নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
যদি বোলতার। গানে জ্বলতো। পোড়া সলতে
ফেলে গুলতি। প্রিয় ফুলটা। সই-ছুড়তাম। কথা বলতে।
সব তোলপাড়। নদী জলটায়। ঢেউ দুলছে। তবু পিপাসা।
সেই ফোনটায়। বাজে রোলস অন। বাঁ পাশটায় । নেই বিপাশা।
তবু পিপাসায়। বুক ফাটছে। শুধু কাচটায়। জমে ঝাপসা।
তবু আবছা। দেখি তারাটি। চাঁদ ফ্যাকাশে। আরো আবছা।
তারা জ্বলছে। আমি জ্বলছি। ভাবি বোলতার। গানে জ্বলতো। যদি সলতে।
ফেলে গুলতি। প্রিয় ফুলটাই। ছুড়ে মারতাম। কথা বলতে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০২
৪৫ বলেছেন: জ্বি তাই।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো আর এলো মেলো লাগলো।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
১ম শ্রেণীতে পড়ছেন, বাক্য গঠন শিখছেন?