নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকের ফাঁসি!

আজাদী আকাশ

সাদা মনে বলছি। পেশায় আইনজীবী। ভাবতে ভালবাসি। ভাবাতে ভালবাসি। ষোল কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করনি!

আজাদী আকাশ › বিস্তারিত পোস্টঃ

সামুর এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি!

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

বাংলাদেশের সবচেয়ে বড় , জনপ্রিয় এবং প্রথম ব্লগিং প্লাটফর্ম হলো সামহোয়্যার ইন ব্লগ বা সংক্ষেপে যেটিকে সবাই আদর করে ডাকে সামু। মাত্র কয়েকদিন আগেই এই ব্লগিং সাইটের আমি একজন গর্বিত সদস্য হয়েছি। ভাবতে ভাল লাগে যে, এখানে সবাই তার মনের কথা গুলি প্রকাশ করতে পারে শ্লীল হওয়া স্বাপেক্ষে। প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু চিন্তা, ভাবনা, মতামত বা ভাব প্রকাশের বৈশিষ্ট রয়েছে। আধুনিক কর্মব্যস্তময় যান্ত্রিক মনুষ্য জীবন এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, অন্যের কথা শোনার মত ধৈর্য্য বা সময় কারও হাতে নেই। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ তো আরো বহুদুরের কথা। সামুর এডমিনরা জনপ্রিয় এই ব্লগিং সাইট পরিচালনা করার মাধ্যমে মানুষ তার মনের ভিতরে চাপা পড়ে থাকা ক্ষোভ, চিন্তা, ভাবনা ইত্যাদি অন্যের কাছে সহজেই তুলে ধরতে পারছে। এতে তাদের মন হালকা হচ্ছে আবার জ্ঞান গরিমায় অনেক দুরে এগিয়ে যেতে পারছে। তবে স্বাধীনতার নামে যাতে কোন কোন মহল জনপ্রিয় এই ব্লগিং সাইট টি কে বেহায়াপনা, অশ্লীলতা এবং নোংরামীর আড্ডাখানায় পরিণত করতে না পারে তার জন্য সম্মানিত এডমিন গণ সচেতন রয়েছেন যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ স্বাধীনতা মানে এই নয় যে, আমার মনে যা আসে তাই লিখতে পারি, বলতে পারি। অন্য মানুষের ধর্মীয় অধিকার, স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, ব্যক্তিগত এবং সামাজিক সম্মান ইত্যাদিকে ক্ষুণ্ণ করা, অযথা অন্যের নামে কুৎসা রটানো, ধর্মকে কটাক্ষ করে কোন লেখা, কোন বাজে মন্তব্য, অশালীন শব্দ ব্যবহার করা ইত্যাদি কোন মানুষের স্বাধীনতার মধ্যে পড়ে না। তাই এটাকে নিয়ন্ত্রন করা হয়ে থাকে। অন্য ধর্ম, মানুষের কথা বার্তা বা কোন একটি বিষয়ের অবশ্যই সমালোচনা হতে পারে। তবে তা হতে হবে গঠনমুলক, শালীনতা বজায় রেখে। সমালোচনা মানে হলো সমান আলোচনা মানে আপনি তার ভাল গুলোর প্রশংসা করবেন আর খারাপ গুলো ধরিয়ে দিবেন যাতে সে নিজেকে শুধরে নিতে পারে। সামুর এডমিনরা এদিকে নজর দিচ্ছে বলে এই ব্লগিং সাইট টি আমার ভাল লেগেছে এবং আমি এর একজন গর্বিত সদস্য হয়েছি।

তবে আমি লক্ষ্য করলাম যে ’বিষয় ভিত্তিক ব্লগ” লিংক টি তে অনেক বিষয়ে ব্লগের ক্যাটাগোরাইজ করলেও আইন বিষয়ক কোন ক্যাটেগরি নেই। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক একটি শ্রেণী আছে । আইনের পরিভাষায় একটি কথা আছে যে, ইগনোরেন্স অব ল ইজ নো এক্সকিউজ অর্থ্যাৎ আইন আমার জানা নেই একথা বলে আমি পার পাব না। দেশের সচেতন একজন নাগরিক হিসেবে আইন জানা সকলেরই দায়িত্ব। তাই একজন আইনজীবী হিসেবে সম্মানিত এডমিনদের কাছে আমার নিবেদন থাকবে যে, বিষয় ভিত্তিক ব্লগ ক্যাটেগরিতে আইন বিষয়ক একটি ক্যাটেগরি রাখা হোক যেখান থাকে সবাই ইচ্ছে করলে সহজেই আইন বিষয়ক পোস্ট পড়ে উপকৃত হতে পারে। এটা সামুকে আরো বেশি মাত্রায় জনপ্রিয় করে তুলবে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.