নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরো একটু ভালো

অনির্বাণ তন্ময়

কালের ভেলায় ভেসে বেড়াই আর সব নিরবে দেখে যাই

অনির্বাণ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

একুশে বই মেলায় মোজিলিয়ানদের আড্ডা কিংবা আমার কাটানো একটা অসাধারণ সন্ধ্যা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২



ফায়ারফক্স ব্রাউজার তো সবাই কোন না কোন সময় ব্যবহার করেছেন। হয়তো এই লেখাটাও এখন ফায়ারফক্সেই পড়ছেন। যারা জানেন না তাদের জন্য বলছি, মোজিলা হল ফায়ারফক্স ব্রাউজারের মূল কোম্পানি। অন্য কথায় ফায়ারফক্স মোজিলার একটা প্রোডাক্ট।



মোজিলা একটি ওপেন সোর্স ভিত্তিক অলাভজনক সফটওয়্যার কোম্পানি যারা ওপেন বা মুক্ত ওয়েবে বিশ্বাসী। মোজিলা বিশ্বাস করে ওয়েব সবার জন্য উন্মুক্ত থাকবে। ওয়েবে সবাই সমান অধিকার ও স্বাধীনতা নিয়ে বিচরণ করবে। আপনার অজান্তে কেউ ওয়েবে আপনার ওপর নজরদারি করবে না। আর এই বিশ্বাসকে বাস্তবে পরিণত করার জন্য মোজিলার রয়েছে বিশাল ভলান্টিয়ার বাহিনী। এই ভলান্টিয়াররা, যারা মোজিলার মুক্ত ওয়েব মন্ত্রে বিশ্বাসী তাদেরকে ডাকা হয় মোজিলিয়ান নামে। প্রতিটি দেশের ভলান্টিয়ারদের নিয়ে সেই দেশের মোজিলা কমিউনিটি গড়ে ওঠে। তেমনি বাংলাদেশের কমিউনিটি হল 'মোজিলা বাংলাদেশ'।



এবার আসি আসল কথায়। যার জন্য এত কথা বলা। আজ (১৯/০২/২০১৪)

বিকালে মোজিলা বাংলাদেশ এর মোজিলিয়ানদের নিয়ে বই মেলায় আড্ডার আয়োজন করা হয়েছিল। আমি মোজিলায় আছি প্রায় চার মাস হল। সে হিসেবে এটা আমার দ্বিতীয় মিট আপ ছিল মোজিলিয়ানদের সঙ্গে। এর আগে নভেম্বরে 'মোজকফি' তে একবার অনেকের সাথে দেখা হলেও আমার অন্তর্মুখী স্বভাবের কারনে কারো সাথে তেমন কথা হয় নি। তাই এই আড্ডাটার জন্য উদঘ্রিব হয়ে ছিলাম। সময় মত চারটায় মেলার গেটে পৌঁছে দেখি অনেকেই পৌঁছে গেছে। অপেক্ষা শুধু আমাদের কমিউনিটি লিড ম্যাক (মাহে আলম খান) ভাইয়ের। খানিক পরে ম্যাক ভাইও এসে হাজির। তো আর কিসের অপেক্ষা? লেটস আড্ডা B-)

দলবল নিয়ে মেলায় খানিকটা ঘুরলাম সবাই। এক ফাঁকে ফটো সেশনটাও সারা হল। অনাকাঙ্খিতভাবে এটিএন নিউজের লাইভ টেলি কাস্টে ঢোকার সুযোগ হয়ে যায়। বেলায়েত ভাই মোজিলা বাংলাদেশ নিয়ে ছোটখাটো একটা সাক্ষাৎকারও দিয়ে দিলেন। :)

অনেক কথা হল চলুন এবার কিছু ছবি দেখে নেই





আড্ডার এক ফাঁকে তোলা গ্রুপ ফটো।



লাইভ টেলি কাস্ট



বেলায়েত ভাই সাক্ষাৎকার দিচ্ছেন :)



মোজিলা বাংলাদেশের লিফলেট বিতরণ



লিফলেট বিতরণ



আজকে দারুণ একটা অভিজ্ঞতা হল। জীবনে প্রথমবারের মত পাবলিক প্লেসে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করলাম।



আসিফ এন্তাজ রবি ভাইকে ফায়ারফক্স ওএস দেখাচ্ছেন ম্যাক ভাই



সব শেষে ভাজাপোড়া আর চা (কফি হলে আরও ভালো হত /:) ) এর মাধ্যমে আড্ডার সমাপ্তি হল।

আরও ছবি দেখতে পারেন এখানে



মোজিলিয়ানদের সাথে সময়গুলো খুব দ্রুত কেটে যায়। এতটা আন্তরিকতা ও বিনয়ের সাথে যে ভলান্টিয়ারি করা যায় এই কমিউনিটিটা না দেখলে জানতে পারতাম না। কেন যে মোজিলার আড্ডাগুলো আরও তাড়াতাড়ি হয় না। এর একটু তাড়াতাড়ি করলে কি সমস্যা বুঝি না।। X(( X( :D



Mozilla Bangladesh

Mozilla Bangladesh Official facebook Group

Mozilla Bangladesh Official facebook Page

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

তপু আফ্রাদ বলেছেন: চমৎকার

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

অনির্বাণ তন্ময় বলেছেন: :) :) :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

বেলা শেষে বলেছেন: Good writing, good picturing, good decoration, good editing.
Salam & Respect to everybodies.
Up to next time.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

অনির্বাণ তন্ময় বলেছেন: ওয়াআলাইকুম আসসালাম
গুড কমেন্ট ;)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

অনির্বাণ তন্ময় বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

চিরতার রস বলেছেন: দারুণ পোস্ট। আমরা আম জনতা মজিলিয়ানদের কাছ থেকে কি কি সাহায্য পেতে পারি ? জানালে উপকৃত হবো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

অনির্বাণ তন্ময় বলেছেন: মজিলিয়ানদের কাছ থেকে মজিলা বিষয়ক যে কোন সাহায্য পাবেন। ফায়ারফক্স, থান্ডারবার্ড , ফায়ারফক্স ওএস সহ মজিলার যে কোন প্রোডাক্ট/প্রোজেক্ট সম্পর্কে যে কোন ধরনের প্রশ্ন, সাপোর্ট বা অভিযোগ থাকলে মজিলিয়ানদের জানান। আমরা সর্বাত্বক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে।
আপনারা চাইলে ওয়েবমেকারে সহজের মজার সাথে ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন শিখতে পারেন। এছাড়া এমডিএন তো আছেই। এমডিএন এ ওয়েব প্রোগ্রামিং (HTML5,CSS3,JavaScript,app development) শেখার শত শত টিউটোরিয়াল আছে। কিছু দিনের মধ্যেই সব টিউটোরিয়ালগুলো বাংলায় পাবেন।। :)

৫| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

এহসান সাবির বলেছেন: দারুন।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯

অনির্বাণ তন্ময় বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.