| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘকিনারে আলোর ঝিলিক
আশা উঁকি মারে,
কষ্টগুলো দিলাম ফেলে
দুঃখনদীর পারে !
(১)
স্বপ্ন ঝরে, স্বপ্ন মরে
স্বপ্ন বেঁচে রয়,
ঘোর হতাশায় ব্যাকুল হৃদি
আলোয় আঁধার ক্ষয় ।
(২)
যা ছিল মোর গেছে ভেসে
বেনোজলের টানে,
স্মৃতির কুঠার রিক্ত আমায়
শুধুই আঘাত হানে ।
শক্তির মোহে অন্ধ ছোটে
স্বার্থের ধ্বজা ধরে,
চরম ঘৃণায় সময় তারে
আস্তাকুঁড়ে ভরে ।
থাকলে টাকা পছন্দসই
জিনিস যায়রে কেনা,
কঠিনতম কাজ জীবনের
ধরায় মানুষ চেনা ।
রয় না বেঁচে তার কোনো শখ
যার মরে যায় মন,
পানসে তাহার সুখ-ঐশ্বর্য
বাড়ি-গাড়ি-ধন !
(১)
শ্লোগানবিহীন মৃত্যুমিছিল
কালের গলিতে,
জীবন হাঁটে উজান বাঁকে
নতুন পলিতে ।
(২)
জীবননদীর বাঁকে বাঁকে
অভিজ্ঞতার সারি,
ভুলগুলো হুল ফোটায় কেবল
মেটায় জ্বালা তারই ।
গুমরে কাঁদে মনটা যদি
একলা আঁধারে,
ছিঁড়ে নে তুই সব পিছুটান
সকল বাধারে !
মোহভঙ্গ হওয়া ভালো
স্বপ্নভঙ্গ নয়,
চাঁদের আলো নয়তো আসল
আলোর পরিচয় ।
(১)
উড়িলো চাল, ভাঙ্গিলো ঘর
হৃদয় ছত্রখান,
পাখির মতো মুক্ত জীবন
শূন্য পিছুটান !
(২)
দুঃখ হলো সুখের অভাব
বঞ্চিত বুক খালি,
আঁধার চিরে গগনকোণে
চাঁদ হাসে এক ফালি ।
©somewhere in net ltd.