![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক আন্দোলনের সচেতন সহযাত্রী......।
গত হব়তালে মতিঝিলে সিএনজির পিছনে পেট্রল বোমা মারলো৷ ভাগ্য ভালো পিছনে মারছিল,তা না হলে চালকের মৃত্যু হতে পারতো৷গাড়িতে আগুন ধরে গেলে আশেপাশের মানুষের সহায়তায় চালককে হাসপাতালে ও আগুন নেভানো হল!!!গাড়ির কাজেও লাগলো অনেক টাকা!!কদিন আগে ভর্তি হলাম আর এই বিপদ,টাকা চাইলে বাবার উত্তর"টাকা নাই"৷:O
ভাই গল্পটা আমার৷মধ্যবিত্ত পরিবারতো,তাই মধ্যম মানের গল্প৷
আমার আব্বায় বলে টাকা নাই,শুনতে খারাপ লাগে না!! যুক্তিও আছে পেছনে৷কিন্তু গত কয়েকটা হরতালে যে কজন মারা তাদের স্বজনরা জিঞ্জেস করলে মানুষ বলে,"তোর বাবা নাই"কিংবা তোর মা বা বোন নাই "আহতরা থাকুক তারা তো বাইচ্চা আছেই=-O !!!!
আজ আবার বোরকা ফকরুল কইলো,ছাত্রদলের কর্মীদের দু-একটা গাড়ি ভাঙ্গলে হবে না, দলে দলে ব়াস্তায়নেমে পড়তে হবে!!!
এর চাইতে বইল্লা দিলেই তো পারে,"সবাই দেশ ছাইব়া চইলা যাও ৷"
শুনলাম সামনের সপ্তাহে পুরোটাই হরতাল হইতে পারে৷:O
ভাবতাছি আব্বারে কমু "চলেন,গাট্টি-বোস্ত বাইন্দা বাড়ি চইল্লা যাই,হরতাল শেষে হইলে আমানে!!!!"
এছাড়া তো কোন গতি নাই ৷কবে লাশের মিছিলে আমার নাম থাকবে জানি না৷ — feeling বেগতিক৷.
©somewhere in net ltd.