নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকের ফাঁসি!

আজাদী আকাশ

সাদা মনে বলছি। পেশায় আইনজীবী। ভাবতে ভালবাসি। ভাবাতে ভালবাসি। ষোল কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করনি!

আজাদী আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমরা আজও মানুষ হইতে পারি নাই

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

যদিও আমরা কাগজে কলমে এখন দাবী করিয়া থাকি যে আমরা সভ্য সমাজে বসবাস করিতেছি। কিন্তু আসলেই কি তাই? আমরা কি আসলেই সভ্য সমাজে বসবাস করিতেছি? যদি আমাদের বর্তমান সমাজকে সভ্য সমাজ হিসেবে আখ্যায়িত করা হয়, তাহা হইলে বোধহয় সভ্যতার সংগাটি আবার নতুন করিয়া আমাদের লিখিতে হইবে। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ মাত্রই উপলব্ধি করিতে পারিবেন যে আমরা যে সমাজে বসবাস করিতেছি তাহা মোটেও সভ্য সমাজ নহে। অন্যায়, অবিচার, দুর্নীতি, নোংরামির এই সমাজ কে আমরা কোন মুখে সভ্য সমাজ হিসেবে আখ্যায়িত করিব? সভ্য সমাজ হইতে হইলে আগে মানুষকে মানুষ হইয়া উঠিতে হয়। প্রশ্ন জাগে আমরা কি মানুষ হইয়া উঠিতে পারিয়াছি?
বিস্তারিত এখানে---www.legalvoicebd.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.