![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরিয়ে ফিরিয়ে সব ভালোবাসার
মাঝেই একের পর এক মিথ্যা কাজ করে।
কখনো ছেলেটা মিথ্যা বলে,কখনো মেয়েটা।
একের পর এক মিথ্যা দ্বারাই টিকে থাকে,
তাদের ভালোবাসা…।
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা,কোনটা জানেন…?
"আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া বাচঁবোনা"
খুব বেশি আবেগ নিয়ে জীবন-মরণ প্রশ্নটা
সহজে মুখে চলে আসে।
যদিওবা এই ভালবাসার কারণে কেহ দিতে চাই না প্রান,
কেনই বা দিবে প্রান বেঁচে থাকলেতো ভালবাসা যাবে শুধু তোমায়।
অল্প কার্টেসী #ইশরাত এর স্ট্যাটাস থেকে।…
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা ------------------আমি শায়মা কে ভালবাসি না ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
অমিত অমি বলেছেন: লেখকে কাছে জানতে চাই-প্রেমিক প্রেমিকার ভালোবাসা হয়তো মিথ্যে হতে পারে।
কিন্তু মা ছেলের ভালোবাসা মিথ্যে হয় কি করে?
আর যদি সব ভালোবাসাই মিথ্যে হবে তবে পৃথিবীতে ভালোবাসা শব্দটি টিকে আছে কি করে?
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
কিছু শিক্ষতে চাই বলেছেন: মা ছেলের ভালবাসায় ইতি নেই, সো এখানে মা ছেলের ভালবাসার কথা বোঝানো হয় নি।
@আমিত অমি
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭
পিচ্চি হুজুর বলেছেন: পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম ভালবাসা হল একজন সন্তানের জন্য তার মা এর ভালোবাসা। এই ছাড়া বাকীসবগুলাতে ভেজাল থাকবেই। এমনকি সন্তান ও কখনও তার আপন মা কে তার মা এর মত করে ভালবাসতে পারবে না। আর আমার অবজারভেশন আর আন্ডারস্ট্যান্ডিং বলে ভালবাসা প্রমাণের সবচেয়ে কঠিন জায়গা হল দাম্পত্য জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক। আর সবচেয়ে লুথা মার্কা সম্পর্ক হইল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশীপ কারণ এইখানে কোন ওয়েল ডিফাইন্ড রেসপনসিবিলিটি নাই। ম্যারেজ কামস উইথ রেসপনসিবিলিটিস, ডেডিকেশন, লয়ালিটিঃ এই তিনটা ঠিকঠাক মত ফুলফিল করতে পারলে সেইখানে ভালবাসাবাসির ব্যাপারটা আসলেই খুব সুন্দর দাঁড়ায়। কিন্তু এই পথটা যথেষ্ট কঠিন, এই জন্য অনেকেই ফেইল মারে