নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকের ফাঁসি!

আজাদী আকাশ

সাদা মনে বলছি। পেশায় আইনজীবী। ভাবতে ভালবাসি। ভাবাতে ভালবাসি। ষোল কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করনি!

আজাদী আকাশ › বিস্তারিত পোস্টঃ

দশ জন দোষী মুক্তি পাক কিন্তু একজন নির্দোষী যেন...........

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮

বিসমিল্লাহির রাহমানির রাহিম। জনপ্রিয় এই ব্লগিং সাইটে এটাই আমার প্রথম পোস্ট। যেহেতু আমি এই ব্লগে নতুন, তাই শুরুতেই আমার যেসব জ্ঞানী এবং জ্ঞানপিপাষু ব্লগার এবং পাঠক বন্ধুরা এই ব্লগে আছেন, তাদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেবার লোভ টা সামলাতে পারছিনা। আমি ঢাকা জজ কোর্টের একজন অতি নবীন আইনজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখ্ন আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলাম তখন থেকেই লক্ষ্য স্থীর করে নিয়েছিলাম আমাকে আইনজীবী হতেই হবে। কারন সকল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান মানুষ মাত্রই এটা মেনে নিবেন যে, আইনপেশা একটি মহৎ পেশা। যদিও কিছু অসৎ আইনজীবী এ মহৎ পেশার মর্যাদা ক্ষুন্ন হওয়ার জন্য দায়ী। সব পেশাতেই এমন কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য ঐ পেশার সুনাম নষ্ট হয়। যেমন কিছু কুলাঙ্গার শিক্ষকের জন্য শিক্ষকতা পেশা, কিছু কুলাঙ্গার ডাক্তারের জন্য চিকিৎসা পেশা, কিছু কুলাঙ্গার সাংবাদিকের জন্য সাংবাদিকতা পেশা ইত্যাদি। এরা কিছু টাকা পয়সার বিনিময়ে নিজ পেশার সম্মান ধুলায় মিশিয়ে দিতে কুন্ঠিত বোধ করেন না। এরাই একটা জাতীর জন্য একটা দেশের জন্য লজ্জা।
এই মহৎ পেশায় আসার আরেকটি উদ্দেশ্য ছিল যে, এমন সব নির্দোষ গরীব মানুষের বিনামূল্যে সেবা করা যারা আইনের মারপ্যাচে পড়ে বিনা বিচারে বছরের পর বছর জেল খাটছেন অথবা পুলিশের ভয়ে নির্দোষ হওয়া সত্বেও পালিয়ে বেড়াচ্ছেন। এমন সব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া যাদের শেষ সম্বল ভিটি মাটি অবৈধ দখলবাজদের কবলে পড়ে নি:স্ব হয়ে যাচ্ছেন। নির্যতিত, অবহেলিত মহিলা-পুরুষ দের কে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ব্রত নিয়ে এই পেশায় এসেছি।
আমাদের আইনঙ্গে একটি কথা আছে- দশ জন দোষী মুক্তি পেয়ে যাক কিন্তু একজন নির্দোষী যেন শাস্তি না পায়। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আফসোস তবুও হাজার হাজার নির্দোষীরা বিনা বিচারে বা বিচার স্বাপেক্ষে শাস্তি ভোগ করছেন। যার কারনে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ প্রকৃত অপরাধীরা সাজা পাচ্ছে না। অনেক নির্দোষী ব্যক্তি টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে পারেন না। বা পারলেও হয়ত গরিব হওয়ার কারনে আইনজীবীর কাছে অতটা গুরুত্ব পান না বা দালালের খপ্পরে পড়ে জীবনের অবশিষ্ঠ সঞ্চয় টুকুও হারাতে বসেন। আমি এমন ভুক্ত ভোগীকে খুজি।
আসলে আমি পেশায় নবীন। তবুও আমি চাই এসব অসহায় মানুষদেরকে বিনামুল্যে আইনি সহায়তা দিতে। আপনাদের যদি পরিচিত এমন কেউ থাকে তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। তবে শর্ত হলো তাকে কিন্তু নির্দোষী হতে হবে। গরীব হতে হবে। আমি বিনামুল্যে তাকে সাহায্য করার জন্য প্রস্তত আছি। আমি আমার ফি তার কাছ থেকে নিব না। কিন্তু ওকালত নামা ক্রয় বা পিটিশন ক্রয় ইত্যাদি এমন ৫০০/- থেকে ১০০০/- টাকা পর্যন্ত খরচ তাকে করতেই হবে। বা মামলার প্রসিডিউরাল যে কস্ট বা কোর্ট ফি ইত্যাদি তাকেই বহন করতে হবে। কারন আমি তো নবীন। অর্থ দিয়ে সহায়তা করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে মামলার প্রসিডউরাল কস্ট খুবই সীমিত । মানুষ আইনজীবী নিযুক্ত করে না কারণ আইনজীবীদের ফি তারা দিতে পারে না বিধায়।
কাজেই পাঠকবৃন্দ আমাকে নির্দোষীদের বাচানোর ক্ষেত্রে সাহায্য করতে পারেন। কারন আমরা বিবেকবান মানুষ সবাই ই একথাটি মনে প্রাণে বিশ্বাস করি যে, দশ জন দোষী ছাড়া পেলেও একজন নির্দোষীর সাজা পাওয়া উচিত নয়।
আমার সাথে যোগাযোগ করতে ইমেইল করতে পারেনঃ [email protected]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.