নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

জোক্স কালেকশন: ১ (১৮+)

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

একদিন গাজর আর

বাধাকপির বিয়ে হল!!!!

তো ফুলকপি তাদের

দেখতে আসল-

ফুলকপি : কি রে, বাসর

রাতে কি করলি ??

গাজর : আর বলিস না,

খুলতে খুলতেই রাত শেষ !!!





কাশেম শহরে থাকে। তার বউ

সখিনা থাকে গ্রামে। কাশেমেরই বন্ধু

আবুল। কাশেম একদিন সখিনার জন্য

“শাড়ি” কিনে পাঠালো আবুলের

মাধ্যমে। প্যাকেট

খোলা দেখে সখিনা বুঝতে পারে আবুল

শাড়ির প্যাকেট খুলে দেখেছে।

কিছুদিন পর আবার কাশেম সখিনার

জন্য “ব্রা” কিনে পাঠালো আবুলের

মাধ্যমেই। আবারো প্যাকেট

খোলা দেখে সখিনা বুঝতে পারে আবুল

প্যাকেট খুলে দেখেছে। বেশ কিছুদিন

পর আবার কাশেম সখিনার জন্য “দুধ”

কিনে পাঠালো ঐ আবুলের মাধ্যেমই।

এবার সখিনা প্যাকেট

হাতে নিয়ে দেখে প্যাকেট

তো খোলা এর উপর আবার

প্যাকেটে অর্ধেক দুধ নাই। তাই

সখিনা রাগে-

দুঃখে কাশেমকে চিঠি লিখলো।

চিঠিতে যা লিখলো..

শোন তোমার বন্ধু ঐ

আবুইল্যা একটা জানোয়ার !!

সে প্রথমে আমার শাড়ি খুলছে,

আমি কিছু বলি নাই। আবার

ব্রা খুলছে তারপরেও তোমারে কিছু কই

নাই !! এখন আমার দুধ অর্ধেক খাইয়াও

ফালাইছে!





এক সেক্রেটারী brith day তে তার

বসের কাছ থেকে একটা এক্সপেন্সিভ

PEN গিফট পেল।

সে বাসায় এসে রাতের বেলা PEN

দিয়ে লিখে খুব মজা পেল।

পরদিন সকালে সে চিন্তা করল,বস

কে ধন্যবাদ জানিয়ে একটা SMS করি।

SMS টি যখন আসলো তখন বস

ঘুমিয়ে ছিল। SMS টি পড়লো তার বউ।

পড়েই সে বাপের বাড়ী চলে গেল। …

SMS টি ছিল এইরকম…



“Your penis

wonderful, I enjoyed using it last

night.

Thanks.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: অনেক মজা পেলাম। যদিও আগে শুনা।
++++++++++

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

বাঁশ আর বাঁশ বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.