নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

রক্তের গ্রুপ অনুযায়ী মানুষের বৈশিষ্ট্য- Information

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মানুষের রক্তের গ্রুপ তার কিছু নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য বহন করে। বিভিন্ন
রক্তের গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত বিশ্লেষণ-

1.”o+”এই ব্লাড গ্রুপের
মানুষেরা স্বচ্ছ… দৃষ্টি সম্পন্ন, গভীর
মনোযোগী, উচ্চাকাঙ্খী,
স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী,
রোমান্টিক এবং অত্যান্ত
বুদ্ধিমান হয়ে থাকে।

2.”O-”এই গ্রুপের
মানুষেরা সাধারণত অন্যের
মতামতকে গ্রাহ্য করে না।
সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী,
বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড়
বেশি বাচাল।

3.”A+”এই ব্লাডগ্রুপের
মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ
চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের
হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক,
সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক,
বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার
পরিচ্ছন্ন।

4.”A-”এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব
খুঁতখুঁতে স্বভাবের
এবং কিছুটা অমনোযোগী। কিন্তু
অপ্রয়োজনীয়
বিষয়ে বেশি মনোযোগী। এদের
অন্যের বিরুদ্ধে অভিযোগ করার
প্রবণতা বেশি। এদের
আছে নিজেকে লুকানোর অভ্যাস
এবং একঘেয়েমি জীবন।

5.”B+”এই ব্লাড গ্রুপের
মানুষেরা স্বাধীনচেতা,
মেধাবী, নমনীয়, মনোযোগী,
স্বাস্থ্যবান,সরল, দক্ষ,
পরিকল্পনাবাদী,
বাস্তববাদী,আবেগ প্রবণ এবং খুব
বেশি রোমান্টিক হয়ে থাকে।
6.”B-”এই ব্লাড গ্রুপের
মানুষেরা অসংযমী,
অপরিনামদর্শী, দায়িত্বহীন, অলস,
স্বার্থপর, অগোছালো, অবিবেচক
এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।

7.”AB+”এই ব্লাড গ্রুপের
মানুষেরা সাধারণত সুবিবেচক,
বু্দ্ধি সম্পন্ন, হিসেবী,
পরিকল্পনাবাদী, সৎ
কৌশলী সংবেদনশীল, নিরেট
এবং খুব চমৎকার সাংগঠনিক
হয়ে থাকে।

8.”AB-”এই ব্লাড গ্রুপের
মানুষেরা দুর্বোধ্য, ক্ষমতাহীন,
অন্যকে আঘাত করার
প্রবণতা বেশি, এনার্জি স্বল্পতা,
খুব বেশি রক্ষনশীল ও বড়
বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

--------------
অন্ধকার আকাশ্
-------------

#অভ্র

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

রাখালছেলে বলেছেন: রক্ত দেখা যায় চেনা :P

এইগুলা কি আসলেই প্রমানিত । একজন মানুষের মধ্যে সবধরনের দোষ বা গুনগুলা বিদ্যমান । বিশেষভাবে যদি বলি বি পজেটিভ রক্ত । আমাদের দেশে মানুষের কমন রক্ত হল এটা । তাহলে কি আমরা সবাই অলস !!!

১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: এটা আমার মনের মাধুরী কিংবা গবেষণা নয়,
বিভিন্ন রকমের ব্লগ এবং আর্টিকেলস্ ঘেটে উপোরক্ত সিদ্ধান্তগুলো রিসার্চ টিম জানতে পেরেছে
সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি


ধন্যবাদ

২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২২

টি এম মাজাহর বলেছেন: খুবই হাস্যকর বিশ্লেষণ। এখানে অকারণেই নেগেটিভ গ্রুপের ব্যক্তিদের সম্বন্ধে সব খারাপ দোষ দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। নেগেটিভ গ্রুপের মানুষের সংখ্যা তুলনামুলক কম, তাদের প্রচুর রক্ত দান করতে হয়, এতো নেগেটিভ গুনাবলী থাকলে নেগেটিভ গ্রুপের লোকেরা পৃথিবী থেকে হারিয়েই যেতো। অবশ্য বিশ্লেষণটা রস আলোর মতো হাস্যরস সৃষ্টির জন্য তৈরী হলে কিছু বলবার নেই।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: হা হা হা, আপনার দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.