![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
"লাশকাটা ঘরে"
মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
-------------------------------------------
লাশকাটা ঘরে ,
এক অতৃপ্ত আত্মা নির্বাক হাহাকার করে !
শুনশান নিরবতায় , নিষ্প্রাণ আগোছালো একগোছা চুল ,
কপাট বিহীন মর্গের জানালার দমকা বাতাসে -উদ্দেশ্যহীনভাবে ওড়ে !
নিকষ কালো এই গুচ্ছগুচ্ছ চুলেই ,
জারবেরা আর অর্কিডেরা একদিন বেঁধেছিল ঢাউস খোঁপা -
এক প্রেমিকের শুভ্র হাত ,
এলোমেলো বিলি কেটেছিলো - নিষিদ্ধ কামনার কৌতুহল ভরে !
আজ লাশকাটা ঘরে -নির্জীব স্খলিত দেহটা তাই চুলচেরা হিসেব করে ,
আহা !
কতটুকু ভালোবেসে.........
সঁপেছিলো প্রগাঢ় নি:শ্বাস ,
এক প্রেমিক অধর গেঁথেছিল লালায়িত সম্মোহনী বীজ ,
আঁচড়ে আঁচড়ে ঢেলেছিলো নিংড়ানো যৌবণ সুধা -
এই ষোড়শী দেহের অনাবৃত আঙিনা ভরে !
আজ লাশকাটা ঘরে -
গলায় নাইলনের দড়ির কালশিটে স্পষ্ট দাগটাও বুঝি -
তাচ্ছিল্যে ভ্রুকুটি করে !
শবের গন্ধপ্রিয় কিছু মাছি নির্বিবাদে , ভোঁ ভোঁ করে উড়ে ,
এক নির্ঘুম জাগ্রত চেতনার কাছে !
আহা প্রেম ! আহা বিশ্বাস !
জীবনের খেরোখাতায়
ভালোবাসার কি আদৌ মূল্য আছে ?
আজ বুঝি এই লাশ কাটা ঘরে ,
একটু পরেই নামবে শেষ অপরাহ্নের শীত !
এক লজ্জিত কলঙ্কিত শবের আত্মা গুণগুণিয়ে গাইবে -
এক প্রেমিকের বিশ্বাসভঙ্গের গল্পে ভরা করুণ বেসুরো গীত ।।
-------------------
অন্ধকার আকাশ্
-------------------
#অভ্র
©somewhere in net ltd.