নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

একদা এরশাদ মেডিকেল কলেজ এডমিশন টেষ্ট দিয়েছিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

প্রথম প্রশ্নে উনি (A) বৃত্ত

ভরাট করেন !!

১০ সেকেন্ড পর উনি সিদ্ধান্ত

পরিবর্তন

করেন এবং (C) বৃত্ত ভরাট

করেন !!

তার ৩ সেকেন্ড পর উনি আবার

সিদ্ধান্ত

পরিবর্তন করেন এবং (D) বৃত্ত

ভরাট

করেন ... মনে মনে বলেন,

"এইটাই আমার লাস্ট

অ্যানসার" !!

তার ৫ সেকেন্ড পর এরশাদের

মনে হইল,

আসলে (B) টাই ভরাট

করা উচিত ...

অতঃপর

উনি (B) ভরাট করেন !!

এভাবেই এরশাদ সাহেব একই

প্রশ্নে (A) (B)

(C) (D) চারটা অপশনই ভরাট

করেন !!

তার দুই সেকেন্ড পর এরশাদের

মনে হইল, এই

চারটার একটাও হবে না ... তখন

উনি চিল্লাইয়া বললেন,

"অপশন মাত্র ৪

টা ক্যান ?? আরো অপশন দে !!"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

পাঠক১৯৭১ বলেছেন: ভালো লাগেনি, একটু লেভেলের হিউমার করুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

বাঁশ আর বাঁশ বলেছেন: ভাইজান, আপনারে মাইনাচ। আমার একটা লেখাও আপনার পছন্দ হয় না। :'( :'( :'(
লেখা পড়ার জন্য ধন্যবাদ।।।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

অহনাব বলেছেন: আমার ভাল লাগছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

বাঁশ আর বাঁশ বলেছেন: :-):-):-D:-D

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

বাঁশ আর বাঁশ বলেছেন: নিয়মিত ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।। :-)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

দুরন্ত সাহসী বলেছেন: কেউ কোন সিদ্ধান্ত নিতে না পারলে তখন এটুকু বললেই হবে আমি এরশাদ হইয়া গেলাম অথবা কাউকে চিটার না বলে বলে এরশাদ বললেই হবে অথবা ওয়াদা বরখেলাফ কারিকে এরশাদ বললেই হবে তবে বিশেষ করে তিনি আত্যহত্যা করবে বলিয়া যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে নারী পুরুষের এক কাতারে আসিয়া দাড়াইয়াছে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

বাঁশ আর বাঁশ বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.