয়, মনে হয় জনম জনমের বন্ধুত্ব। কিন্তু তারপর তাদের ভুলেও যাওয়া হয় খুব সহজে। তৈরি হয় আরো নতুন নতুন সম্পর্ক। এটাই নিয়ম হয়তোবা।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আরমিন বলেছেন: হুম , সম্পর্ক তৈরী হয়, আবার ভেঙ্গেও যায় , কিন্তু ভুলে কি যায় কেউ কাউকে? কখনও সুখসৃতি কখনও বা বেদনাময় সৃতি হয়ে রয়ে যায় আমাদের নিউরনে! তাই নয় কি?

'তিথি প্রিয়ভাজনেষু........." আপনার ব্লগে গিয়ে যতবার এই কথাগুলি পড়ি, ততবারই ভাল লাগে!

এই প্রথম আপনি আমার কোনো লেখায় কমেন্ট করলেন। আন্তরিক স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা। :)

৬| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

এ্যাপোলো৯০ বলেছেন: অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে আমিও ভাবি ছোটোবেলায় যে কাজিনরা এত কাছাকাছি থাকতাম সময়ের তাড়নায় আজ সবাই যে যার কাজ নিয়ে ব্যাস্ত।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০১

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এ্যাপোলো ! আপনার নাম কি নাইয়াদ? খুব সুন্দর নাম আপনার!

সেটাই, কাজিনদের সাথে ছোটবেলাটা মিশে থাকে তো , মনে হয় ওদের গা থেকে ছোটবেলার ঘ্রান আসে! কেন যে আমরা এত হিসেবী হয়ে যাই!

৭| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

বটের ফল বলেছেন: মনের গভীরে ঘাপটি মেরে বসে থাকা স্মৃতির কি অসাধারন মমতাময় প্রকাশ!!! সরলতায় মাখা, মনকে নাড়িয়ে দিয়ে যাওয়া একখানা খোলা চিঠি।

শুভকামনা তাঁর জন্য।

শুভকামনা আপনার জন্যও আরমিন২৯

ভালো থাকবেন অনেক বেশি। অনেক প্রত্যাশা আপনার কাছে।

একগুচ্ছ প্লাস।
+++++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২৪

আরমিন বলেছেন: মাঝে মাঝে কিছু কমেন্ট পড়লে মনটা ভাল হয়ে যায়, ব্লগে লেখাটা স্বার্থক মনে হয়। আপনার কমেন্টটি এরকমই একটি কমেন্ট।

অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা রইলো আপনার জন্য!

৮| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: নস্টালজিক হইলাম !

অভিনব উপায়ে গায়ে দুই তিন সেট জামা চড়িয়ে আসার আইডিয়া টা মজার।

দূরত্বজনিত কাজিনদের সাথে যোগাযোগ না হওয়া আর অভিমানে দূরে সরে যাওয়া দুটোই বেদনার যদি সেটা হয় কাছের কেউ। আমার এক কাজিনের সাথে আমার এতো ভালো রিলেশন ছিল যে আমাদের সবাই বলতো জোড়ার কবুতর। ঈদে একই রকম ড্রেস, জুতো কেনা , একই কলেজে পড়াশুনা , মোট কথা যতটা সম্ভব মিল রাখার চেষ্টা। সেই কাজিনের স্বভাবই ছিল ওকে আমি কতটা ভালবাসি টেস্ট করা। তাই প্রায়ই কথা বলা বন্ধ করে দিত আমার সাথে আর আমি তো কেঁদেকেটে একাকার হতাম ! বরাবরের মতোই কোনও কারণ ছাড়া একবার আমার সাথে কথা বন্ধের অভিনয় করলো আমার সেই মামাত বোন এবং আমিও আর এগিয়ে গেলাম না তার কাছে। সেই থেকে আজও আমাদের কথা বন্ধ। খুব পেইনফুল লাগে তখনই যে আমি আমার জীবনের ৮০% স্বপ্ন দেখেছি ওকে নিয়ে, ঘুরে ফিরে ওকেই দেখি। এখনো খুব মিস করি কিনা !

ভালো থাইকেন আরমিন !

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

আরমিন বলেছেন: :)

হা হা! সত্যি এমন করত!

কি যে কস্টের, আমি ভীষণ মিস করি আমার কাজিন গুলোকে, আমার ছোটবেলার খেলার সাথীগুলোকে! বড় হয়ে সবাই কেমন যেন হয়ে গেলো!

অপর্ণা আপু, অভিমান ভেঙে না হয় আপনিই একদিন কথা বলে ফেলেন, কি লাভ ভালোবাসার মানুষকে দুরে সরিয়ে রেখে? আপনি যেমন মিস করেন, আপনার বোনটিও হয়ত আপনাকে মিস করে!

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৯| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নেক্সাস বলেছেন: সবচেয়ে প্রিয় মানুষ গুলো কাছে থাকেনা। যে কোন ভাবেই তারা হারিয়ে যায়। এটাই বুঝি নিয়ম।

আবেগঘন লিখায় নিজেও দূর্বল হয়ে পড়লাম।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫০

আরমিন বলেছেন: কেন এমন হয় বলুন তো?

কমেন্ট করবার জন্য অনেক ধন্যবাদ !

ভাল থাকুন নিরন্তর।

১০| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মাক্স বলেছেন: নেক্সাস বলেছেন: সবচেয়ে প্রিয় মানুষ গুলো কাছে থাকেনা। যে কোন ভাবেই তারা হারিয়ে যায়। এটাই বুঝি নিয়ম।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

আরমিন বলেছেন: এটা নিয়ম হলে, আমি বলবো , খুবই খারাপ নিয়ম!


শুভকামনা রইলো মাক্স !

১১| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ত্রিনিত্রি বলেছেন: chithi chokhe poruk r na Poruk... VAI er kase valobasha nischoi Pouche jabe.

Valo laga. bangrezi LEKHAR jonno Sry.

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

আরমিন বলেছেন: অনেক অনেক থ্যাংক্স ত্রিনিত্রি !
হোপ সো! :)

আরে, সরি বলার কি হোলো ?

অনেক অনেক শুভকামনা রইলো।

১২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: আবেগ ঘন চিঠি।
ভাল লেখেছেন। আশা করি চোখে পড়বে তার, যার জন্য লিখেছেন

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৪

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ অভি।

যাকে নিয়ে লিখেছি, তার চোখে পড়ার সম্ভাবনা কম ! :)

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মামুন রশিদ বলেছেন: এই আবেগ, এই মায়া, এই ভালোবাসা- এইতো জীবন !



কিন্তু জীবন যে চলমান নদী । সব বন্ধন ছিন্ন করে সে শুধু সামনেই ছুটে যেতে চায় ।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৭

আরমিন বলেছেন: এই আবেগ, এই মায়া, এই ভালোবাসা- এইতো জীবন !
কিন্তু জীবন যে চলমান নদী । সব বন্ধন ছিন্ন করে সে শুধু সামনেই ছুটে যেতে চায় ।


সামনে যাবার জন্য বন্ধন গুলো ছিন্ন করাটা কি খুব জরুরী?
বন্ধন গুলো নিয়েও তো আমরা এগিয়ে যেতে পারি!

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাকে!

১৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৯

আরমিন বলেছেন: প্লাস পেয়েছি, প্লাসের জন্য ধন্যবাদ!

কিন্তু এত সুন্দর চিঠিটা না পড়ে যে প্লাস দিলেন, সেজন্য কি শাস্তি দেয়া যায় আপনাকে বলুনতো?

১৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৮

কালোপরী বলেছেন: স্মৃতি ভোলা যায় না

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

আরমিন বলেছেন: আমারও তাই বিশ্বাস!

অনেক ধন্যবাদ পরী! :)

১৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
এমন কিছু সম্পর্ক থাকে মনে হয় মানুষগুলো ছাড়া এক মুহুর্তও চলবে না। কিন্তু সময়ের ভাঁজে সব কেমন জানি মিলিয়ে যায়।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

আরমিন বলেছেন: এরকম হয়, সেটা সত্যি , কিন্তু এরকম কি হওয়া উচিৎ ?

ধন্যবাদ শাহরিয়ার !

১৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

সোহাগ সকাল বলেছেন: আমাদের জীবনটাই যেন কেমন। এই মনে হচ্ছে কেও একজন এতটা আপন, এক বেলা ভাত খাওয়া যায়না তাকে ছাড়া। অথচ তারাই অনেক সময় কোথায় হারিয়ে যায়, বোঝা যায়না। সারাদিনে, সপ্তাহে অথবা মাসেও একবার মনে পড়েনা।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

আরমিন বলেছেন: আমি এটা মানতে পারি না কিছুতেই!

সম্পর্কগুলো ভেঙে গেলে খুব পীড়া দেয় আমাকে! :(


মন্তব্যের জন্য ধন্যবাদ সোহাগ।

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: আবেগঘন চিঠি। একগুচ্ছ ভাল লাগা রইল। ++++++

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০১

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় লেখক! :)

ভাল থাকবেন, শুভেচ্ছা রইলো।

১৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেমন আছেন আপু!!! অনেক দিন পর আপনার লেখা পেলাম। :)

চিঠিটা পড়ে আমারও ইচ্ছে করল, আমিও পুরানো কিছু চিঠি পড়ি। চিঠির আবেগ যেন ছড়িয়ে পড়েছে আমার মাঝেও।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

আরমিন বলেছেন: অনেকদিন পর কাল্পনিক !

সত্যি কথা কি জানো? এই লেখাটা লিখবার পর থেকেই তোমার কথা মনে পড়ছিলো, তুমিও কি কোনো কারনে আপুর উপরে রাগ করেছো নাকি? ভুল করে ভুল বুঝো না কিন্তু !

তুমিই অনেকদিন পরে এলে আমার ব্লগে, তাই মাঝখানে একটা পোস্ট মিস করেছো! :)

ভাল থেকো কাল্পনিক, সবার ভালবাসা নিয়ে অনেক অনেক ভাল থেকো ।

২০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ অনেক ভাল
পড়ে মন জুড়াল

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

আরমিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! :)

২১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: আমি চাইনা এ চিঠি আপনার ভাই পড়ুক ।
যে মনে করতে চায়না তার মনে পড়ে লাভ নেই ।
সব মানুষই শেষ পর্যন্ত একা ।
বিভিন্ন পরিস্থিতিতে মানুষ এটা উপলব্ধি করতে পারে ।
খারাপ লাগলেও শেষ পর্যন্ত আবেগ সংযত করতে হবে ।
এভাবেই চলতে হয় ।
প্রাণবন্ত মুহূর্তগুলো স্রিতি হয়েই বেচে থাকুক ।

ভাল থাকবেন ।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২২

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাহমুদ !

আমি কিন্তু চাই , ও এই লেখাটা পড়ুক , এখন না, তবে কোন একদিন! এরকমই কোনএক বৃস্টির মন কেমন করা দিনে !
ছোটবেলার দারুন সব সৃতিগুলি মনে পরে যাক ওর ! :)

২২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো!!!!!!!!!!



অনেক +++++++++++ দিলাম

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১২

আরমিন বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ বর্ষণ ! :)

শুভকামনা রইলো।

২৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কমেন্ট পড়ে ভালো লাগলেও সেই কাজিনের কাছে নিজ থেকে এগিয়ে যাওয়া সম্ভব না আর ! ১৫ বছর হয়েছে কথা হয় না ! বিভিন্ন প্রোগ্রামে দেখা হয় ঠিকই , ওর মেয়ের সাথে কথা বলি , আদর করি ! তবে ভালোবাসা মনে হয় একতরফা ছিল আমার দিক থেকেই বেশী।

এনি ওয়ে, আপনার আম্ব্রেলা ড্রেস ফেবুতেই দেখে নিবো আরমিন। এখনো মনে আছে কিন্তু আমার :P

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

আরমিন বলেছেন: সত্যি কথা কি জানেন, আপনাকে বলেছি ঠিকই, কিন্তু আমি নিজেও কিন্তু আগ বাড়িয়ে আমার কাজিনের সাথে কথা বলিনি, সামনা সামনি হয়ে গেলে বলা হবে কিনা, তাও জানি না ! আসলেই সম্পর্কগুলো কাঁচের মত, ভেঙে গেলে আর আগের মত জোড়া লাগে না!

হা হা, আচ্ছা দেখি আপনাকে ইনবক্স করে দিবো! :)

২৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫২

খেয়া ঘাট বলেছেন: চিঠিটা পড়িনাই বুঝলেন কেমন করে?
অনেক সুন্দর স্মৃতিচারণ। আমরা খুব একাকি বড় হয়েছি। কাজিনদের সাথে এতো মধুর সম্পর্ক সারা জীবন মিস করেছি।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৫

আরমিন বলেছেন: আপনার তো একটা গদ বাধা কমেন্ট হলো "একগুচ্ছ প্লাস" এর পরে প্লাসের একটা লম্বা লাইন! দেখলে মনে হয় কপি করাই থাকে , সব জায়গায় শুধু পেস্ট করে দেন! =p~ =p~

আচ্ছা এখন মানলাম, পড়েছেন! আমাদের ছোট বেলাটা খুব সুন্দর ছিলো, অনেকগুলি কাজিন ছিলো , আমরা সারা রাত জেগে গেম খেলতাম, আমাদের মধ্যে কোন বয়সের ভেদাভেদ থাকতো না। এমনও হয়েছে যে, কাজিনের সাথে কাজিনের বাচ্চাও খেলত আমাদের সাথে।একবার খেলায় হেরে বাপের গলা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো! আরেকটা মজার ব্যাপার হলো, আমরা আপন ভাই বোনদের কখনোও এক গ্রুপে রাখতাম না! আর শয়তান গুলিকেও এক গ্রুপে রাখতাম না! এসব লিখতে গেলে আরেকটা পোস্ট হয়ে যাবে! :)

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২৭

খেয়া ঘাট বলেছেন: আপনার তো একটা গদ বাধা কমেন্ট হলো "একগুচ্ছ প্লাস" এর পরে প্লাসের একটা লম্বা লাইন! দেখলে মনে হয় কপি করাই থাকে , সব জায়গায় শুধু পেস্ট করে দেন! হাহাশে। হাহাশে। হাহাশে।
তবে পড়েই সবসময় কমেন্ট করি।

আরেকটা পোস্ট দিয়ে দেন। মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

আরমিন বলেছেন: হা হা হা !

ওকে, দেখা যাক, মাথায় থাকলো! :)

শুভকামনা। :)

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

সায়েদা সোহেলী বলেছেন: সম্পর্ক গুলো সময়ের স্রোতে কিভাবে হারিয়ে যায়! ! ।নিজের জীবনের অনেক পুরোনো কথা , ফিকে হয়ে যাওয়া সম্পর্ক মনে চলে এলো ।সময় জীবনের প্রয়োজনে দুরত্ব আজ মহাদেশ থেকে মহাদেশ :(


খুব সুন্দর আন্তরিক অনুভব দিয়ে লেখায় +

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৭

আরমিন বলেছেন: সেই!

সময় আমাদের পুরোনো সম্পর্কগুলো, পুরোনো আবেগগুলিকে কিভাবে যে বদলে দেয়! তারপরও আমরা মাঝে মাঝে নস্টালজিক হয়ে উঠি ........... সব কিছুই আসলে থেকে যায় মনের কোন এক কুঠুরিতে , আমরা শুধু দরজা গুলো বন্ধ করে রাখি!

শুভকামনা রইলো । :)

২৭| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: খুব মায়াময় একটা লেখা, খুব আদরের একটা লেখা। ভালো লাগলো।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সংস্কৃত পন্ডিত!

শুভকামনা রইলো! :)

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯

বাঘ মামা বলেছেন: বুঝাই যাচ্ছে হৃদয়ের গভীর থেকে উঠে আসা এই তুইটা কতটা দখল করেছে আপনাকে।

এমন মানুষ গুলো যদি সময়ের দোহাই দিয়ে দুরে সরে ভুলে থাকে অভিমানটা একটু বেশি আসে।

ফিরে আসুক সেই তুইটা ভালোবাসার টানে।দেরি হলেও একটা ধমকা হাওয়া তাকে ধাক্কা দিয়ে স্মরণ করিয়ে দিক তার আপুটাকে।

শুভ কামনা

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

আরমিন বলেছেন: শুধু সময়ের দোহাই না, রাগ, অভিমান, কস্ট এসবও মানুষকে অনেক সময় প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।


মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

২৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: হারিয়ে যাওয়া তুই....:(

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

আরমিন বলেছেন: হুম! :(

৩০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মেডিক্যালে চান্স পেলি না , কত ভেঙ্গে পড়েছিলি! আমি কি তখন তোর পাশে দাড়াইনি? মানলাম , তুই নিজের যোগ্যতায় আহসানউল্লাহতে চান্স পেয়েছিস। কিন্তু আমি কি কিছুই করিনি :(

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

আরমিন বলেছেন: :(

আমার ব্লগে স্বাগতম বিথী! :)

৩১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

আরমিন বলেছেন: থ্যাংকিউ প্রিয় মনিরা আপু! :)

৩২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যাকে উদ্দেশ্য করে লেখা সে ভাইটির চোখে চিঠি টি পড়ুক।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

আরমিন বলেছেন: সে মনে হয় না ব্লগ পড়ে! আর এই লেখাটি আমি কোথাও শেয়ার করিনি, তবে হয়ত কোনো মন কেমন করা মেঘলা দিনে মেঘপিয়নের ডানায় ভাসিয়ে দিতে পারি এই চিঠি! :)

মন্তব্যের জন্য ধন্যবাদ দূর্জয়! :)

৩৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: কখনো কখনো মনে হয় , এত মায়া ,এত স্মৃতি ভুলে যাওয়া কখনই হবে না ।

কিন্তু কিভাবে যেন সবই ফিকে হয়ে যায় , কেউ ভুলে যায় , কেউ মনে রাখে ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

আরমিন বলেছেন: চমৎকার কথা " কেউ ভুলে যায়, কেউ মনে রাখে!'

ওয়েল সেইড অদ্বিতীয়া! :)

শুভকামনা রইলো!

৩৪| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এত চমৎকার করে লিখতে পার তুমি, অসাধারণ ! আবেগ তাড়িত হয়ে গেলাম তোমার লেখা পড়ে...

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

আরমিন বলেছেন: :)

থ্যাংক্স ভাইয়া!

৩৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৮

নস্টালজিক বলেছেন: তোমার কাজিন এটা পড়লে ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি শুরু করবে!



লেখা খুব সুন্দর হইসে!



শুভেচ্ছা, আরমিন!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

আরমিন বলেছেন: আপনি এতদিনে আসলেন?

হুমম, যদি কখনও পড়ে আরকি !

মেনি থ্যাংক্স ডানা ভাই ! :)

শুভকামনা নিরন্তর!

৩৬| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০১

আরজু পনি বলেছেন:

আমার খুব স্নেহের একজনের কথা মনে পড়ে গেল ! :(

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯

আরমিন বলেছেন: স্নেহভাজনরা ভাল থাকুক! :(

মন্তব্যের জন্য থ্যাংক্স পনিপু !

৩৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

রেজোওয়ানা বলেছেন: আহা ছোট ভাইই তো, ভুলে গেলে জোর করে মনে করিয়ে দেবে!

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

আরমিন বলেছেন: ইগো বড়ো খারাপ জিনিস রেজু! :)

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: নিবিড় আবেগময়তার প্রকাশ

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ প্রত্যাবর্তন! :)

শুভকামনা নিরন্তর!

৩৯| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
কিছুটা মন খারাপ হল। আমার পরিবারের সদস্যরাও দিন দিন ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে অবাক লাগে। সবাই কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

আরমিন বলেছেন: আমি এই লেখাটা যতবার পড়ি, ততবারই শেষের দিকে চোখে পানি আসে ।

বড় হয়ে যাওয়াটা মাঝে মাঝে পীড়াদায়ক !

মন্তব্যের জন্য ধন্যবাদ অস্পিসাস প্রেইস !

৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

আমি অথবা অন্য কেউ বলেছেন: nice one. very touchy

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

আরমিন বলেছেন: মেনি থ্যংক্স! আপনার লেখার হাত কিন্তু চমৎকার! সিরিজটা দারুন হচ্ছে, আগ্রহ নিয়ে পড়ব ।

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল।
সময়ের হাতে শেষ হয়ে যাওয়া সম্পর্কগুলো হ্মত রেখে যায় বুকের গভীরে।
স্মৃতিচারণে হয় রক্তহ্মরণ।

জানি না কারো লেখা কতগুলো শব্দ বাক্য কতটুকু আবেগী হলে অন্য কারো মনে এতটা রেখাপাত করে যায়।
জানি না সম্পর্কের গভীরতা কতটা হলে এতটা ভালোবাসা যায়।

অন্য রকম লাগল।
ভালো লেগেছে বললে কথাগুলোর মধ্যে লুকনো কষ্টদের কষ্ট দেওয়া হবে।

লেখা মনে দাগ কেটে গেল।
ভালো থাকবেন। আর কষ্টগুলোকে আনন্দের প্রলেপে বাঁচিয়ে রাখুন। একাকিত্বের সঙ্গী হবে।

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আরমিন বলেছেন: "সময়ের হাতে শেষ হয়ে যাওয়া সম্পর্কগুলো হ্মত রেখে যায় বুকের গভীরে।
স্মৃতিচারণে হয় রক্তহ্মরণ"
অনেক সুন্দর মন্তব্য রাজপুত্র !
ভাল থাকুন, শুভকামনা নিরন্তর! :)

৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

অ্যামাটার বলেছেন: বিচ্ছেদ...

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬

আরমিন বলেছেন: :)

৪৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪২

এই সব দিন রাত্রি বলেছেন: আমার মনে হয় এই লেখাটা লেখার সময় আপনার চোখ ঝাপসা ছিল। আপনার ভাইকে এই চিঠিটাই কপি করে পাঠিয়ে দিন! ঝাপসা চোখের অনুভূতি হয়ত ওকেও স্পর্শ করবে; না করলেও; ক্ষতি নেইতো কোন

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

আরমিন বলেছেন: ভেবে রেখেছি ওর বিয়ের দিন ওকে এই চিঠিটা উপহার পাঠাবো , যদি যোগাযোগ করতে পারি আর কি !

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.