নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ
রাত তিনটে। বাজে রিংটোন। টেলিফোনটায়!
তুমি বিনতে ? আমি চিনতাম। প্রতি ঘন্টায়।
সাড়ে তিনটে। ঘুম আসছে। তুমি আসতে।
আমি জানতাম। ওটা মিথ্যে। ভালোবাসতে।
তুমি বেঁচতে। আমি কিনতাম। অভিমানটা।
তুমি বলতে । আমি শুনতাম। বাসি পানতা।
পৌনে চারটে। কথা বাড়তো। তুমি আসতে।
সব স্বপ্ন। তবু ভাবতাম। ভালোবাসতে।
ভোর চারটে। ঘুম ছাড়তে। ছাদে দাঁড়াতাম।
তুমি রাখতে। আমি রাগতাম। ফোন ঘুরাতাম।
বাহ বেশতো। তুমি ব্যস্ত। ফোন কাটতে।
রাত বাড়তো। আমি জাগতাম। সাড়ে চারটে।
সেই বিনতে! কই রিংটোন? কই ফোনটায়?
প্রিয় মিথ্যে। আমি কিনতাম। তুমি জিততে। প্রতি ঘন্টায়।
আমি জানতাম। তুমি জিতছো। তাই হারতাম। তুমি জিততে।
প্রিয় বিনতে। ভালোবাসতাম। ভালোবাসতে। সব মিথ্যে?
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতা।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৮
৪৫ বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮
জ্যাকেল বলেছেন: মিথ্যে হওয়াটা খুবই দুঃখজনক। আশা করি মিথ্যে না।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৮
৪৫ বলেছেন: দুঃখটাই সত্যি।
৪| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩৮
তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: এই কবিতাটি খুব ভালো লাগে...
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: বেশ