নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অতঃপর জনগণ/:)

১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৬

বাংলাদেশের বিকৃত রাজনীতি দেখলে অনেকটা হাসি পায়। বাংলাদেশের রাজনীতি বরাবরই ফুটবল খেলার সাথে তুলনা করা যায়।

দুই রাজনৈতিক দল জনগণকে নিয়ে সে খেলাটাই খেলছে, লক্ষ তাদের একটাই গদি। যেকোনো ভাবেই হোক গদির দখল তারা চায় হোক সেটা মানুষ পুড়িয়ে, মিথ্যা আশ্বাস কিংবা দেশ বিকিয়ে যেভাবেই হোক.......

যদি তা না হয় তাহলে কেনো একদল অন্য দলকে ক্ষমতায় মেনে নিতে চায়না, বুঝতে চায়না দেশটা সকলের।
কেনো দেশের মানুষকে নিয়ে এ পাশবিক খেলা খেলছে। ছয় মাস বয়সের শিশুটা তো কোনো রাজনীতি করে না সবে কয়েকদিন হয়েছে যে, সে দুনিয়ার আলো দেখছে তবে সে কেনো পেট্রোল বোমার শিকার হবে।
কলেজে পড়া ছেলেটা যে কিনা কিছুদিন আগেও মা না খাইয়ে দিলে ভাত খেত পারতোনা সে কিভাবে পেট্রোল বোমা তৈরী সহ নিক্ষেপের কাজেও জরিত থাকে.....

এর থেকে প্রমাণ হয় না কি যে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মী নামে সন্ত্রাসদের জন্ম দিচ্ছে। এরাই একদিন বলবে আমরা সন্ত্রাস দমনে দৃঢ় তৎপর, কাদের দমন করবে এরা....?

রাজনীতি মানে তো সন্ত্রাসী না। আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে, বাংলাদেশ একটি মুসলিম দেশ। তবুও কেনো আলাদা ইসলামিক দলের প্রয়োজন হয় কেন, তার মানে কি এটা প্রমাণ হয়না যে বাংলাদেশে ইসলামিক কোনো আইন চলে না।

বাংলাদেশ নামটা স্বাধীন মনে হলেও সেদিন বেশী দূরে নয় যখন আই.আর.এস এর জঙ্গি সংগঠন, ভারত কিংবা আমেরিকার কাছে নিজেকে সঁপে দিতে হবে।

কেনো আমাদেরকে এত বছর পরও রাজাকার নামক কলংক শুনতে হয়। যেখানে অন্য দেশের রাষ্ট্রদূত কিংবা আমাদের নিজেদের বড় বড় রাজনৈতিক নেতাদের উপর হামলার কথা শুনতে হয়।

শুনেছি, জনগণ হল গণতন্ত্রের চাবিকাঠি কিন্তু কেন এখনো কোনো সাধারণ জনগণ কোনো রাজনৈতিক দল সম্পর্কে মন্তব্য করতে পারেনা, কেউবা করতে চাইলে তাকে দমিয়ে দেয়া হয়।

যে দেশে এস.এস.সি, এইচ.এইস.সি তে গোল্ডেন পাওয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পাশ পর্যন্ত করতে পারেনা।
এস.এস.সি পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন ফাঁস হওয়া রোধে সরকারকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করতে হয় ।

বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করতে হয় যে দেশে, শিক্ষার কোনো দাম নেই চাকুরীর জন্য ঘুশ কিংবা মামা-খালু না থাকলে ১৫জোড়া জুতো খোয়াতে হয় তারপরে কোনরকম ছোট-খাট একটা চাকুরী পাওয়া যায়

রাজনীতিতে অস্থিরতা আর নীতিগত বৈষ্যমের কারণেই আজ দেশের এ অবস্থা,
শুধু একটাই আশা দেশকে এগিয়ে যেতে দেখতে চাই, দেশের নাগরিক অধিকারগুলো ভালভাবে পেতে চাই।

রাজনীতিতে শান্তি দেখতে চাই

#অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.