![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটি টাকা ব্যায়ে নির্মিত বিল্ডিং গুলোও নিরাপদ নয় ভূমিকম্পে,
খোলা জায়গা ছাড়া।
অনুভূত ভুমিকম্পটি টের পেতে বেশিক্ষণ সময় লাগে নি স্টোরের গ্লাস গুলো দেখি তাদের গুণ দেখাচ্ছে,
কাঁপছে আর আওয়াজ করছে।
চিন্তা করলাম বিক্রেতা গ্লাস বিক্রয় করার জন্যে গ্লাসের গুণগত মান দেখাতে একটা গ্লাসের সাথে একটা গ্লাস স্ব-জোরে বাড়ি দেয়,ফলে টাস করে আওয়াজ করে।
এখন, এই গ্লাস গুলো এমনিতে নাচছে কেন…?
নিশ্চিত ভূমিকম্প...!
বাড়ির পাশে দুই,তিন,চার,পাঁচ তলা বিল্ডিং এর লোকজন দেখি চেচামেছি শুরু…!
তারা চেচেমেছি শুনে ভেবে নিচ্ছিলাম, ভুমিকম্পের স্থায়ীত্বটা তারাই বাড়িয়ে দিবে।
কিন্তু আমি আমার ছোত্র মা'টিকে নিয়ে নিরাপদে খোলা জায়গায় ছিলাম।
মাসাআল্লাহ, আল্লাহ ই আমাদের সকলকে রক্ষা করেছে।
©somewhere in net ltd.