নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যতো কথা .......... :)

ভাল লাগেনা কিছু .........

আরমিন

ক্ষেপার মত কেনো এ জীবন \nঅর্থ কি তার, কোথা এ গমন\nকে তুমি গোপনে চালাইছো মোরে\nআমি যে তোমারে খুঁজি.....

আরমিন › বিস্তারিত পোস্টঃ

হারুন ভাই

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

হারুন ভাইকে আমি চিনি আজ প্রায় ১৪ বছর হলো। কালো, বড় বড় মায়াভরা চোখ আর মুখে লাজুক হাসি, হারুন ভাইয়ের চিরায়িত রুপ! চৌদ্দ বছর ধরে তিনি আমাদের পারিবারিক টেইলর। পারিবারিক বলছি একারণে যে, আমাদের পরিবারের সকলের জামা কাপড় তাঁর কাছেই বানাতাম। বানাতাম বলছি কেন? কেন এখন আর বানাই না? আসলে জামা বানানোর ১৪ বছরের পথটি আজ বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে? বলছি ....................

রাঁধুনী আসেনি আজকে, মধ্যাহ্ন বিরতিতে তাই বাসা্য় অনেক কাজ, রান্না, গোসল, খাওয়া......... দেরী করলে আবার অফিসে ঝারি! ধুপধাপ কাজের ফাঁকে দেখলাম ছোটবোনের তিনটা মিসকল, ভাবলাম নিশ্চয় কোনো ভালো খবর আছে, তাই আমাকে জানানোর জন্য এত ব্যস্ত .................

কোনোরকমে বাসা থেকে বের হয়েই ছোটবোনকে ফোন দিলাম। ভাবলাম হ্য়ত ওর অফিসের কোনো এক্সাইটিং কিছু শুনবো, কিন্তু শুনতে হলো, "একটা খারাপ খবর আছে !" দ্রুত চিন্তা করছি কি ধরনের খারাপ খবর হতে পারে? অফিসে গন্ডগোল? মামুনির শরীর কি হঠাৎ বেশী খারাপ হয়ে গেলো? নাকি নতুন কোনো বিপদ এসে ভর করেছে আমাদের উপর? আমার সব চিন্তার অবসান ঘটিয়ে আমার বোন কাঁদতে কাঁদতে বললো, "হারুন ভাই আজকে সকাল দশটায় মারা গেছেন।" আমি দাড়িয়ে পড়লাম। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হারুন ভাই না ফেরার দেশে চলে গেলেন। আর কোনোদিন তাঁর হাসিমাখা মুখটা দেখবো না, আপা ডাকটা শুনবো না ভাবতেই আমার দুচোখ ছাপিয়ে শুধু কান্না আসছে......... অনেক মানুষ দেখেছি জীবনে, উনার মত মানুষ দেখি নাই। এক রাগহীন অমায়িক মানুষ ছিলেন তিনি। কত সময় কত রাগ করতাম, কোনদিন উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেননি, মুখের উপর পাল্টা উত্তর দেননি। সব অভিযোগ মাথা নত করে হাসিমুখে শুনতেন। আমার ছোট বোনের বর সব সময় বলত, "হারুন ভাই সব সময় আপনাদের জামা বানাতে ভুল করে, তারপরও আপনারা উনার কাছেই জামা বানাবেন! আর হারুন ভাই এত বছর ধরে জামা বানায়, তারপরও ভুল করে! আপনারাও আজব, আর হারুন ভাই ও আজব!" আসলেই হারুন ভাইয়ের কাছে জামা বানাতে দিলে কোথাও না কোথাও তিনি একটু ভুল করতেনই, আমরা অল্টার করাতাম, রাগ করতাম, কিন্তু ওনার কাছেই ড্রেস বানাতাম। কারণ ছিলো ওনার আন্তরিকতা! দোকানে গেলেই ব্যস্ত হয়ে টুলটা বের করে দিতেন বসার জন্য, কয়েকদিন না গেলেই ফোন করতেন, আপা রাগ করেছেন, জামা বানাবেন না? আর ভুল হবে না আপা। ঈদ কিংবা যেকোনো অনুস্ঠানের আগের দিনও আমরা নিশ্চিন্ত মনে কাপড় নিয়ে উপস্থিত হতাম, জানতাম হারুন ভাই একটা ব্যবস্থা করে ফেলবেন।এমনও হয়েছে, ঈদের আগেরদিন ড্রেস বাসায় পৌঁছে দিয়ে গিয়েছেন। মানুষের প্রশংসা কুড়ানো আমাদের সুন্দর সুন্দর জামাগুলোতো তাঁরই মমতার ফসল। আমি দেশের বাইরে থাকার সময়ও তাঁর কাছ থেকেই ড্রেস বানিয়েছি। আমাদের বন্ধুবান্ধব, আত্মী্য়স্বজন সবাই হারুন ভাইকে চিনত, উনার কাছে ড্রেস বানাতে চাইত। শুধু আমাদের সাথেই না, অন্যদের সাথেও তিনি এমনি আন্তরিক ব্যবহার করতেন। ওনার মত মানুষ আজকালকার দিনে পাওয়া ভার!

হারুন ভাইয়ের মৃত্যুতে একটা বড় ধাক্কা খেলাম আজকে। উনিতো আমাদের কোনো আত্মী্য় না , কিন্তু মনে হচ্ছে যেন আমার খুব ঘনিস্ঠ আত্মী্য়ই মারা গেছেন। আমার বোন জরুরী একটা মিটিং ক্যানসেল করেছে, বলেছে, "আমার আত্মীয় মারা গিয়েছে!" বুঝলাম, মানুষের মনে দাগ কাটার জন্য অনেক লেখাপড়া করতে হয় না, বড় অফিসার হতে হয়না । সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায়! এই যে, আজকে আমি কাঁদছি উনার আন্তরিকতা আর বিনম্রতার জন্য! আমি কালকে মারা গেলে আমার জন্য কেউ কাঁদবে না, আমার অনেক দোষ, সবচেয়ে বড় দোষ হলো আমার অনিয়ন্ত্রিত রাগ! আজকে খুব আপনার মত হতে ইচ্ছে করছে হারুন ভাই, রাগহীন। অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সাথে, আমাকে ক্ষমা করে দিয়েন। এত তাড়াতাড়ি চলে গেলেন কেনো হারুন ভাই? ক্ষনস্থায়ী এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, আর যা কিছু ভালো, তাও যেনো তাড়াতাড়ি ফুরিয়ে যায়.....ভালো মানুষগুলোও হারিয়ে যায় সময়ের আগে......কত মানুষ কতবছর বেঁচে থাকে, আপনার এত তাড়া কিসের? এখন আমাদের কে জামা বানিয়ে দিবে? কে আপনার মত আপা বলে দৌড়ে আসবে, বলেন তো? আমি আপনার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ যেনো আপনাকে ক্ষমা করেন এবং বেহেশত নসীব করেন, আর আমাকে যেনো আপনার একটা গুন দেন, রাগ না করে যেন আপনার মত হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।

আর একটা কথা, আমার এই ভাইটা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে তাঁর প্রথম রাত, আপনারাও দোয়া করবেন, যেন তাঁর কবরের আজাব মাফ হয়। তাঁর পরিবার যেনো এই ক্ষতি কাটিয়ে সম্মান নিয়ে বাঁচতে পারে।

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনাকে (হারুন ভাইকে ) বেহেশ্ত দান করুন। এমনিতে অল্প করেই দুরের মানুষগুলোও একদিন আপন হয়ে যায়।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

আরমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
মানুষের মনে দাগ কাটার জন্য অনেক লেখাপড়া করতে হয় না , বড় অফিসার হতে হয়না । সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায়! এই যে, আজকে আমি কাঁদছি উনার আন্তরিকতা আর বিনম্রতার জন্য! আমি কালকে মারা গেলে আমার জন্য কেউ কাঁদবে না, আমার অনেক দোষ, সবচেয়ে বড় দোষ হলো আমার অনিয়ন্ত্রিত রাগ!

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনেক মূল্যবান কথা বলেছেন, আরমিন। লেখাটিতে আপনার আন্তরিকতা দেখে হারুন ভাইয়ের প্রতিও দরদ জেগে ওঠলো। চিনি না জানিনা অথচ মন থেকেই যেন দোয়া আসছে। এই হয়তো ভাল মানুষদের সবচে’ বড় প্রাপ্তি।

আল্লাহ উনার সহায় হোন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আরমিন বলেছেন: আপনার কমেন্টটি ভালো লাগলো অন্ধবিন্দু! পোস্টের মূল বিষয়টি আপনি ধরতে পেরেছেন।
অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২

আজমান আন্দালিব বলেছেন: আর একটা কথা, আমার এই ভাইটা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে তাঁর প্রথম রাত, আপনারাও দোয়া করবেন, যেন তাঁর কবরের আজাব মাফ হয়।
আল্লাহ হারুন ভাইয়ের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং বেহেশত নসিব করুন। আমিন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

আরমিন বলেছেন: আমিন। অনেক ধন্যবাদ আন্দালিব!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

আদম_ বলেছেন: মনটা খারাপ করে দিলেন..................আমারো কেমন যেন খারাপ লাগছে। অনিয়ন্ত্রিত রাগের জন্য আমারো নিজের উপর রাগ হয়। হারুন ভাইয়ের কথা পড়ে আমার চোখ টলটল করছে যদিও আমি তাকে চিনিনা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

আরমিন বলেছেন: আমার এই পোস্টটা শুধু আমার ব্যাক্তিগত কিছু আবেগের বহিঃপ্রকাশই নয়, বরং একজন ভালমানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি ।
ভালো থাকুন আদম।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লেখাটা পড়ে খুব খারাপ লাগছে আপু!

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

আরমিন বলেছেন: হারুন ভাইয়ের মৃত্যু থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সেটি শেয়ার করলাম সবার সাথে। এরকম মানুষগুলো কমে যাচ্ছে, দুনিয়াটা টিকাতে হলে এরকম মানুষের প্রয়োজন।

ভালো থেকো কা ভা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন
আন্তরিকতা মন ছুয়ে গেল আরমিন
তোমার লেখায় সত্যি চোখে পানি চলে এসছে ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

আরমিন বলেছেন: দুনিয়াটা কেমন তাইনা আপু? অল্প সময়ের ভেতর কত ঘটনা ঘটে যায়, মানুষে মানুষে পরিচয়, বন্ধুত্ব, আবার হারিয়ে যাওয়া!
না ফেরার জগৎটা কেমন রহস্যময়!
তারপরও আমরা কত ভুল করি, রিপু দ্বারা আক্রান্ত হই ....

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কিছু কিছু মানুষ শুধুমাত্র তার ভাল ব্যবহার দিয়ে মানুষের মনে দাগ কাটে।

উনার আত্মা শান্তিতে থাকুক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

আরমিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপা !
শুভকামনা জানবেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

জুন বলেছেন: আপনার হারুন ভাই এর কথা পড়ে মনে পড়লো আমার দরজী বজলু ভাই এর কথা। একদিন গিয়ে দেখি ম্লান মুখে বসে আছে সব সময়ের হাসি খুশি লোকটি। কোলে বছর তিনেকের মেয়ে। দুদিন হলো স্ত্রী মারা গেছে তারপর ও এসেছে কাস্টমাররা যেন এসে ফিরে না যায়।
আপনার লেখাটি মন ছুয়ে গেল। আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিক।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

আরমিন বলেছেন: এই হলো জীবন জুন আপু, সদা বহমান .... অনেকরকম ঝামেলা, নানা ব্যস্ততায় থাকি, ইচ্ছে আছে উনার ফ্যামিলির পাশে থাকার, দেখি কি হয়......

আপনার জন্য শুভকামনা আপু, ভালো থাকুন।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো মানুষেরা বড় দ্রুত চলে যায়...
প্রার্থনা তার জন্যে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

আরমিন বলেছেন: হুম, ঠিক বলেছেন হামা ভাই!
নতুন বইয়ের জন্য অভিনন্দন...

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: সত্যি ভালো মানুষেরা পৃথিবীতে বেশিদিন থাকার সুযোগ পাই না।আপুনি পোস্ট পড়ে মন খারাপ হয়ে গেল।
হারুন ভাই অন্য আলোয় ভালো থাকুন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আরমিন বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ.. .

১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

নস্টালজিক বলেছেন: হারুন ভাই এর আত্মার শান্তি প্রার্থনা করছি।

শুভেচ্ছা, আরমিন। অনেক দিন পর ব্লগে ফিরলাম।

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬

আরমিন বলেছেন: ধন্যবাদ রানা ভাই।

১২| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৪১

আমি অথবা অন্য কেউ বলেছেন: অল্প কিছুদিন আগে একদিনেই খবর পাই যে আমার প্রিয় দুইজন মানুষ আর নাই। আমার এক ফুপাতো বোন, আর আমার খালা। বোনকে শেষবার দেখলেও খালাকে দেখতেই যাইনাই। এই জীবনে কত কঠিন কঠিন ভাব নিলাম, কিন্তু কিছু কিছু ব্যাপারে খুব দূর্বল। আমার মনে আছে যে আপনার এই পোস্টটা আগেই পড়ছিলাম, ফেবুতেও শেয়ার করা ছিল, কমেন্ট করতে গিয়ে ভাবছিলাম, থাক। গতবাধা কথা আমি বলতে পারি না।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৬

আরমিন বলেছেন: গৎবাধা কথা আমিও পছন্দ করি না!
U Really don’t need to push yourself to do anything u don’t want to! This is my lesson of life!! :)

১৩| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

শামছুল ইসলাম বলেছেন: হারুন ভাই মারা গেছেন ৬ জানুয়ারী ২০১৬।
প্রায় পাঁচ মাস হতো চলল, অথচ আপনার হৃদয় নিংড়ানো লেখাটা পড়ে আমার দু'চোখ জলে ভরে গেল।

অন্তরের অন্তঃস্থল থেকে অমায়িক মানুষটার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে দোওয়াটা বেরিয়ে আসছেঃ
-হে আল্লাহ, তুমি হারুন ভাইকে ক্ষমা করে দাও এবং ওনাকে জান্নাতুল ফিরদাউস নসীব কর।

(ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)

ভাল থাকুন। সবসময়।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৮

আরমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই !
শুভকামনা আপনার জন্য!

১৪| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: যে কোন মৃত্যুই বেদনার।
আপনার জন্য সমব্যথী হয়ে সমবেদনা।

নতুন পোস্ট দিন।

১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

আরমিন বলেছেন: ধন্যবাদ ।

১৫| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: আমার এই ভাইটা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে তাঁর প্রথম রাত, আপনারাও দোয়া করবেন, যেন তাঁর কবরের আজাব মাফ হয়। তাঁর পরিবার যেনো এই ক্ষতি কাটিয়ে সম্মান নিয়ে বাঁচতে পারে - আমীন!
একজন ভালোমানুষের প্রতি আপনার এ শ্রদ্ধাঞ্জলি পড়ে মুগ্ধ হ'লাম। হারুন ভাইকে চিনিনা, জানিনা, দেখিও নাই কোনদিন, কিন্তু আপনার এই লেখা পড়ে মনের গভীর থেকে অবলীলায় দোয়া বের হয়ে গেলোঃ
হে আল্লাহ, তুমি এই রাগহীন মানুষটাকে ক্ষমা করে দিও। তার জীবনের সব নেক আমল ও নেক নিয়তকে কবুল করে নিও। তার জীবনের গুনাহগুলোকে মা'ফ করে দিও। তার বংশধর আর পরিবারের সদস্যদেরকে তোমার খাস হেফাজতে রেখো, তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখো, তাদের রুজি রোজগারে বরকত দান করো, হারুন ভাই এর জন্য শান্তিপূর্ণ ক্ববর দান করো, তাকে শেষ বিচারের দিনে জান্নাত নসীব করো!
পবিত্র রমজানে মাসে হারুন ভাই এর জন্য করা এ দোয়া তুমি কবুল করো, হে মা'বুদ!

১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০৬

আরমিন বলেছেন: আপনার আন্তরিক কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১৬| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:১৪

মোস্তফা সোহেল বলেছেন: হারুন ভাইকে আল্লাহ জান্নাত দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.