![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।
শাকিব খান : আমার জানি কেমন
লাগতেছে রে . . . . . .
ডিপজল : কেমন লাগতেছে ???
শাকিব খান : আমার
মাথা ঘুরাইতেছে রে.....আবার . . . . . .
বমি বমি আসতেছে . . . . .
ডিপজল : কস কি মমিন ??? তুই
তো প্রেগনেন্ট .......
শাকিব খান : এইডা কেমনে সম্ভব ???
এটা তো অসম্ভব!!!!!!
অনন্ত জলিল : হা হা হা ! অসম্ভব কে সম্ভব
করাই অনন্তর কাজ।
বর্ষা : নাহ !!!!
এটা হতে পারে না !!!
★★★
মেয়েঃ তুমি যদি আমাকে কিস কর
আমি চিৎকার করব।
ছেলেঃ কিন্তু
এখানে আসে পাশে অনেক দূর পর্যন্ত
কেউ দেখি না?
মেয়েঃ তাতে কি হয়েছে? অন্তত ফর্মালিটিতো পুরা হবে।
★★★
কমান্ডার: উফ্, মুক্তিবাহিনীর
বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছেড়েছে।
রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।
পাকিস্তানি সেনা: তাই তো বলি স্যার,
গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বাঁশ আর বাঁশ বলেছেন: জোক্স গুলা বোঝেননি, আপু?
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ধূর্ত উঁই বলেছেন: যাকএখন থেকে মজার মজার জোকস শুনা যাবে । ভালই হলো। ২নম্বরটা বেশি ভাল লেগেছে। ফরমালিটি মেনটেইন করা উচিৎ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।
ফরমালিটি মেনটেইন
করা উচিৎ। : P
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
দ্যা খলনায়ক বলেছেন: হে হে হে .. আর আমি জেনারেল
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
বাঁশ আর বাঁশ বলেছেন: খলনায়ক কে সেফ করার জন্য তীব্র দাবী জানাচ্ছি।।।।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
দ্যা খলনায়ক বলেছেন: এই নেন হরতালে তাজা ককটেলের শুভেচ্ছা ....
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বাঁশ আর বাঁশ বলেছেন: দাঁড়ান, নায়িকাকে আপনার কুুকীর্তির কথা জানাচ্ছি।।। B)
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: ১মটা সংগ্রহ করা। বাকি দুইটা ভাল লাগল। সংগ্রহ করলে নিছে উৎস দিয়ে দিবেন।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
বাঁশ আর বাঁশ বলেছেন: ওটা আমার ফেবুর একটা স্ট্যাটাসে দিয়েছিলাম। ১ মাস আগে। তবে ওটা কোথা থেকে নিয়েছিলাম সেটা মনে নাই।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সাজিদ ঢাকা বলেছেন: কালকা যেই পোস্ট দিসেন , , সেফ না কইরা উপায় আছে মডুর
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনাদের দোয়ায়।।। হাজার হোক খাঁটি সরিষার তেল ছিল।।।।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: সাজিদ ঢাকা বলেছেন: কালকা যেই পোস্ট দিসেন , , সেফ না কইরা উপায় আছে মডুর
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
বাঁশ আর বাঁশ বলেছেন: সাদা মনের মানুষ
বলেছেন: সাজিদ
ঢাকা বলেছেন:
কালকা যেই পোস্ট
দিসেন , , সেফ না কইরা উপায়
আছে মডুর
আমাদের লক্ষী মডুউউউউউ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: বাঁশে তেল লাগালে কাজ দেখছি ভালোই হয়
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
বাঁশ আর বাঁশ বলেছেন: হ ভাই, ঠিকই বুঝছেন।।।। আরও বেশী বেশী তেল পাঠান।।।।
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
বেকার সব ০০৭ বলেছেন: জুকসে ব্যপক মজা পাইছি, তেল তো দেখি ভালোই কাজে লাগছে
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।। আরও আসিতেছে।।।।
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
মামুন রশিদ বলেছেন: দুই নাম্বারটা ভালো হইছে ।
হ্যাপি ব্লগিং!
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
ড. জেকিল বলেছেন: শেষেরটা কমন পরছে!!!
হ্যাপি ব্লগিং।
১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।।
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
মুদ্দাকির বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
বাঁশ আর বাঁশ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
শিলা সুলতানা বলেছেন:
!!!!!!!!!!!!!