নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

প্রেম-ভালোবাসা; বিবাহ এবং কিছু নির্মম বাস্তবতা। (ভাইয়া-আপু, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী সবার জন্য অবশ্যপাঠ্য)

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

"মেয়েরা একটা সময় পর্যন্ত ছেলেদের চেয়ে বেশি “Mature” হয়ে থাকে। সম্ভবত সেই সময়কাল ১৪-২০ বছর বয়স পর্যন্ত। এসময় অনেক কিছুই তারা বুঝে যেটা নিয়ে তখন ছেলেদের মাথাব্যথাই থাকে না। কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্যি, তাদের সেই "Maturity” ওই সময়টাতেই আটকে যায়। বয়স বাড়ার সাথে সাথে আর বাড়ে না। এজন্য তাদের কাছে ছোট খাটো সমস্যা গুলো বিশাল হয়ে দাঁড়ায় এবং সেগুলো নিয়ে তাদের অভিযোগের অন্ত থাকে না। ঝগড়া চলতে থাকে ছোট ব্যাপারগুলো নিয়ে অথচ যেগুলো খুব সহজেই “Ignore” করতে পারতো যদি “Maturity” টাও বাড়তো।



সেদিক থেকে ছেলেরা ২০ বছর পর্যন্ত উরাধুরা চললেও ২১ বছর থেকে ভাবতে শিখে। তাদের কাছে তখন “Emotion” আর

ঝগড়া ঝাটি থেকে “Important” হয়ে দাঁড়ায় "Reality” এবং কাঁধে চেপে আসা অসংখ্য দায়িত্ব-কর্তব্য যেগুলো তার পরিবারের প্রতি; একইভাবে তার সাথে ঝগড়া করতে থাকা মানুষটির প্রতিও।



এজন্যই তারা চায় ঝগড়া ঝাটির ব্যাপার গুলো “Ignore” করে বাকি সমস্যা গুলোর দিকে দৃষ্টি আরোপ করতে। তখনো আবার

তারা হয়ে যায় “Careless”, "Irresponsible” সেই

ঝগড়া করতে থাকা মানুষটার চোখে। এটা স্পষ্টভাবেই “Maturity” এর অভাব হলেই শুধু সম্ভব!



ছেলে বা মেয়েদের ছোট করার জন্যে বলা হয়নি কথা গুলো। শুধু মাত্র “Real Fact” টাই তুলে ধরা হয়েছে। এবং আমি জানি “Exceptional” কিছু লাখপতি বা কোটিপতির ছেলে ছাড়া এই

ব্যাপারগুলো আমার মত সাধারণ সব ছেলেদের জীবনেই আসবে। আসতেই হবে। এটাই নিয়ম।"



source= আমার প্রেমিকা :) :D =p~



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

ভিটামিন সি বলেছেন: রেডি হইয়া যান। আপারা খালি ভাঁশ আর ভাঁশ নিয়া আপনার পিছনে আইতাছে। জাষ্ট একটু ওয়েটান।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

বাঁশ আর বাঁশ বলেছেন: ভুই পাইছি।।।। :'(

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

বাঁশ আর বাঁশ বলেছেন: এখনও কেউ বাঁশায়নি।।।। :) :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

শিপু ভাই বলেছেন: B-))

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

বাঁশ আর বাঁশ বলেছেন: :)

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

বাঁশ আর বাঁশ বলেছেন: B)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

সুমন জেবা বলেছেন: ব্যাপারগুলো সাধারণ সব ছেলেদের জীবনেই আসবে। আসতেই হবে। এটাই নিয়ম।"

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

বাঁশ আর বাঁশ বলেছেন: এটাই নিয়ম।।।।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ।।।।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: ফাউ পোস্ট!!!

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বাঁশ আর বাঁশ বলেছেন: আপনি মনে হয় অসাধারণ।।।। =p~

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মুদ্‌দাকির বলেছেন:
:#) :#) :#)

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

বাঁশ আর বাঁশ বলেছেন: :)

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

বাঁশ আর বাঁশ বলেছেন: *_*

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হম । আমারও এমন মনে হয় । কে জানে !

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

বাঁশ আর বাঁশ বলেছেন: আসলেই।।।।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

বাঁশ আর বাঁশ বলেছেন: ভাইয়া, আপনার ফটোটা আমার এক বন্ধুর সাথে হুবহু মিলে যায়।।।।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩

বাঁশ আর বাঁশ বলেছেন: “Exceptional” কিছু
লাখপতি বা কোটিপতির
ছেলে ছাড়া এই
ব্যাপারগুলো আমার মত সাধারণ সব
ছেলেদের জীবনেই আসবে। আসতেই
হবে। এটাই নিয়ম।"

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

বাঁশ আর বাঁশ বলেছেন: X(

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আদম_ বলেছেন: গার্লস আর ব্রেইন লেস। দে আর ব্রেইন লেস বিউটি। অনলি দে নো হাউ টু ক্রাই এন্ড মেইক ক্যাচাল। দে হেভ নো ব্রেইন। জাস্ট স্টুপিড।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২

বাঁশ আর বাঁশ বলেছেন: পোষ্টের সাথে মন্তব্য অপ্রাসঙ্গীক।।।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

একলা ফড়িং বলেছেন: খাড়ান বাঁশের গুদাম নিয়া আইতাছি X( X( এইবার বুঝবেন কতো বাগানে কতো বাঁশ X(( X((

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

বাঁশ আর বাঁশ বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.