![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।
পত্রের প্রথমেই আজকের স্পেশাল দিনটির লাল গোলাপ শুভেচ্ছা। ( আর ঘুষ হিসাবে ১ বোতল তৈল )। আজ আমাদের জীবনের শেষ ক্রম তারিখ। আর ১০০ বছর পর আসবে এই দিন। ততদিন মরে ভূত। তাই সবাই চায় দিনটি স্পেশাল করতে। যাদের বউ আছে তারা বউ নিয়ে, যাদের গার্ল ফ্রেন্ড আছে তারা তাদের নিয়ে কতইনা স্মৃতিময় করবে দিনটা।
কিন্তু আমি কপাল পোড়া, এমন কোন সুযোগ নেই। সারা দিন সামু গুতিয়ে স্মরণীয়। করতে হবে দিনটা। :'( কিন্তু যদি আপনার কৃপায় সেফ হয়ে যেতাম তাহলে ম্মরণীয় হত দিনটা ভাল ভাবেই।
কত দিন আর আনসেফ হয়ে থাকতে ভাল লাগে।
অতএব, মহোদয়ের কাছে আকুল নিবেদন এই যে, আজকে বাঁশ মিয়ার জন্য জাতীয় নিরাপদ ( সেফ) দিবস ঘোষনা করা হোক।
My status:
পোস্ট করেছেন: ৩০টি
মন্তব্য করেছেন: ১০০টি
মন্তব্য পেয়েছেন: ১৩৪টি
ব্লগ লিখেছেন: ৭ মাস ৩
সপ্তাহ
ব্লগটি মোট ৩৭৮৭ বার
দেখা হয়েছে
প্লিজ লাগে আপনার। তেল লাগলে আরো পাঠানো যাবে।।।
:'(
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
বাঁশ আর বাঁশ বলেছেন:
সেফ।।।।।। বাঁশ এর জন্য তৈরী থাকুন।।।।।।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: এবার হয়ে যাবে।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
বাঁশ আর বাঁশ বলেছেন: হয়ে গেছি।।।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
অদিব বলেছেন: বেশী তেল দিয়েন না ভাই... শেষে দেখা যাচ্ছে মডুই আপনারে তৈলাক্ত বাঁশ দেয়...
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
বাঁশ আর বাঁশ বলেছেন: দেয়নি।।। মডু ভাল।।।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২
রিমন রনবীর বলেছেন: তেল বেশী দিয়ে ফেলেছেন। মডুর পিছলে পড়ার সম্ভাবনা বেশী
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বাঁশ আর বাঁশ বলেছেন: তেলে কাজ হইছে।।।।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: তৈল একটি অতীব উপকারী পদার্থ
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
বাঁশ আর বাঁশ বলেছেন: এবং কার্যকরী।।।। সেফ হইয়া গেছিইইইইই।।।।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩
বেকার সব ০০৭ বলেছেন:
মডু বাঁশ আর বাঁশ কে সেফ করে দিন
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ বেকার ভাই, মডু আপনার রিকু শুনেছে।।।। আশাকরি ভবিষ্যতে আপনাদের পাশে পাবো।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২
জানা বলেছেন:
শব্দ এবং গতি আমার প্রিয় বিষয় হলেও অংক আমার সারাজীবনের আতঙ্ক । সেই আতঙ্কে 'বাঁশ এবং 'তেল' এিই শব্দ দুটি একত্রে দেখলেই আমার আরেকটি উপকরণের নাম গলার কাছে ছটফট করে তা হলো 'বানর'
। সে কি ভয়ানক কম্বিনেশন। এই কম্বিনেশনে 'গতি'র পরিনতি করুন হয়
! আচ্ছা আমারে কথা থাক, আপনার কথাই বলি।
আনন্দময় এবং দায়িত্বশীল ব্লগিং করুন। শুভ ব্লগিং।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
বাঁশ আর বাঁশ বলেছেন: হায় হায়, স্বয়ং জানা আপু আমাকে বানর ট্যাগ দিয়ে দিল???!!!!! বুঝছি, ডিস্কো বান্দর কে অনেক মিস করছেন।।।। আমাকেই কি তাহলে তার শূন্যস্হান পূরণ করতে হবে?
যাই হোক, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি ব্লগ আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।।।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: বাঁশ একটি তৃণ জাতীয় উদ্ভিদ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
বাঁশ আর বাঁশ বলেছেন: সেই সাথে তৈল বিশিষ্ট ও খাওয়ার যোগ্য।।।।।
কে কে বাঁশ খেতে চাও, হাত তোল।।।
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
বাঁশ আর বাঁশ বলেছেন: সেফ।।।।।
থ্যাঙ্কু মডু।।।।।।।।।।।
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: যান সেফ করে দিলাম
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বাঁশ আর বাঁশ বলেছেন: সারাটা দিন ভেবেও আপনার কমেন্টের যথাযথ বাঁশীয় উত্তর বের করতে পারিনি।।।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: বাঁশ দিয়ে বাঁশী তৈরি হয়!
ব্লগে বাঁশ বন্ধুকে স্বাগতম!
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ। কিন্তু, বাঁশ দিয়ে পুলিশের ডান্ডাও তৈরী হয়।।।।
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
তওসীফ সাদাত বলেছেন: বাঁশ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে ব্লগ এ আগমণ
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
বাঁশ আর বাঁশ বলেছেন: কেমনে বুঝতে পারলেন ভাই? মনের ঝাল ঝাড়ার জন্যই ব্লগে আগমন।।।।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ইছামতির তী্রে বলেছেন: আপনার কপাল দেখে আমার বড্ড হিংসা হচ্ছে। এমন দিনে আপনি ‘সেফ’ হয়ে গেলেন। আহা! আর একটা বড় ব্যাপার হলো ‘জানা আপু’ স্বয়ং আপনাকে উইশ করেছেন!!! ‘অন্যমনস্ক শরৎ’ সাহেবের মতামতও পেলেন।
আমি মাল্টি খুলমু...
যাইহোক, হ্যাপি ব্লগিং।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
বাঁশ আর বাঁশ বলেছেন: হি হি হি।।।।।। বদের হাড্ডি ব্লগার দের বাঁশ দিতে উৎসাহিত বোধ করছি।।।। ওনারাও জানেন, ব্লগে বাঁশের গুরুত্ব কত।।।। যাই হোক, আপনাকেও ধন্যবাদ। আর বাশের দরকার হলে আওয়াজ দিয়েন। ফ্রী সাপ্লাই দেই।।।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: স্কিপ করে রিপ্লাই দেয়াটা ব্লগে ভালোভাবে দেখা হয়না।আপনি নতুন তাই জানানোর প্রয়োজন বোধ করলাম।শুভকামনা।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
বাঁশ আর বাঁশ বলেছেন: স্যরি চেয়ারম্যান সাহেব বুঝতে পারিনি।। আর হবেনা। আসলেই উচিত না। নতুন তো বুঝতে পারিনি। ব্যাপারটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।।।
যে কমেন্ট গুলার জবাব ইন্সট্যান্ট মনে এসেছে সেগুলা তখনি দিয়েছি। অন্যগুলা তাই পরে দিয়েছি।। সচরাচর সবগুলার উত্তরই দেওয়ার চেষ্টা করি।।।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
হেডস্যার বলেছেন:
চেয়ারম্যান০০৭ এর সাথে একমত।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
বাঁশ আর বাঁশ বলেছেন: স্যরি, হেড স্যার। আগের কমেন্টে ব্যাপারটা বোঝানোর জন্য ধন্যবাদ। আপনাদের মত সিনিয়র ব্লগাররাইতো আমাদের শেখাবেন।।।। ধন্যবাদ।।।।।।।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ধূর্ত উঁই বলেছেন: সেফ হয়েছেন জেনে ভাল লাগলো। সেফ থাকুন মঙ্গল কামনা। এই দিনে ভাল কিছু হোক।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: বাঁশে তেল লাগালে ভালোই কাজ হয়
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
বাঁশ আর বাঁশ বলেছেন: ভাই, সয়াবিন থেকে সরিষা লাগাইলে মনে হয় ভাল হয়। হবে আপনার কাছে? ভয় নেই আপনাকে বাঁশ মুক্ত রাখা হবে।।।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনি একজন নিরাপদ
ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম
পাতায় সকল পোস্ট
অংশে প্রকাশিত হবে। আর
সম্পাদকের
বিবেচনা সাপেক্ষে তা নির্বা
পাতায়ও প্রকাশ হতে পারে।
১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু বাঁশ দেখলে ডরাই
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বাঁশ আর বাঁশ বলেছেন: সাদা দের ভয়নেই। কালো রা দুরে গিয়া মর।।।।
২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, বাইচ্ছা গেছি
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
বাঁশ আর বাঁশ বলেছেন: একটা মাল্টি খুলেন "কালো মনের মানুষ" নামে।।। ওটায় তখন বাঁশ দিবো। যত ইচ্ছা তত।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মহাদয় মডু, দয়া করে এই ব্লগারকে সেফ করুন না ইনি আপনাদের সহ আমরা সাধারন ব্লগারদের শুধুই তিনি বাঁশ আর বাঁশ দিবেন।