![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Do u know what is success.\nWhen ur signature becomes an autograph that\'s call success.
জীবনের প্রতিটি ঘটে যাওয়া ঘটনা সাময়িক অসহ্য লাগলেও, একসময় সে অসহ্য নামক যন্ত্রনাটাই বারবার পেতে ইচ্ছে করে।
ঘরের একদম কোণার সোফায় বসে আনমনে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলো অনুপমা। হঠাৎ করে ল্যান্ডফোনটার বিকট শব্দে সম্বিত ফিরে পেলো।
সেদিনের পর থেকেই ল্যান্ডফোনটায় প্রতিদিন কেন যেনো বিকালে ৫:৩০ এ একটা আননোন নাম্বার থেকে কল আসতো। অনুপমাও ফোনটা ধরতো নিয়ম করে। শুধু ওপাশে একজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না। কেউ কখনো কথা বলতো না। ফোনটা অনুপমা নিজে না কাটা পর্যন্তও কেউ ওপাশ থেকে ফোনটা কাটতো না। কাল্পনিক হলেও বাস্তব যে অনুপমা ড্রয়িং রূমে ঘুরে ঘুরে বিকেল সাড়ে পাঁচটেয় আসবে আর ফোনটাও ঠিক সে সময়টাতেই আসবে
.
প্রথম প্রথম অনুপমা মনে মনে ভাবতো হয়তো প্র্যাঙ্ক কল,কেউ হয়তোবা মজা করার জন্য ফোন দিচ্ছে। এজন্যই বোধহয় হ্যালো
বলে কে কে করেছিল অনেকক্ষণ। উত্তর পায় নি।
বেশ কয়েকদিন পর যখন বুঝলো প্রতিদিন সাড়ে পাঁচটেয় কল আসবে, অনুপমা কয়েকদিন খুব গালাগালি করেছিল এমনকি তার ছোট ভাই আর বন্ধুদের দিয়েও। তাতেও কেন জানি ফোন আসা বন্ধ হয়নি।
.
একদিন অনুপমার মন অনেক বেশি খারাপ ছিলো কোন এক অজানা কারণে; ঠিক প্রতিদিনকার মত কল এলো।
.
-- “হ্যালো!”
-- উত্তর নেই ওপাশের, থাকার কথাও না।
-- “আচ্ছা আপনি তো উত্তর দিবে্ন না। জানি তো। তাও প্রতিদিন হ্যালো বলি। খুব বিরক্তিকর লাগে। কিন্তু আজকে আমি অনেক কথা বলব। কারন আজকে কথা শেয়ার করার মত কাউকে পাচ্ছি না…”
-- দীর্ঘ দু'ঘন্টা অনুপমা কথা বলা শুরু করে। বলতে বলতে ক্লান্ত হয়ে গেলে ফোনটা রেখে দেয়। এরপর
থেকে প্রায় প্রতিদিনই অনুপমা এভাবে ফোনে কথা বলে। আর
ফোনটাও কখনো এক মিনিট আগে পিছে হয় না।
.
অলস বিকালে অনুপমা একা একা কথা বলেই যায় গোধূলি পর্যন্ত ফোনের অজানা
সাথে।তারপর হঠাৎই একদিন, সাড়ে পাঁচটায় ফোন বাজে না। অনুপমা অপেক্ষা করে,
ল্যান্ডফোনের ধার । ফোনটা সেদিন আর বাজে না। পরদিনও না তার পরদিনও না। অনুপমাও অপেক্ষা করে ল্যান্ডফোনের পাশে। বসে বসে
অস্থির হয়ে পা ঝাকায় কখনো নখ খুঁটে। ফোনটা আর আসে না
একমাস অপেক্ষা করে অনুপমা এভাবে, ফোনের ধারে, ঠিক
সাড়ে পাঁচটায়। সারাদিন ফোনের আসেপাশে থাকে না, ঠিক সাড়ে পাঁচটায় যেয়ে বসে ল্যান্ডফোনের ধারে।
.
একদিন দুদিন হঠাৎ অনুপমার মা খেয়াল করে ব্যাপারটা। জিজ্ঞেস করে, কি রে ফোন করবি? অনুপমা বলে, না একটা ফোন আসার কথা। মা বলে, ও আগে বলবি না? ফোন তো নষ্ট গত একমাস ধরে। লাইন নেই!
.
.
পাঁচ বছর পর,
.
অনুপমা আর #অভ্র বিকেলে ছাদের উপরে বসে গল্প করছে,নিতান্তই তাদের বিয়ের আগের কিছু স্মৃতিময় অংশ নিয়ে । দুজনের হাতে ধোঁয়া উঠা গরম চা। বিবাহিত জীবন কাটিয়ে এসেছে বহু বছর হল। কি একটা কারনে হঠাৎ ল্যান্ডফোনের প্র্যাঙ্ক কলের প্রসঙ্গ চলে আসে।
.
অভ্র অনেকটা হাসিমুখে বললো, “ঠিক পাঁচ বছর আগে আমি একটা নাম্বারে ফোন দিতাম। ঠিক সাড়ে পাঁচটায়। একটা মেয়ে নিয়ম করে ফোন ধরতো। আমি কখনো উত্তর দিতাম না! কিন্তু সেই মেয়ের
সব কথা শেয়ার করতো…”
অনুপমা অবাক হয়ে জিঙ্গেস করে, “তারপর?”
“তারপর আর কিছু না। একদিন মেবি ওই ফোনটা ডেড হয়ে যায় বা
কিছু একটা, অনেকবার কল দিয়েও কাওকে পাইনি। একসপ্তাহ পর কল করি কিন্তু একসময় সে চেষ্টাও বন্ধ করে দেই।”
.
অনুপমা একদৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রর দিকে, ঘড়িতে তখন বিকেল সাড়ে পাঁচটা।
.
অনুপমার মনে পড়ে যায় সেই হারানো বিকেল গুলোর কথা, হারিয়ে যায় সেই গোধূলি বিকেলের অজানা একজনের সাথে মোবাইলে কথা বলার স্মৃতিপটে.....
.
---------
অন্ধকার আকাশ্
---------
.
©somewhere in net ltd.