নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

বেদনাহৃত হৃদয়ের হাহাকার :((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

টেবিলটায় হেলান দিয়ে কিছু একটা ভাবছিলাম হঠাৎ দেয়ালে থাকা অদ্রিতার ছবি দেখে মনে পড়ে গেলো রূপালি দিনগুলোতে কাটানো সোনালি সময়ের কথা।।
.
আজকে তোমার জন্মদিন।। গতবছর বলেছিল আজকের এই
দিনে সে সুন্দর একটা শাড়ি পড়বে।। চুল বেধেঁ চোখে কাজল
দিবে।। হাত ভর্তি লাল- নীল কাঁচের চুড়ি থাকবে।।
শাড়ি পরে চুড়ি নাড়াতে নাড়াতে আমার সামনে আসবে।।
.
আমি তোমার চুড়িঁর শব্দ শুনবো, আর
তোমাকে বলবো তোমাকে ভারি সুন্দর
লাগছে।।
আজকে ওর জন্যে একটা নীল রংয়ের
শাড়ি এনেছি,আর লাল নীল কাচেঁর চুড়ি,সামান্য একটু
কাজল।।ও এসব দেখে নীরবে শুধু
হেসেছে।।
ছুয়েঁও দেখে নি,ও কেবলই বলে আমাকে,

-- শুনো #অভ্র,আমি দেখতে খুব
খারাপ হয়ে গেছি।।
সাজলে পেত্নীর মতন লাগবে,
.
-- প্লিজ অদ্রিতা একটু, একবারের জন্য সাজো না।।
.
-- না।।
.
-- কেন?
.
-- যে মেয়ে দুদিন পর মারা যাবে,তার সাজলে চলে!
.
অদ্রিতা তবুও সেজেছে,হাতে লাল নীল
চুড়িঁ, চোখে কাজল, খোলা চুল।।
হাসি হাসি মুখে তাকিয়ে আছে।।
আর বলছে,

-- চায়ে চিনি ঠিকমত হয়েছে তো??
.
আজকাল জীবনটা কেমন
যেন বিরহপূর্ণ হয়ে গেছে।।
অসুস্থ হলেও কেউ কপালে হাত
দিয়ে দেখে বলে না,তুমি বলো নাই কেন
যে তোমার জ্বর আসছে?
কেউ আর
বৃষ্টিতে ভিজতে বারণ
করে না।।কেউ আর শাসন
করে না রাতে দেরি করে বাসায়
ফিরলে।।এখন আর চোখ বন্ধ
করলে অদ্রিতার
ছবি দেখতে পাই না, খুব চেষ্টা করেও পারি না।।
আগের মত মনেও
পড়ে না।।
মাঝে মাঝে নিজেকে খুব
ছোট মনে হয় এই
ভেবে যেই
অদ্রিতাকে এতোটা ভালোবাসি,
তাকে এতো তাড়াতাড়ি ভুলে গেলাম, কি করে?
.
যার দুহাত ধরে কথা দিয়েছিলাম
জীবনে প্রথম সমুদ্র দেখবে তোমার সাথে,
যদি তোমার এই শপথ পূরণ না হয়,
তবে কোনদিন সে সমুদ্রের সামনে দাড়াবোনা ।
আজ অন্য কারো সাথে সমুদ্রস্নানে মত্ত হয়ে আছি,
ঢেউয়ের তোড়ে কোথায় যে ভেসে গেল
পুরনো দিনের সেইসব অর্থহীন প্রতিস্রুতি !!!
যখন নিজে নিজে কিছুই করতে পারতামনা,
জীবনের ছোট বড় সবকিছুই তুমি মনে করিয়ে দিতে-
সেভ করার কথা,চুল কাটার কথা,
এমনকি ঠিক মত খেলাম কিনা,ঘুমালাম কিনা তাও ।
আজ একা একাই সব করছি ,
সময় মত ঘুম থেকে ওঠা , নাস্তা করে অফিসে যাওয়া ,
কখন কোন মিটিং এ যাবো কেউ মনে করিয়ে দেয়না ।
কথা ছিল আমাদের ঘরে থাকবে আসমানি রঙের পর্দা,
আজ তোমার ঘরে কাল পর্দা , আমার ঘরের কথা না-ই-বা বললাম, পরিবর্তনশীল !!!
.
কথা ছিল সপ্তম বসন্তে সারাদিন একসাথে কাটাবো দুজন,চলে গেলো সেই দিনগুলো ,তবু মনে নেই কারোই,ভেবেছিলাম দু'জনে হাত ধরে হাটঁবো অনন্তকাল, হলো না পূর্ণ সে আশা !
ক্যালেন্ডারের পাতা গুলো হাওয়ায় ওড়ে ।
স্মৃতির উপর সময়ের প্রলেপ জমতেই থাকে ,
সবকিছু হয়ে যায় ঝাপসা , ভালবাসাও ???
.

একটা সময় ছিল যখন আমি বৃষ্টিতে ভিজতে চাই নি,
তুমি জোর করে আমায় নিয়ে ভিজতে চাইতে।।
বৃষ্টির জল ছোঁয়া মাথায় লাগলে
যার হাড় কাপাঁনো জ্বর চলে আসতো সেই
আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাইতো,সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি ।।
.
জ্বরের ঘোরে যখন শুয়ে থাকতাম,
ভাবতাম এই বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।। তুমি আসো নি।।
আকাশে এখনো জোঝঁনা হয়, তাঁরা ভরা আকাশও দেখা যায়, কেবল
শুনতে পাই না তোমার
সেই লাজুক হাসির শব্দ।।
জানি ফিরে তুমি আসবে না,আসবে না কখনো...
.
এখন আমার খুব ভালো লাগে, হায়দার ভাইয়ের সেই গানটি যখন তুমি শুনতে দিতে না, অনেকটা জোরই করে বলতে এমন গান কেউ কি শোনে ??? কিন্তু এখন আর কেউ বাধা দেয়না আমায়,

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা
যার চলেযায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার........... মমনে পড়ে গেলো সেই সোনালি সময়ে কাটানো দিনগুলোর কথা ।
.
আজকে তোমার জন্মদিন।। গতবছর বলেছিল আজকের এই
দিনে সে সুন্দর একটা শাড়ি পড়বে।। চুল বেধেঁ চোখে কাজল
দিবে।। হাত ভর্তি লাল- নীল কাঁচের চুড়ি থাকবে।।
শাড়ি পরে চুড়ি নাড়াতে নাড়াতে আমার সামনে আসবে।।
.
আমি তোমার চুড়িঁর শব্দ শুনবো, আর
তোমাকে বলবো তোমাকে ভারি সুন্দর
লাগছে।।
আজকে ওর জন্যে একটা নীল রংয়ের
শাড়ি এনেছি,আর লাল নীল কাচেঁর চুড়ি,সামান্য একটু
কাজল।।ও এসব দেখে নীরবে শুধু
হেসেছে।।
ছুয়েঁও দেখে নি,ও কেবলই বলে আমাকে,

-- শুনো #অভ্র,আমি দেখতে খুব
খারাপ হয়ে গেছি।।
সাজলে পেত্নীর মতন লাগবে,
.
-- প্লিজ অদ্রিতা একটু, একবারের জন্য সাজো না।।
.
-- না।।
.
-- কেন?
.
-- যে মেয়ে দুদিন পর মারা যাবে,তার সাজলে চলে!
.
অদ্রিতা তবুও সেজেছে,হাতে লাল নীল
চুড়িঁ, চোখে কাজল, খোলা চুল।।
হাসি হাসি মুখে তাকিয়ে আছে।।
আর বলছে,

-- চায়ে চিনি ঠিকমত হয়েছে তো??
.
আজকাল জীবনটা কেমন
যেন বিরহপূর্ণ হয়ে গেছে।।
অসুস্থ হলেও কেউ কপালে হাত
দিয়ে দেখে বলে না,তুমি বলো নাই কেন
যে তোমার জ্বর আসছে?
কেউ আর
বৃষ্টিতে ভিজতে বারণ
করে না।।কেউ আর শাসন
করে না রাতে দেরি করে বাসায়
ফিরলে।।এখন আর চোখ বন্ধ
করলে অদ্রিতার
ছবি দেখতে পাই না, খুব চেষ্টা করেও পারি না।।
আগের মত মনেও
পড়ে না।।
মাঝে মাঝে নিজেকে খুব
ছোট মনে হয় এই
ভেবে যেই
অদ্রিতাকে এতোটা ভালোবাসি,
তাকে এতো তাড়াতাড়ি ভুলে গেলাম, কি করে?
.
যার দুহাত ধরে কথা দিয়েছিলাম
জীবনে প্রথম সমুদ্র দেখবে তোমার সাথে,
যদি তোমার এই শপথ পূরণ না হয়,
তবে কোনদিন সে সমুদ্রের সামনে দাড়াবোনা ।
আজ অন্য কারো সাথে সমুদ্রস্নানে মত্ত হয়ে আছি,
ঢেউয়ের তোড়ে কোথায় যে ভেসে গেল
পুরনো দিনের সেইসব অর্থহীন প্রতিস্রুতি !!!
যখন নিজে নিজে কিছুই করতে পারতামনা,
জীবনের ছোট বড় সবকিছুই তুমি মনে করিয়ে দিতে-
সেভ করার কথা,চুল কাটার কথা,
এমনকি ঠিক মত খেলাম কিনা,ঘুমালাম কিনা তাও ।
আজ একা একাই সব করছি ,
সময় মত ঘুম থেকে ওঠা , নাস্তা করে অফিসে যাওয়া ,
কখন কোন মিটিং এ যাবো কেউ মনে করিয়ে দেয়না ।
কথা ছিল আমাদের ঘরে থাকবে আসমানি রঙের পর্দা,
আজ তোমার ঘরে কাল পর্দা , আমার ঘরের কথা না-ই-বা বললাম, পরিবর্তনশীল !!!
.
কথা ছিল সপ্তম বসন্তে সারাদিন একসাথে কাটাবো দুজন,চলে গেলো সেই দিনগুলো ,তবু মনে নেই কারোই,ভেবেছিলাম দু'জনে হাত ধরে হাটঁবো অনন্তকাল, হলো না পূর্ণ সে আশা !
ক্যালেন্ডারের পাতা গুলো হাওয়ায় ওড়ে ।
স্মৃতির উপর সময়ের প্রলেপ জমতেই থাকে ,
সবকিছু হয়ে যায় ঝাপসা , ভালবাসাও ???
.

একটা সময় ছিল যখন আমি বৃষ্টিতে ভিজতে চাই নি,
তুমি জোর করে আমায় নিয়ে ভিজতে চাইতে।।
বৃষ্টির জল ছোঁয়া মাথায় লাগলে
যার হাড় কাপাঁনো জ্বর চলে আসতো সেই
আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাইতো,সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি ।।
.
জ্বরের ঘোরে যখন শুয়ে থাকতাম,
ভাবতাম এই বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।। তুমি আসো নি।।
আকাশে এখনো জোঝঁনা হয়, তাঁরা ভরা আকাশও দেখা যায়, কেবল
শুনতে পাই না তোমার
সেই লাজুক হাসির শব্দ।।
জানি ফিরে তুমি আসবে না,আসবে না কখনো...
.
এখন আমার খুব ভালো লাগে, হায়দার ভাইয়ের সেই গানটি যখন তুমি শুনতে দিতে না, অনেকটা জোরই করে বলতে এমন গান কেউ কি শোনে ??? কিন্তু এখন আর কেউ বাধা দেয়না আমায়,

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা
যার চলেযায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...........
.
--------
অন্ধকার আকাশ্
--------
.
#অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.