নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকের ফাঁসি!

আজাদী আকাশ

সাদা মনে বলছি। পেশায় আইনজীবী। ভাবতে ভালবাসি। ভাবাতে ভালবাসি। ষোল কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করনি!

আজাদী আকাশ › বিস্তারিত পোস্টঃ

আইনি সেবা জনগণের দোর গোড়ায়

২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

আমি পেশায় একজন আইনজীবী। জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে আমি এই পেশায় এসেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আইনজীবী হবো। সাধারণ মানুষকে আইনগত সহায়তা দেওয়ার ইচ্ছে ছিল অনেক। আমার ক্লাসে শিক্ষক এসে যখন প্রশ্ন করতেন তোমরা বিসিএস ক্যাডার কে কে হতে চাও, সবাই হাত তুলতো আমি ছাড়া। জজ কে কে হতে চাও, সবাই হাত তুলতো আমি ছাড়া। যখন প্রশ্ন করতেন আইনজীবী হতে চাও কে কে, হয়তো বা শুধু আমিই হাত তুলতাম। লক্ষ্যটা এমন স্থির ছিল যে আজ পর্যন্ত কোন চাকরীর জন্য আবেদন করিনি। কোন চাকরীর পরিক্ষা দেইনি। ছাত্র খারাপ ছিলাম না। রেজাল্ট ও অনেক ভাল ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স মাস্টার্স করেছি। কিন্তু চাকরীতে যায়নি। অনেক স্ট্র‍্যাগ্লিং এই পেশায় টিকে আছি। জনগণকে বিনামূল্যে আইন সহায়তা প্রদানের চেষ্টা করছি। আমরা আইন না জানার কারণে অনেক সময় নানা সমস্যায় পড়ে যায়। সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। প্রয়োজনীয় আইনি পরামর্শ পাই না। আবার আইন না জেনে অনেক অপরাধ করে বসি। আইনের একটি পরিচিত ম্যাক্সিম হলো কোন অপরাধ করার পর আইন জানতাম এমন অজুহাত চলে না। এই সব বিষয় চিন্তা করে আমি একটি আইন সম্পর্কিত বাংলা ব্লগ তৈরি করেছি। টুকিটাকি আইন জানার জন্য এটা ভাল মাধ্যম হতে পারে। তাছাড়া "প্রশ্ন করুন" নামে একটি ফোরাম চালু করেছি আমার ব্লগে। যে কেউ প্রশ্ন করুন বিভাগের সদস্য হয়ে দৈনন্দিন আইনি সমস্যা বলি নিয়ে লিখতে পারেন এবং তার সমাধান পেতে পারেন। আবার আইন সম্পর্কে জানা শোনা থাকলে যে কেউ সদস্য হয়ে উত্তর দেওয়ার মাধ্যমে আইন সচেতন সোনার বাংলা গড়তে অবদান রাখতে পারেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমার ব্লগের নাম লিগ্যাল ভয়েস। ঠিকানা- লিগ্যাল ভয়েস

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.