![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।
আগামি ২৬ তারিখ আমাদের রিলেশনের অর্ধ যুগ পূর্তি ২০০৭ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ রাত ৭টা ৩৩ মিনিটে ওকে আমি প্রোপোজ করেছিলাম। আমার বাচ্চা কালের সম্পর্কটা আপনাদের দোয়ায় এখনও বহাল তবিয়তে এবং শান্তিপূর্ণ ভাবে
টিকে আছে। অভিজ্ঞ-অনভিজ্ঞ ভাইয়া-আপুদের কাছে আইডিয়া চাই কি করলে বড়সড় একটা সারপ্রাইজ দিতে পারবো
আমার 'ও'কে।।।।।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
বাঁশ আর বাঁশ বলেছেন: বলেন বলেন তাড়াতাড়ি বলেন।।। ম্যাম যখন কমেন্ট করেছেন তখন বুঝতে হবে ভালো আইডিয়াই পাবো।।।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
অদিব বলেছেন: এবার ২৬ তারিখ ৭ঃ৩৩ এ ব্রেক আপ করে ফেলেন! সবচেয়ে বড় সারপ্রাইজ!
মজা নিলাম!
শুভ কামনা থাকলো আপনাদের জন্য!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
বাঁশ আর বাঁশ বলেছেন: এতে সারপ্রাইজ হবেনা।।। কারণ, আগেও বহুবার ব্রেক আপ করেছি।।। কয়েক ঘন্টা পরে অবশ্য দুজনে কান্নাকাটি করে আবারও " সোনা পাখি, জান পাখি" অবস্থা।।।।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
পাঠক১৯৭১ বলেছেন: বিয়ে করে ফেলুন, প্রেম আর থাকবে না; সেটাই হবে সবচেয়ে বড় চমক, অবশ্য আপনার জন্য।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
বাঁশ আর বাঁশ বলেছেন: ভাইজান, বিয়া করতে তো মুন্চায়। কিন্তু বউরে খাওয়মু কি? এখনও স্টুডেন্ট। আরও ৪ বছর।।।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: কেকের ভিতরে একটা রিং বসায়ে গিফট দেন । কিংবা তার প্রিয় খাবার নিজ হাতে রান্না করে খাওয়ান । কিংবা এখন পর্যন্ত আপনাদের স্মরণীয় স্মৃতিগুলোর স্ক্র্যাপ বুক করে দিতে পারেন । তবে সবচেয়ে ভালো কোনটা সেটা কিন্তু আপনার চেয়ে আর ভালো কেউ জানে না , তাকে আপনার চেয়ে ভালো আর কেউ তো জানে না তাই না??
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনি তো ভাই বস আইডিয়া দিছেন।।। এইটা করা যায় কিনা দেখি।।।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
শায়মা বলেছেন: অদিব বলেছেন: এবার ২৬ তারিখ ৭ঃ৩৩ এ ব্রেক আপ করে ফেলেন! সবচেয়ে বড় সারপ্রাইজ!
মজা নিলাম!
শুভ কামনা থাকলো আপনাদের জন্য!
হাহাহাহাহাহা ভাইয়া আমিও এমন কিছুই বলতে চাচ্ছিলাম।
আমারও অনেক অনেক শুভকামনা থাকলো!!!!
শুভকামনার একটা ধরণ হতে পারে এমন কোনো প্রমিজ যে ......
তুমি তার সাথে জীবনেও কোনোদিনও একটা ঝগড়াও করবেনা।
এই কথা অবশ্য সারপ্রাইজও হতে পারে কারণ তোমার নিক দেখে মনে হচ্ছে না তুমি শান্ত সুবোধ ভালোমানুষ ভাইয়া বেশি একটা।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
বাঁশ আর বাঁশ বলেছেন: কি যে বলেন ম্যাম, আমি তো ওর কাছে বান্দর, গাধা, গরু, ছাগল,ভেড়া।।।
আর ঝগড়া না হলে কি আর সম্পর্ক জমে? এমন প্রমিজ আগেও করে পরেরদিনই ঝগড়া করার রেকর্ড আছে আমার।।।।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: স্বামীর মর্যাদা নামক কোন একটা বই গিফট করুন
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭
বাঁশ আর বাঁশ বলেছেন: আইডিয়া অফ দ্যা ইয়ার।।।।।।
কিন্তু ভাইজান, বইটা পাবো কই? আপনার কাছে থাকলে আমাকে দিয়েন।।।।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: মাথা ন্যাড়া করে ফেলতে পারেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২
বাঁশ আর বাঁশ বলেছেন: ও মা গো মা।।।। এটা কি বুদ্ধি দিলেন। এই সারপ্রাইজ দিলে আমাকে ও কাঁচা চিবিয়ে anniversary পালন করবে।।।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
শায়মা বলেছেন: আদনান শাহ্িরয়ার বলেছেন: কেকের ভিতরে একটা রিং বসায়ে গিফট দেন । কিংবা তার প্রিয় খাবার নিজ হাতে রান্না করে খাওয়ান । কিংবা এখন পর্যন্ত আপনাদের স্মরণীয় স্মৃতিগুলোর স্ক্র্যাপ বুক করে দিতে পারেন । তবে সবচেয়ে ভালো কোনটা সেটা কিন্তু আপনার চেয়ে আর ভালো কেউ জানে না , তাকে আপনার চেয়ে ভালো আর কেউ তো জানে না তাই না??
বাপরে!! আদনান ভাইয়া তুমি দেখছি এক্কেবারে খাঁটি প্রেমিক!
তবে বাঁশভাইয়া কষ্ট করে একটা গান শিখে ফেলতে পারে, যেমন ধরো রবীন্দ্রসঙ্গীত "ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলেস্থলে বাঁজায় বাঁশী" আমাদের আপুনি নিশ্চয় সেই শ্রমসাধ্য তথ্যবহুল গান শুনে সারপ্রাইজের উপর সারপ্রাইজড হবেনই!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
বাঁশ আর বাঁশ বলেছেন: সহমত। আদনান ভাইয়ার প্রচুর অভিজ্ঞতা নেটা বোঝা যাচ্ছে।। কিন্তু গান???? হায় হায়।।। মাঝে ও একদিন আমাকে দিয়ে জোর করে গান গাইয়েছিল, সেটা আবার রেকর্ড করে রেখে পরে শুনিয়েছে, হেড়ে গলার জন্য ইচ্ছা মত পঁচিয়েছে সেদিন।।।। গান!!!! যথেষ্ট শিক্ষা হয়েছে আমার।।।।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
আশিকুর রহমান টিংকু বলেছেন: হাসান মাহবুব বলেছেন: স্বামীর মর্যাদা নামক কোন একটা বই গিফট করুন )
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
বাঁশ আর বাঁশ বলেছেন:
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
শায়মা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: স্বামীর মর্যাদা নামক কোন একটা বই গিফট করুন )
অথবা স্বামীর পায়ের তলে ইস্তিরি( আয়রন) এর বেহেস্ত
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: মাথা ন্যাড়া করে ফেলতে পারেন।
হাহাহাহাহাহা এই আইডিয়াও মজার। গল্পের সেই বিখ্যাত প্রেমিকা নায়িকা যদি তার ভালোবাসার মানুষটির জন্য সাধের চুল কেটে ফেলতে পারে তবে বাঁশভাইয়া কেনো পারবেনা???
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
বাঁশ আর বাঁশ বলেছেন: এই ডায়লগটা আগেও একদিন দিয়েছিলাম।।। কি রিপ্লাই পেয়েছি জানেন? বলেছে "পা চিনো, পা? লাথি তো আর খাওনি?? লাথি খেলে বুঝবা, কার পায়ের তলায় কার বেহেস্ত।" আপনিই বলেন এর পর আর কি বলব?????
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বিয়া কইরা ফেলেন কাজী অফিসে গিয়া।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
বাঁশ আর বাঁশ বলেছেন: বিয়ে করতে মুন্চায়, কিন্তু বাপ-মা তো বোঝেনা।।।
:'(
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এক্সপেরিয়া বলেছেন: উনার বাসায় মা বাবা সহকারে যান এবার!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
বাঁশ আর বাঁশ বলেছেন: এ কি আইডিয়া দিলেন ভাই? এর থেকে বরং বলতেন, এভারেস্ট জয় করে তার উপর থেকে লাফ দাও।।।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
এ্যাংগরী বার্ড বলেছেন: ‘আপনি হাসপাতালে, ব্লাড লাগবে’ - কাউকে দিয়ে ফোন করিয়ে জানান। আরও জানান ব্লাড দিতে আসতে হবে। দেখুন কি করে। ভালবাসার পরীক্ষা হয়ে যাক, কি বলেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
বাঁশ আর বাঁশ বলেছেন: ওর কাছে মিথ্যা বলে নিস্তার নেই। ১০০% ধরা খাবো।।।।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
আদনান শাহ্িরয়ার বলেছেন: @শায়মা আফুনি, তা এক কালে ছিলাম বটে । আমার গারলফ্রেন্ড বড়ই ভাগ্যবতী ছিলো ।
@হাসান মাহবুব ভাই,
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনার গারলফ্রেন্ড
বড়ই ভাগ্যবতী ছিলো। আর আপনি?
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
মিনেসোটা বলেছেন: শায়মা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: স্বামীর মর্যাদা নামক কোন একটা বই গিফট করুন
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনার কাছে থাকলে একটু ধার দিয়েন।।।
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২
বোকা মিয়া বলেছেন: কোন স্বপ্ন পূরণ করেন।কখনও কোন ইচ্ছার কথা নিশ্চয়ই বলেছেন আপনার প্রেমিকা।ধরুন কোন মুভি দেখার কথা,কিংবা কোথাও আপনার সাথে বেড়াতে যাবার কথা,কিংবা হয়ত উনি কখনও স্বপ্ন দেখেছেন আপনি কোন জায়গায় উনাকে হাঁটু গেড়ে প্রপোজ করছেন ইত্যাদি।ভেবে দেখেন নিশ্চয়ই কথাচ্ছলে আপনাকে কোন ইচ্ছার কথা বলেছেন।এরকম কিছু মনে পড়লে পূরণ করে ফেলেন।যদি এখনও এংগেজমেন্ট না করে থাকেন তাহলে উনার সাথে রিলেশনের ফিউচার নিয়ে কথা বলতে বলতে আচমকা উনাকে রিং পরিয়ে এংগজড করে ফেলেন।শুভকামনা রইল।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
বাঁশ আর বাঁশ বলেছেন: মনে পড়েছে ভাই, ওর এতটা ময়ূর পোষার শখ, আর বড়সড় একটা পাখির বাসায় ঘুমানোর শখ।।।।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
শায়মা বলেছেন: আদনান শাহ্িরয়ার বলেছেন: @শায়মা আফুনি, তা এক কালে ছিলাম বটে । আমার গারলফ্রেন্ড বড়ই ভাগ্যবতী ছিলো ।
আহারে এখন বুঝি নিজেই দূর্ভাগ্যবান হয়ে গেছো ভাইয়া!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
বাঁশ আর বাঁশ বলেছেন: আদনান শাহ্িরয়ার ভাইয়ের একটা ব্যবস্থা করে দেন না। বেচারা কষ্টে আছে।
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
গেন্না বয় বলেছেন: কিছু বাঁশ নিয়ে হাজির হন
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
বাঁশ আর বাঁশ বলেছেন: ভালো বুদ্ধি।।।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: @শায়মা আফুনি, তা বলা যায় ! কে জানে কতদিন ফাটা কপাল নিয়ে ঘুরতে হয়!!!
@গেন্না বয়,
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
বাঁশ আর বাঁশ বলেছেন: কপাল জোড়া লাগায়া নেন।।।।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: অবস্থা ভাল হলে ঢাকায় একটা বাড়ি কিনে দেন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
বাঁশ আর বাঁশ বলেছেন: ইতা কিতা কন ভাইডি? ওর কাছ থেকে মাস শেষে টাকা ধার নেওয়া লাগে।।। সর্বোচ্চ ৫০০ টাকা বাজেট।।। লুল।।।।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
পথহারা নাবিক বলেছেন: সত্য ঘটনা হইলো, বাঙ্গালী মেয়েরা এইসব সারপ্রাইজ বুঝে না!! খালি কয় বিয়া করো বিয়া করো বিয়া করো!! অসহ্য!!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বাঁশ আর বাঁশ বলেছেন: ১০০ % ঠিক।।।। ভাইজানের মনে হয় বিশাল অভিজ্ঞতা।।।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উনাকে কয়দিন খোজ না নেন। এটাই বড় সারপ্রাইজ হবে
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
বাঁশ আর বাঁশ বলেছেন: একঘন্টা খোজ না রাখলে বকা দেয়, আর কয়েকদিন হলে তো খুন করে ফেলবে।।।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
অনাহূত বলেছেন:
আপনি তো “বাঁশ আর বাঁশ”। মানে, একটা বাঁশের বাগান কিন্না দেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
বাঁশ আর বাঁশ বলেছেন: ভালো বুদ্ধি
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
রাঙ্গা রিয়েল.... বলেছেন: দেখেন আবার সারপ্রাইজড দিতে গিয়ে যেন নিজেই সারপ্রাইজড হয়ে না যান পি পি পি
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
বাঁশ আর বাঁশ বলেছেন: গতবারও তো তাই হয়েছিল। এবার যাতে আমি দিতে পারি তাই আপনাদের কাছে এলাম।।।
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
একলা ফড়িং বলেছেন: একেকজনের আইডিয়া পড়ে আমি 'হাহাগগ'
আপনার নিকখানা বাঁশ আর বাঁশ আর আইডিয়াগুলা তো পুরাই বাঁশের বাগান! বাগানের মালিকানা সহ
এইসব ব্যাপারে আমি খুবই অনভিজ্ঞ তাই আইডিয়া দিতে পারলাম না! তবে আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
বাঁশ আর বাঁশ বলেছেন: দোয়া করি, তাড়াতাড়ি যেন দোকলা ফড়িং হয়ে যেতে পারেন।।।।
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮
শয়তান শাহীন বলেছেন: আজকে থিকা ইচ্ছা কইরা ঝগড়া বাধান....হুলুস্থুল ঝগড়া তবে হিসেব মত।তারপর কথা-বার্তা বন্ধ....হালকার উপরে ঝাপসা খোজ খবর নিয়া ২৫ তারিখ পর্যন্ত চালায় যান।২৬ তারিখে কোনো ফ্রেন্ড রে দিয়া ঘর থেকে বাইর আনুন তারপর তিনার পছন্দের রং এর একটা শাড়ীর সাথে আধা ডজন গুলাব হাতে গুজায়া দেন....
আর নাহইলে এ রাস্তা তো আছে....
আপনি তো “বাঁশ আর বাঁশ”। মানে, একটা বাঁশের বাগান কিন্না দেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯
বাঁশ আর বাঁশ বলেছেন: চরম শয়তানী বুদ্ধি।।।
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
তানজিলা হক বলেছেন: হা হা আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি। আমি কেন্ডেল লাইট দিনার এর আয়োজন করে ছিলাম। সেদিন সে এতটাই আবেগ প্লুত হয়েছিল বালার নয়।
মনে করে দেখেন কোন যিনিসটা সে আমার কাছ থেকে চেয়েছিল বা চায়, কোন কারোনে হয়ত আপনি দেতে পারেন নি। সেটা দিয়ে দিন।
আমি সব থেকে খুশি হয়েছিলাম যেদিন আমার বর আমাকে এ গুচ্ছ গোলাম দিয়েছি। প্রথাম কোন ছেলের কাছ থেকে গোলাপ পাওয়ার অনুভুতিই আলাদা
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
বাঁশ আর বাঁশ বলেছেন: বাহ্, অভিজ্ঞ বুদ্ধি।।। ধন্যবাদ।।।
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২
তানজিলা হক বলেছেন: গোলাপ*
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।
২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪
লালন রিটার্ন বলেছেন: ছয় বছরের সম্পর্ক। প্রথমদিকের মতো করে এখন আর হয়তো রাত জেগে কথা বলা হয়না। সেদিন সারা রাত কথা বলেন। পরদিন সকালে ছয়টা গোলাপ নিয়ে তার কাছে হাজির হোন। মন খুলে কথা বলেন। সারাদিন একসাথে থাকার চেষ্টা করেন। মেয়েরা ছেলেদের কাছ থেকে সময়টাই বেশি চাই।। কোন গিফট দিয়ে মেয়েদের সারপ্রাইজড করা যায় না। তারা সারপ্রাইজ হওয়ার অভিনয় করে। যদি সম্ভব হয় আবার প্রপোজ করে এঙ্গেজমেন্ট রিং টা পড়িয়ে দিন ।।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
বাঁশ আর বাঁশ বলেছেন: ভাল বুদ্ধি। কিন্তু ওর কাছে যেতে সকালে ৩ ঘন্টার জার্নি করতে হবে। দেখাই হতোনা যদি অবোরধ উপলক্ষে বাড়ী না আসতাম।। আর সর্বোচ্চ ৬ ঘন্টা থাকতে পারবো ওর সাথে।।।
৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
খগম বলেছেন: Please update your love for life time.happy love day.thanks .
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।
৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫০
অপ্রচলিত বলেছেন: ২৬ ডিসেম্বর জাতীয় শোক দিবস করার আন্দোলনে নেমে পড়ুন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
বাঁশ আর বাঁশ বলেছেন: ও মা গো।।।। এইটা কি আইডিয়া দিলেন!!!!!!!!?????
৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০২
মাহবু১৫৪ বলেছেন: এখনো আপনার জীবনে যে শান্তি আছে এটা শুনেই আমি পুলকিত।
৬ বছরে যত ছবি তুলেছেন আপনার প্রেমিকাকে নিয়ে সেসব ছবি একসাথে করে একটা ছবির অ্যালবাম করুন। দারূণ হবে!
আরো দিতে পারেন ৬ টি লাল গোলাপ।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
বাঁশ আর বাঁশ বলেছেন: ভালো আইডিয়া। ধন্যবাদ।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: আইডিয়া কি পাওয়া গেছে??
শুধু প্রেম করেই অর্ধযুগ.. এটাই তো বড় চমক!! এই চমক ভাঙ্গতে গেলে বিয়ে করা ছাড়া উপায় নাই ।
সম্পর্কের অর্ধযুগপূর্তিতে বিয়ে করে ফেলেন
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
বাঁশ আর বাঁশ বলেছেন: পথহারা নাবিক বলেছেন: সত্য ঘটনা হইলো,
বাঙ্গালী মেয়েরা এইসব সারপ্রাইজ বুঝে না!!
খালি কয় বিয়া করো বিয়া করো বিয়া করো!!
অসহ্য!!
কান্তু বয়স হয়নি।। মাত্র ২৩। আরও ৪ বছর।।।
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
জাহিদ ২০১০ বলেছেন: একটা ছেকামাইসিন ট্যাবলেট খাওয়াইয়া দেন দেহি।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৯
বাঁশ আর বাঁশ বলেছেন: তাহলে তো ভাই, হাইপার স্যাকাইটিস রোগে পড়ে যাবো।।।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২
বাঁশ আর বাঁশ বলেছেন: ওকে ছ্যাকামাইসিন খাওয়ালে আমার "Hypo Loveoic Contraction Due to Hyper Sacitis of Lover" condition টা develop করে যাবে।।।
৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
আকিব আরিয়ান বলেছেন: সারপ্রাইজ দিতে গিয়া না আবার বাঁশ খাইয়া আসেন
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩
বাঁশ আর বাঁশ বলেছেন: সম্ভাবনা ৯৮.৭৬%......
৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
শায়মা বলেছেন: লেখক বলেছেন: কি যে বলেন ম্যাম, আমি তো ওর কাছে বান্দর, গাধা, গরু, ছাগল,ভেড়া।।।
আর ঝগড়া না হলে কি আর সম্পর্ক জমে? এমন প্রমিজ আগেও করে পরেরদিনই ঝগড়া করার রেকর্ড আছে আমার।।।।
হা হা তবুও ভালো প্রমিজ করার আধাঘন্টার মধ্যেই আবার ঝগড়া শুরু করোনি ... তেমন রেকর্ডও তো দুনিয়ায় থাকে।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০
বাঁশ আর বাঁশ বলেছেন: আমি কত্ত ভালো!!!!! (লজ্জা+ইনোসেন্ট এই দুটো ইমো হবে) (মোবাইল দিয়ে নেট চালাই বলে দুই তিনটা ছাড়া অন্য ইমো দিতে পারিনা )
৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
শায়মা বলেছেন: লালন রিটার্ন বলেছেন: ছয় বছরের সম্পর্ক। প্রথমদিকের মতো করে এখন আর হয়তো রাত জেগে কথা বলা হয়না। সেদিন সারা রাত কথা বলেন। পরদিন সকালে ছয়টা গোলাপ নিয়ে তার কাছে হাজির হোন। মন খুলে কথা বলেন। সারাদিন একসাথে থাকার চেষ্টা করেন। মেয়েরা ছেলেদের কাছ থেকে সময়টাই বেশি চাই।। কোন গিফট দিয়ে মেয়েদের সারপ্রাইজড করা যায় না। তারা সারপ্রাইজ হওয়ার অভিনয় করে। যদি সম্ভব হয় আবার প্রপোজ করে এঙ্গেজমেন্ট রিং টা পড়িয়ে দিন ।।
এই যে আরেকজন অভিজ্ঞ ভাইয়ার দেখা পাওয়া গেছে। আদনান ভাইয়ার বড় ভাই।
একদম ঠিক বলেছো লালনভাইয়া।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনার দুর্দান্ত অভিজ্ঞ মন্তব্য পড়ে মনে হচ্ছে আপনি লালন রিটার্ন এরও বড় বোন।।।।।। (অট্টহাসিরর ইমো)
৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আইডিয়া অফ দ্যা ইয়ার।।।।।।
কিন্তু ভাইজান, বইটা পাবো কই? আপনার কাছে থাকলে আমাকে দিয়েন।।।।
হা হা হা কমেন্টের রেপলাই এ লাইক দিলাম একশোটা। হামার কাছে নিশ্চয়ই এই বই এর কপি আছে আর না থাকলেও সে এইটা ফোটোকপি করে তোমাকে দেবে ইনশাল্লাহ!!!!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
বাঁশ আর বাঁশ বলেছেন: হাসান মাহবুব ভাইয়ের কাছে জানতে চাই, বইটা আজ পাকো কিনা? ভাবির কাছ থেকে পারলে চুরি করে আমাকে ধার দিয়েন। ফটোকপি করে নিবো।।
৩৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
ভোর বলেছেন: বাহ্ এই ব্লগে ঢুকে ফ্রি ফ্রি অনেক আইডিয়া পেয়ে গেলাম
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
বাঁশ আর বাঁশ বলেছেন: ফ্রি ফ্রি বাঁশ ও পেয়ে যেতে পারেন। যাই হোক, ধন্যবাদ।।।
৪০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: মনে পড়েছে ভাই, ওর এতটা ময়ূর পোষার শখ, আর বড়সড় একটা পাখির বাসায় ঘুমানোর শখ।।।।
সর্বনাশ!!!
ফরেস্ট এ্যাঞ্জেল..... আমাদের আপুনিটাকে ময়ুর কিনে দাও, পাখির বাসা বানিয়ে দাও।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
বাঁশ আর বাঁশ বলেছেন: আবদার শুনে ফরেষ্ট এ্যান্জেলের মাথা গরম হয়ে গেছে।।।।।
৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
শায়মা বলেছেন:
বাসাগুলো আমিই গিফট করে দিলাম!!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
বাঁশ আর বাঁশ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।।। আমার কষ্ট কমিয়ে দিলেন।।।। ভাবছি কাল ওকে এই পোষ্টটি দেখিয়েই সারপ্রাইজ দিবো।।।।
পাখির বাসায় তো আমারই থাকতে ইচ্ছা করছে। ঠিকানাটা দেওয়া যাবে? হানিমুন টা ওখানেই সেরে ফেলি।।। কি বলেন?????
৪২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১
আদনান শাহ্িরয়ার বলেছেন: না আমিও ভাগ্যব্যনই ছিলাম । কিন্তু ছিলাম লিখতে হয় এটাই কষ্টের ! যাই হোক, আপনার জন্য শুভ কামনা , শেষমেশ কি করলেন জানিয়েন কিন্তু !
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
বাঁশ আর বাঁশ বলেছেন: দোয়া করেন ভাই।।। জানাবো।।।।
৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
যেড ফ্রম এ বলেছেন: ৬ বছর! অনেক ভালো লাগলো শুনে।
"আমরা প্রেমের একযুগ পূর্তীতে বিয়ে করবো"-জাতিয় কথা দিতে পারেন। সে সারপ্রাইজড হবে বলে মনে হয়।
আরেকটা সারপ্রাইজ হতে পারে, তাকে সারপ্রাইজ গিফট দিতে বা সারপ্রাইজড করতে আপনি যে ব্লগে এই পোস্ট দিয়েছেন সেটা দেখাতে পারেন। মন্তব্য পড়ে মজা পাবেন উনি।
সতর্কতাঃ পোস্ট দেখাতে চাইলে আগে থেকে ব্লগ থেকে লুল পোস্ট (যদি থাকে) মুছে দিতে হবে। নাহলে আপনিই উল্টো সারপ্রাইজড মার খাবেন!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
বাঁশ আর বাঁশ বলেছেন: সতর্কতাঃ পোস্ট দেখাতে চাইলে আগে থেকে ব্লগ
থেকে লুল পোস্ট (যদি থাকে) মুছে দিতে হবে।
নাহলে আপনিই উল্টো সারপ্রাইজড মার খাবেন!
100% right.....
৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭
rakibmbstu বলেছেন: আদনান শাহ্িরয়ার বলেছেন: কেকের ভিতরে একটা রিং বসায়ে গিফট দেন ।
হাসপাতালে সিট বুকিং দিয়া লইয়েন ..... যদি রিং সহ কেকটা......
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
বাঁশ আর বাঁশ বলেছেন:
কমেন্ট পড়ে হা হা প হে।।।।
৪৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
ঘটলা বলেছেন: এইটা দেখে কিছু করতে পারেন!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
বাঁশ আর বাঁশ বলেছেন: সিরাম আইডিয়া।।। খ্যাক খ্যাক খ্যাক।।।
৪৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: rakibmbstu বলেছেন: আদনান শাহ্িরয়ার বলেছেন: কেকের ভিতরে একটা রিং বসায়ে গিফট দেন ।
হাসপাতালে সিট বুকিং দিয়া লইয়েন ..... যদি রিং সহ কেকটা......
হাহাহাহাহাহাহা সবচাইতে আনরোমান্টিক তবে বুদ্ধিমান ভাইয়া। আমি তার ফ্যান হয়ে গেলাম।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
বাঁশ আর বাঁশ বলেছেন:
আমিও তার ফ্যান হয়ে গেছি।।।
৪৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
বেঈমান আমি. বলেছেন: আর কয় কাল প্রেম করবা?এই বার রিং নিয়া গিয়ে বলো......উইল ইউ ম্যারি মি?
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বাঁশ আর বাঁশ বলেছেন: গতবার বলেছিলাম। উত্তর দিয়েছিল: "না"
৪৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: তার বাসার সামনের রাস্তায় মোমবাতি জালিয়ে লাভ এঁকে সারপ্রাইজ দেন,তবে পিকেটার মনে করে প্যাদানী দিলে আমার দোষ নাই
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
বাঁশ আর বাঁশ বলেছেন: বাঁশীয় বুদ্ধি।। প্যাদানি খাওয়ার সম্ভাবনা ১০০%।
৪৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
মুদ্দাকির বলেছেন:
যেমনে টাইমডেট হিসাব কইরা সব কিছু করতাসেন, তাতে প্রেম তো আর টিকবনা মনে হয়, যাউকগা শতর্ক হবার সময় এসেছে !!!!!
আর ২৬ তারিখের সচেয়ে বড় সার্প্রাইজ হবে, তাকে কোন কিছুই না দেয়া বা তার জন্য কোন কিছুই না করা, এয ইফ ইউ হ্যাভ ফরগট্টেন দি ডে , চায়া চায়া দেখেন হে আপনার জন্য কি করে
সম্পর্ক দির্ঘ স্থায়ী করতে চাইলে ২৬ তারিখ ৭;৩৩ মিনিট ইত্যাদি ভুইলা যান, নাইলে কপালে খারাপি আছে
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
বাঁশ আর বাঁশ বলেছেন: ভয় দিলেন তো ভাই।।। দোয়া করেন আমাদের জন্য।।।।
৫০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
বাঁশ আর বাঁশ বলেছেন: শুভ রাত্রি। সকালে ৭টায় উঠে ২ ঘন্টার জার্নি করে যেতে হবে। দোয়া করেন সবাই। পরে আপডেট জানাবো।।।।
৫১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঘটলার ভিডিওটা ভাল লাগল।
শুভ কামনা।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৮
বাঁশ আর বাঁশ বলেছেন: আপনার কাছ থেকে শুভকামনা পাওয়ার অপেক্ষায় ছিলাম।।। ধন্যবাদ।।।
৫২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
মুনেম আহমেদ বলেছেন: ভাই আপনার পোষ্টের ১০২ টা মন্তব্য পড়ার পর আমি এখন ক্লান্ত। একটু ঘুমামু
মন্তব্যগুলো পড়ে মজা পাইছি কি সারপ্রাইজ দিলেন জানার অপেক্ষায় থাকলাম।
আর প্রেম জিনিসটা আমার পড়তে বা দেখতেই ভাল লাগে করার ইচ্ছা, আগ্রহ, অভিজ্ঞতা কোনটাই আপাতত নেই।তাই কোন আইডিয়াও নাই
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
বাঁশ আর বাঁশ বলেছেন: আমিই সারপ্রাইজ পেয়ে গেছি।।।
৫৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
বাঁশ আর বাঁশ বলেছেন: বাড়ী ফিরছি।! মায়ের ঝাড়ির অপেক্ষায়।।।
৫৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
কালীদাস বলেছেন: এই পোস্ট কমেন্টসহ প্রিন্টআউট পড়তে দিলে সেটা সবচেয়ে মজার গিফট হত
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
বাঁশ আর বাঁশ বলেছেন: সারপ্রাইজ হিসাবে এই পোষ্টের কমেন্ট গুলো ওকে পড়তে দিয়েছি।।। খুব খুশি হইছে।।। আর ভাই আগে কই ছিলেন? আপনার আইডিয়াটা মারাত্তক। পরে এক সময় দিয়ে দিবো।।।
৫৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
rakibmbstu বলেছেন: শায়মা বলেছেন: rakibmbstu বলেছেন: আদনান শাহ্িরয়ার বলেছেন: কেকের ভিতরে একটা রিং বসায়ে গিফট দেন ।
হাসপাতালে সিট বুকিং দিয়া লইয়েন ..... যদি রিং সহ কেকটা......
হাহাহাহাহাহাহা সবচাইতে আনরোমান্টিক তবে বুদ্ধিমান ভাইয়া। আমি তার ফ্যান হয়ে গেলাম।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪ ০
লেখক বলেছেন:
আমিও তার ফ্যান হয়ে গেছি।।।
তয় আন্নেগো গরমকালে মোর বাড়িত দাওয়াত......... শীত কালে
আর ফ্যান (fan) দিয়া কি করুম বাহে.......
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০
বাঁশ আর বাঁশ বলেছেন: দাওয়াত নিলাম। কবে বাতাস করতে আসব?
৫৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাই, কেমন হল?
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০
শায়মা বলেছেন: ভাইয়া সারপ্রাইজটা সবচাইতে বড় কি হতে পারে বলবো?