নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

এই বাংলাদেশ তো আমরা চাইনি !!!

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

এই লিখাটি হয়তোবা আমি কখনোই লিখতামনা !
.
এই লিখাটি লিখার কথা কখনোই আমার মগজেও আসতোনা যখন না আমি এমন- উদ্ধারহীন, শ্বাসরুদ্ধকর,অন্ধকার ঘরে বাস করতাম । নিজের দেশে এমনভাবে বাস করছি যেনো দন্ডিত হয়ে আছি।
.
হয়তো অন্য কিছু লিখতাম প্রেমের প্রবন্ধ,উপন্যাস কিংবা নাটিকা বা কিছুই লিখতাম না -তবুও এটি লেখার কথা মনে আসতোনা।কখনোই অবশ্য ভালো ছিলেমনা। যে মুক্ত,স্বাধীন, সৎ ব্যাক্তির পূর্ণ অধিকারসম্পন্ন একটি গণতান্ত্রিক দেশে বাস করার স্বপ্ন দেখেছি,তা কখনো পূর্ণ হয়নি ।দশকের পর দশক দুঃসহ অবস্থায় বাস করে করে এখন দুঃসহতম অবস্থায় পৌছে গেছি। বাস করছি এখন ভয়ের জলবায়ুতে ।এখানে শান্তিতে বাস করা যায়না, স্বস্তিতে কোন কিছু চিন্তা করা যায়না।
.
রাষ্ট্র আমাদের খাদ্য,বস্ত্র,বাসস্থানের ব্যাবস্থাততো করেই নি বরং রাষ্ট্র হয়ে উঠেছে হিংস্র। চব্বিশঘন্টা আতংকের কারণ।
রাষ্ট্র দ্বারা মন আক্রান্ত,দেহ বিকল, মগজ নষ্ট হয়ে পড়ে আছে। দেহ-মন-মগজ আক্রান্ত হলে সন্ত্রস্ত্ব হয়ে বেঁচে থাকা সত্যিই খুব পীড়াদায়ক।
.
প্রতিদিন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
তাদের অনেকেই ভবিষ্যৎের শাসকমন্ডলির একাংশ ।
শুনেছি তাদের থেৎলে দেয়া হচ্ছে, ভেঙ্গে দেয়া হচ্ছে,ঘুরিয়ে দেয়া হচ্ছে তাদের অস্তিত্ব।
বাস-ট্রাক-সি.এন.জি তে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে জলজ্বান্ত মানুষকে।
দেশটা হয়ে উঠেছে ডিটেনশনশালা,আটকখানা, পেষণশালায়।
.
এতো অত্যাচার দৈহিক-মানষিক কোনদিন দেখেনি,শুনেছি "একাত্তরে নাকি দেশটায় কোন শান্তি ছিল না , তাহলে কি সেটাই ফিরে এসেছে আবার নাকি এ নতুন বিপ্লব "। আমরা তো কোনদিন প্রকৃত স্বাধীনতা কিংবা অধিকার বা যুদ্ধ দেখিনি।
এখানে সুপরিকল্পিতভাবে মুক্তচিন্তা, প্রগতিশীলতা,যুক্তিশীলতা আর বাকস্বাধীনতাকে ধ্বংস করে দেয়া হচ্ছে।
.
বাংলাদেশ হয়ে উঠেছে বন্দীশিবির কিংবা গুলাগ দীপপুঞ্জ।
স্কুল-কলেজ-ভার্সিটি-অফিস বন্ধ করে দেশ খুলে বসেছে কারাগার। দেশে কোন উৎপাদন নেই শুধু ত্রাস আর কারাগার উৎপাদন ছাড়া ।
.
প্রতিহিংসার দানবকে লেলিয়ে দেয়া হচ্ছে। আরও ভয়াবহ হচ্ছে তরুণদের লেলিয়ে দেয়া হচ্ছে,
বিকৃত করে দেয়া হচ্ছে তাদের শিক্ষার মেরুদন্ড; তারা মুক্তচিন্তার প্রতি আগ্রহ করছেনা, অন্ধের মত স্লোগান দিয়ে যাচ্ছে নেতার নামে............
.
(আর লিখতে পারছিনা, হয়তো আবার জেগে উঠতে পারে রক্তাক্ত কলম যদি বেঁচে থাকি)
.
--------
অন্ধকার আকাশ্
--------
.
#অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.