![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেল ১৪ ফেব্রুয়ারী যদিও সেই দিন স্বঘোষিত ভালবাসা দিবস বলে সকলে পালন করে।অনেকে অনেককে মঙ্গল কামনা করে, ফুলেল শুভেচ্ছা জানাই,ঘুরতে বের হয়।
ঠিক একই ট্রোপে পড়েছিলাম আমার মত একজন পলন না করা ঐ দিনটিকে।
১৪ ফেব্রুয়ারী ছিল এক আপুর জন্মদিন, অনেক দিন হচ্ছে আপু বাসায় যেতে বলে কিন্তু সময় হয় না যেতে পারি না।
ভাগিনাটাও বেশ বলে কিন্তু সময় যে খুব নিষ্টুর,এবার ভাগিনারও সেই জিরো টোলারেন্স যেতেই হবে।
একসাথে সবাই কেক কাটব।
ঠিক করলাম এইবার যাব যখন বেশি জোর করা হচ্ছে।
গিফট দেওয়ার ব্যাপারে সিধান্ত নিলাম একটি ফুলের তোরা দিব।
বিকেলের দিকে ফুলের দোকানে গেলাম একটি ফুলের তোরা বানিয়ে নিব বলে, দোকানে দেখি প্রচুর জ্যাম…!
জ্যামের মাঝেও পরিচিত দোকানী সাড়া দিয়ে,মজা করে বলছে ভাই আপনিও…?
আমি মাথা নেড়েই যাচ্ছি।
হ্যা আমিও।
দোকানের কর্মচারীকে ইশারা দিয়ে একটি চেয়ারের ব্যবস্থা করে দিল, বসে বসে ক্রেতাদের কান্ড দেখছি।
আর আমার ফুলের ব্যাপারটা দোকানের এক কর্মচারীকে বলে দিলাম একটি ফুলের তোরা রেডি কর,আমার তাড়া আছে।
দোকানের কর্মচারী ফুলের তোরা বানাচ্ছেন, আর আমি আছি বসে।
কিছুক্ষণ পর দুজন পরিচিত ভাই আসলো ফুলের জন্যে তারা বোধয় কাউকে গিফট করবে।
তাদের মুখেও সেই হাঁসি,দিয়ে গেলে একটি ভদ্র বাঁশ, কিছুক্ষন পর দেখি কিছু ছোট ভাই তারাও দেখি সেই একই কথা ভাইয়া ফুল নিতে আসছেন মনে হয়…!
সবাইকে হেঁসে উত্তর দিয়ে যাচ্ছি,আর সবাই ধরে নিচ্ছে তাদের কল্পনায় যা তা।
ফুলের তোরাটা রেডি করে আমার হাতে তুলে দিল, তার টাকা পরিশোধ করে দিলাম।
এবার যাওয়ার পালা, মনে মনে শুধু একটি প্রশ্ন জাগছিল পথে ঘাটে যত জন দেখবে তারা তো সবাই ধরে নিবে সিক্রেট কারো সাথে দেখা করতে যাচ্ছি তাও ভালবাসা দিবসে।
সব মেনে নিয়ে আপুর বাসায় হাজির হলাম।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম, সেই দিনের মত দিনটি চলে গেল।
আজ ঐ দিন ফুলের দোকানে দেখা পরিচিত ভাইটির সাথে দেখা হয়েছে,পারিবারিক সম্পর্ক থাকায় সে ঐ দিনের কথা জানতে চাইছে।
সহজে বললাম দেখি কিছুতেই বিশ্বাস করে না।
আরো ধমকি দেয় বাসায় নাকি বলে দিবে।
ভাই যত জানতে চাইছে,ভাইরে তত লাইর্র্যা দিচ্ছি, একসময় দেখি ভাই আমার উপর রাগ করে পাট নিয়ে বলে, তুই এই কাজ করতে পারলি…!
ঠিক উনার মতই ঐ দিন আমাকে দেখা বাকীরাও কি এই চিন্তা নিয়ে বসে আছে…?
বড় আফসোস হয় রে,
হায়রে ভুল বোঝা বুঝি…!
©somewhere in net ltd.