নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

৬ টি খাবার যা বাড়ায় আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা-Information !!!

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

১) রসুন
রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল
ক্ষমতা রয়েছে যা ব্যাকটেরিয়া, জার্মস ধ্বংস
করতে সহায়তা করে। রসুন আমাদের পুরো দেহ এবং বিশেষ
করে পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে। কাঁচা রসুন
আমাদের জন্য সবচাইতে উপকারী খাবার। এছাড়াও রান্নায়
রসুনের ব্যবহার দেহের ইমিউন সিস্টেম উন্নত
করতে সহায়তা করে।

২) মিষ্টি আলু
আমাদের দেহের জন্য প্রাকৃতিক মিষ্টির প্রয়োজন
রয়েছে বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত
করার জন্য। কিন্তু আর্টিফিশিয়াল চিনি এবং মিষ্টি আমাদের
দেহের জন্য ক্ষতিকর। তাই প্রাকৃতিক চিনির অভাব পূরণ
করে মিষ্টি আলু আমাদের ইমিউন সিস্টেম উন্নত করে।

৩) গ্রিন টী ও রঙ চা
রিফ্রেশিং ড্রিংক হিসেবে অনেকেই চা/কফি পান
করে থাকেন। কিন্তু দুধ চা বা কফির বদলে গ্রিন টি বা রঙ
চা পানের অভ্যাস গড়ে তোলা উচিত। কারণ গ্রিন
টি এবং চিনি ছাড়া শুধু রঙ চায়ের রয়েছে রোগ প্রতিরোধের
অসাধারণ ক্ষমতা।

৪) মাশরুম
মাশরুম আমাদের দেহে নানা ধরণের ইনফেকশনজনিত রোগ
প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে। মাশরুমের অ্যান্টিব্যাকটে
রিয়াল এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান দেহে রোগ
সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস
করতে সহায়তা করে।

৫) দই
দইয়ে রয়েছে লাইভ অ্যাক্টিভ কালচার নামক একটি সাবস্টেন্স
যা একধরণের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। এই
ব্যাকটেরিয়া আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত
করতে সহায়তা করে। কারণ এটি আমাদের দেহের জন্য খারাপ
ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে। এছাড়াও দইয়ের
ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে এবং দেহের ইমিউন
সিস্টেম উন্নত করতেও সহায়তা করে।

৬) ওটস
সকালের নাস্তায় একবাটি দুধ ও ওটস
খাওয়া সবচাইতে স্বাস্থ্যকর একটি নাস্তা। ওটসের ফাইবার
আমাদের দেহ গঠন এবং দেহের ইমিউন সিস্টেম উন্নত
করতে বিশেষভাবে ভূমিকা রাখে।

-----------
অন্ধকার আকাশ্
----------


#অভ্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ..........

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৪

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: হুম, ধন্যবাদ সাথে থাকার জন্য.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.