![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক আন্দোলনের সচেতন সহযাত্রী......।
রিক্সায় যখনই একা থাকি তখন রিক্সাওয়ালার সাথে গল্পগুজব,গান করা;আমার সবসময়কার অভ্যাস।আর এদের সাথে কথা বলায় কোন লুকোচুড়ি নেই,সব বলা যায়।এরকমই একজনের সাথে কথা হলো গতকাল।
বয়স ৭৫ এর মতো।বাড়ি আমার দেশেই,মাদারীপুর।তো আর কী,ভাব হয়ে গেল।এই বয়সে রিক্সা চালানোর কারন জানতে চাইলে সে যা বললো তাতে আমি তথৈবচ_____
সে রিক্সা চালায় আজ ৫১ বছর।৩ ছেলে ও ৩মেয়ে।৩ ছেলে বিয়ে করে আলাদা।সবাই ভালো আছে সংসার নিয়া,তাকে সাহায্য করেনা।শুধু ঈদে ১৫০০ টাকা দিছে!!:O।মেয়ে ২ টার বিয়ে হইছে আর ১টা SSC দিবে।স্ত্রী স্কুলে কাজ করে।সারাজীবন রিক্সসা চালাইয়া সংসার নিয়া ঢাকা থাকছে,সবাইকে পড়ালেখা করাইছে।আর আজ এই বয়সে এই হাল!!অবরোধে আয় নাই তাই চলা দায়!
ছেলেদের প্রতি আক্ষেপ আছে কিনা জানতে চাইলে,সে বললো "নাই" ,#আমারে_যখন_দেখেনা_তার_পোলারাও_তারে_বুড়া_বয়সে_দেখবোনা।কথাগুলো বলতে বলতে বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসলো তার,যাতে জমা ছিলো বহু বছরের দারাদ্রতার কষ্ট আর প্রিয়জনের প্রবঞ্চনার হিমালয়সম হতাশা!!
কথাটা শেলের মত বুকে বিধলো!!রিক্সা থেকে নেমে দোয়া চাইলাম আর তারে বল্লাম আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।:-)সত্যিই তার কাছ থেকে পরিবারের প্রতি সর্বোচ্চ ত্যাগ,ভালবাসা,সততা আর সরলতার শিক্ষা পাই।আর মনে পড়ে____
#Nature_returns_everything.
©somewhere in net ltd.