নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মুছে ফেলা যায় ইরেজার ঘষেই\nতোমার প্রিয়,প্রিয়তম আমি সে-ই

৪৫

কিছু হতে না পারা কেউ আমি এই জীবনের ঢেউ

৪৫ › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো রিফিউজি?

০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬



কেমন আছো মানুষ?
আছো কেমন?
কেমন আছেন তোমাদের ঈশ্বরেরা?
আর তোমাদের ধর্মগুলো? কেমন আছে চিন্তাধারা?
কেমন আছে গীর্জা- প্রদীপ-আযান-কাসর-ঘন্টাধ্বনি?
মুখোশ-বিভব-প্রতিপত্তি-সোনার মহল, ধর্ম নামের হীরার খনি?
বলবে মানুষ কেমন আছে তারা?
বেঁচে থাকার জন্য শুধু বেছে বাঁচে যারা!
কেমন আছে অস্ত্রবারুদ, হাইড্রোজেনের হুমকিবহর,
ধ্বংসকালের ভগ্নসমাজ, রাষ্ট্রনীতি, নীতির খবর, নগর-শহর?
গালাজগালির অলিগলি, মিথ্যে ভাষণ, প্রচারিত সাহায্যেরা,
বলবে মানুষ কেমন আছে তারা?
অর্থলোভী মুখোশধারীর ঘুষের টাকায় পরোপকার,
কেমন আছে প্রাত্যহিক এই প্রচার নামের অপপ্রচার?
জবরদস্তির নষ্ট সমাজ, আর সেখানের নিত্যনতুন ইচ্ছেমতো বিধি-ধারা,
বলবে মানুষ কেমন আছে তারা?
কেমন আছে আস্তাকুড়ের খানাখন্দেও- 'কি আনন্দ'! 'এই তো বেশ'! 'ধাধিন তা'!
আস্তিকতা -নাস্তিকতা-স্বাধীনতায় বাগড়া দেবার প্রবণতা?

এসব খবর শান্তিহাওয়া খই ফোটাবে মুখে,
ধন্য ধন্য কোথায় তুমি সভ্য মানুষ, পোস্ট মডার্নের যুগে?
জবাব দেবে কোথায় এমন সোনার মানুষ খুঁজি,
কত দেশের কত মানুষ! সবাই রিফিউজি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: রিফিউজিরা বড় অসহায়।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩২

৪৫ বলেছেন: বিপদে পড়লে সবাই রিফিউজিদের দলে পড়ে যায়।

২| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

কামাল১৮ বলেছেন: মুক্তচিন্তা বিকশিত দিন দিন,ঈশ্বরের মৃত্যুপথযাত্রী।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

৪৫ বলেছেন: মুক্ত থাকলেই চিন্তা প্রসারিত হয়।

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মান্ধ আর রাজনীতিকেরা ছাড়া কেউ ভালো নেই।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

৪৫ বলেছেন: অর্থ এবং প্রতিপত্তির বিচারে ধর্মান্ধ ও রাজনীতিকেরা সাময়িক সুখী। ক্ষমতাহীন রাজনীতিক সবচেয়ে অসুখী। ধর্মান্ধরা নিজ-গণ্ডীতেই সুখী, এই বৃত্তের বাইরেও তাদের যেতে হয়, তারা যেটা চায়, সেটা সর্বত্রই চায়। আর সম্ভব হয় না বলেই অভাব বোধের ভেতরেই থাকে।

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতার সংগে ছবিটি দারুণ হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

৪৫ বলেছেন: আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.