![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।
ফর্সা ও হ্যান্ডসাম একটা ছেলের পাশে কালো, চাপা ভাঙ্গা একটি মেয়ে! কিংবা খুব সুন্দরী একটি মেয়ের সঙ্গে বোকা বোকা চেহারার একটি ছেলে! সবার চোখে একদম
বেমানান কাপল! আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখি এই
‘বেমানান’ কাপলদের। কি প্রবল ভালোবাসা নিয়েই না একজন আরেকজনের দিকে তাকায় ! যেন তার সঙ্গীটিই রাজকুমার কিংবা রাজকুমারী। পুরো দুনিয়ার কটাক্ষ তুচ্ছ
করে কতো যত্নেই না সঙ্গীর হাত আঁকড়ে ধরে রাখে ! যেন সবাই যা বলে বলুক না! আমি তো বলছি ‘ভালোবাসি, শুধু তোমাকেই!’ কী যে চমৎকার লাগে... বেমানান কাপল গুলো মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আসল ভালোবাসা বলে অবশ্যই কিছু আছে। সব ভালোবাসা শরীর কিংবা চেহারাকে ঘিরে আবর্তিত হয় না।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বাঁশ আর বাঁশ বলেছেন: কাছাকাছি।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
এম আর ইকবাল বলেছেন:
অনেক সময় গলায় ঝুলে গেছে, ফেলা অসম্ভব, সে কারণে ।
খুব কম সময়ে আবেগের টানে ।
প্রায় সময় সহায় সম্পত্তির কারণে ।
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বাঁশ আর বাঁশ বলেছেন: কি প্রবল
ভালোবাসা নিয়েই না একজন
আরেকজনের দিকে তাকায় ! যেন তার
সঙ্গীটিই রাজকুমার
কিংবা রাজকুমারী। পুরো দুনিয়ার
কটাক্ষ তুচ্ছ
করে কতো যত্নেই না সঙ্গীর হাত
আঁকড়ে ধরে রাখে ! যেন সবাই
যা বলে বলুক না!
আমি তো বলছি ‘ভালোবাসি, শুধু
তোমাকেই!’
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
রাইসুল আবিদ বলেছেন: ভাই,এই কাহিনীটা তো বঙ্গদেশীয় ছিঃনেমার সারকথা