নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)

Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) › বিস্তারিত পোস্টঃ

"চরম বাস্তব কিছু তেতো কথা "-- স্মৃতিপট

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১

-- প্রতি রাতে আমি অনেক সময় নিয়ে অনেক কিছু ভাবি। আর
দিনে ভাবি কেন আমি রাতে ভাবি!!!

-- যখন ছোট ছিলাম বাসার দেওয়ালে আঁকি-বুকিঁ করলে,
মা বলতেন, ‘দেয়ালে লেখা নিষেধ!’ এখন তুমি বলো, তোমার
ফেসবুক ওয়ালে লেখা নিষেধ। কেন?
তুমি কার মা?

-- আগে যোগাযোগ না থাকার কারণে অনেক ভালোবাসার
সম্পর্ক নষ্ট হয়ে যেত, এখন
বেশি যোগাযোগ থাকার কারণে সম্পর্ক টেকে না।

-- ‘আমি’ পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি খাঁটি+ফরমালিন
দেওয়া ভুল কথা।

-- দুনিয়ার সব ছেলেকে‘ভাল্লাগে না’ সিন্ড্রোমে আক্রান্ত!

-- আমার ৯৯টা সমস্যা আছে। প্রথম সমস্যা যে কোনটা,সেটাই
খুঁজে পাচ্ছি না বলে সমস্যায় আছি।

-- সবাই যখন ‘শুভ জন্মদিন’ বলে গান গায়, তখন যার জন্মদিন
তার আসলে দাঁড়িয়ে থাকা ছাড়া আর
কী করা উচিত?

-- ছাত্রজীবনে আমরা ক্যারিয়ার গঠনের জন্য
পড়াশোনা করলেও শেষ পর্যন্ত মোটা ব্যান্ডেলের
প্রেমে পড়ে যাই।

-- প্রকৃত জ্ঞানের কথা এখন শুধু টি–শার্ট আর বই-পুস্তকেই
লেখা থাকে।

-- সাফল্য সব সময় চুপিচুপি আসে,ব্যর্থতা আসে ঢাকঢোল
পিটিয়ে।

-- ঝগড়ার সময় সহজে কোনো কিছু মেনে নেওয়া দুর্বল
স্মৃতিশক্তির লক্ষণ।

-- টমেটো হচ্ছে একটি সবজি, এই তথ্য হলো জ্ঞান।
আর টমেটোকে সালাদ বানাতে পারা হচ্ছে প্রজ্ঞা।আমাদের
জ্ঞান আছে নেই প্রজ্ঞা , তাই সবার শেষে পড়ে আছি

-- যখন আপনার কাছে হাতিয়ার
হিসেবে হাতুড়ি ছাড়া আর কিছুই থাকবে না তখন
দুনিয়ার সব সমস্যাকে পেরেক
হিসেবে চিন্তা করে বাড়ি মারুন।

-- তিনিই ব্যর্থতায় হাসতে পারেন, যিনি ব্যর্থতার দায় অন্যের
ঘাড়ে চাপাতে পারেন।

-- বই পড়ার সময় আমরা যতই নিচে নামি ততই আমাদের
জ্ঞান বাড়ে। ফেসবুকের হোমপেজ
পড়তে গেলে উল্টোটা হয়।

-- আপনার বিপদ দেখে আপনিই আগে হাসুন,
নইলে অন্যরা হেসে ব্যাপারটাকে হাস্যকর করে ফেলবে।

---------
অন্ধকার আকাশ্
---------

#অভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.