![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্দার আড়ালে থাকা কিছু সুবিধাবাদীদের পরামর্শ অথবা উস্কানিতে কক্সবাজার বিমান বন্দরের নামকরণ হযরত মালেক শাহ্ হুজুরের নামে করার দাবী জানাচ্ছেন কিছু সংখ্যক কুতুবদিয়া বাসী যারা অস্থায়ী ভাবে কক্সবাজার বাস করেন।
যাক বাদ দেন ঐ সমস্ত কথা এখন আসি মূল কথায় যারা নাম করণের পক্ষে অথবা বিপক্ষে নানান তর্ক বিতর্ক সৃষ্টি করছেন, দুই হাত জোড় করে আপনাদের বলছি শুধু শুধু একজন গুণী ব্যক্তিকে হ্যেউ করা থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ উনি তো আর কাউকে বলে যান নি আমার নামে এই করতে হবে, ঐটা করতে হবে।
আমি নিজেও চাই না কক্সবাজারের আন্তর্জাতিক মানের বিমান বন্দর কারো নামে নামকরণ করা হোক, পুরো পৃথিবীর জনমানুষ বাংলাদেশের নাম উচ্চারণ করার সাথে সাথে এই কক্সবাজারের নাম মুখে আনে, এমন একটি ভিন্ন পরিচয় আছে বলেই কক্সবাজারের নামটা সকলের মুখে উঠে আসে।
দাবী যদি করা যায় আমি নিজেই দাবী করার ক্ষমতা রাখি,আমার পৈতৃক সম্পদের একটি বিরাট অংশ (ভূমি) কক্সবাজার বিমানবন্দরে সীমানায় এখনো জমা পড়ে আছে।
এইসব না হয় বাদ দিলাম,
কক্সবাজার বিমান বন্দর কারো নামে মানানসই নই, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর এই নাম ছাড়া।
সো এইসব বিতর্ক থেকে নিজেই নিজে মুক্তি নিন।
©somewhere in net ltd.