নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

এক দুষ্ট-মিষ্টি ভালোবাসা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

মোবাইল বেজেই চলেছে, রাত ৩ টা বেজে ৩০ মিনিট
.
অনেক গভীর ঘুমে আচ্ছন্ন অভ্র, ঘুমের মধ্যে সে কারো কল
রিসিভ করে না।
কিন্তু এই রিংটা থামার নয় বিরক্তিকর । তাই ঘুম ঘুম
চোখে রিসিভ করে,
.
-- হ্যালো,
.
-- ঘুমাচ্ছো তুমি?
.
-- না কৈ মাছ ধরছি
.
-- এত রাতে কেউ কৈ মাছ ধরে?
.
-- এটা জানার জন্য ফোন করেছো?
.
-- না, তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনার জন্য।
.
-- উফ!! তুমি কি পাগল হয়ে গেছ? এত্ত রাতে কল করেছো এই জন্য,
রাখছি আমি।
.
-- এই শুনো না, বলোনা প্লিজ আই লাভ ইউ।
.
-- ঘুমাও, পারবো না এখন বলতে, এক ঘন্টা পর পরই তো বলি।
প্লিজ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও।
.
-- তুমি যদি আই লাভ ইউ না বল,তাইলে আমি কিন্তু ঘুমাবো না।
ভালোতো এখন বাসোই না আমায়।
.
-- কি মুশকিল, তোমার যা ইচ্ছে তা কর,আমি ঘুমাব।
এই বলে ফোন কেটে দিল, আর মোবাইলটা সাইলেন্স
মুডে দিয়ে ঘুমিয়ে পরল অভ্র।
.
তন্বী মেয়েটা অভ্রকে একটু বেশিই ভালোবাসে, অভ্রও খুব
ভালোবাসে, তাইতো তার মধুমই রাগ,
অভিমান গুলো সহ্য করে। অভ্র জানে ঘুম থেকে উঠে একটা লাল
গোলাপ আর
ক্যাডবেরি চকলেট দিয়ে আই লাভ ইউ বলে,একটু জড়িয়ে ধরলেই
মেয়েটি রাগ
গলে জল হয়ে যাবে। রাগ, অভিমান,
ঈর্ষা না থাকলে ভালোবাসাই হ...ই না।আর এসব ভালোবাসার
অত্যাচার
গুলো ছাড়া প্রেম জমে উঠে না।
.
অভ্রের ঘুম ভাঙলো ১২টার দিকে,উঠে দেখে অনেক মিসড কল
আর অনেক
মেসেজ। মিসড কলের মধ্যে দুইটা ছিল তন্বীর মায়ের নাম্বার
থেকে।
.
মেসেজ চেক করেই বুক কেঁপে উঠল তার।
"খুব জ্বালাই তোমায়, তাই বিদায় নিচ্ছি"- তন্বীর মেসেজ
দেখেই
ফোন দিল অভ্র। একটা যান্ত্রিক
আওয়াজ বলল মোবাইল বন্ধ আছে। তাই,তন্বীর মায়ের
নাম্বারে ফোন করল,
ফোন রিসিভ করলো,
.
-- হ্যালো আন্টি, তন্বী কই?
.
-- বাবা তুমি "__"
.
( কান্নামিশ্রিত কন্ঠে )হাসপাতালে চলে আস
-- কি হয়েছে আন্টি বলেন না..... প্লিজ?
.
..-- তুমি আসলেই দেখবা আস তাড়াতাড়ি।
.
অভ্র তাড়াতাড়ি শার্ট পড়ে রিক্সা নিয়ে চললো হাসপাতালের
দিকে ।
১০ মিনিটে হাসপাতালে পোঁছে গেল।কিভাবে যে পোঁছাল
সৃষ্টিকর্তা ছাড়া কেউ
জানে না। কেবিনের বাইরে বন্ধুদের দেখে ছুটে গেল অভ্র।
বললো,
.
-- তন্বী কৈ রে ?
.
-- রুমে যা, গিয়ে দেখ,কি করেছে মেয়েটা?
.
আর কথা না বাড়িয়ে দৌড়ে ঢুকলো রুমের ভিতর। দেখে তন্বীর
হাতের গ্রিপে সাদা ব্যান্ডেজ বাঁধানো।
.
তন্বী অভ্রের দিকে একটু তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল সে। অভ্র
পাশে গিয়ে বসে,
তন্বীর মুখটার দিকে তাকিয়ে আছে,ছলছল করছে চোখ দুটো,
কোন
কথা বলছে না সে। তন্বী মুখ
ফিরিয়ে অভ্রের দিকে তাকালো।
.
-- সাথে সাথে ঠাস-ঠাস করে শব্দ হলো
ঠিক
সে সময় অশ্রুফোটা গড়িয়ে পড়ল তন্বীর হাতে।
.
তন্বী দেখে বলে উঠল,
.
-- ভালোবাসি বল,
.
-- নিশ্চুপ
.
-- বলবা না তাইলে আবার ( মুখ চেপে ধরল অভ্র আর
কোলে তুলে জড়িয়ে ধরে বলল)
.
" অনেক ভালোবাসি তোমায়, কেন করতে গেলে এরকম।
তুমি জানোনা তুমি চলে গেলে আমি মারা যাব।
বলেছিলে কখনো একা ছারবে না আমায়
কিন্তু তুমি, পারলে তুমি এসব করতে.....?
.
তুমি জাননা আমি তোমায় অনেক ভালোবাসি"।
.
I Always Love You Now,Then,Forever.........

-----------
অন্ধকার আকাশ্
------------
:
# অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.